![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....
সেদিন এক রেস্টুরেন্ট-এ ইফতার করছিলাম।
পাশের ভদ্রলোক বেগুনির পিছটা হাতে নিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে দেখছেন।
খানিক পর আমার দিকে বাড়িয়ে ধরে বললেন, "ভাইজান দেখেন এই টা কি?"
একটু অবাক হবার ভান করে বললাম, "কেন! বেগুনি!"
ভদ্রলোক ক্ষিপ্ত হয়ে বললেন, "পাঁচশত টাকা বাজি। এইটা বেগুনি নাহ।"
একটু ভরকে গেলাম। ঘটনা কি! গলার স্বর কিছুটা নিচু হয়ে এসেছে আমার। আমতা আমতা করে বললাম, "ভাই, ঐটা বেগুনি।"
ভদ্র লোক তেলে-বেগুনে জ্বলে ওঠলেন- "বেগুনি! নেন আপনার হাতে নেন, এর ভেতর থেইকা বেগুন বের করে দেন। পাঁচশ টাকা পুরুস্কার দিবো!"
হৈ হুল্লোর শুনে রেস্টুরেন্ট'র ম্যানেজার দৌড়ে এলেন।
"স্যার এনি প্রবলেম?"
ভদ্রলোক বেগুনির পিছটা দেখিয়ে বললেন, "এটা কি?"
"জ্বি বেগুনি।"
"নেন বেগুন বের করে দেখান। পাঁচশত টাকা দিবো।"
ম্যানেজার বিব্রত গলায় বললেন, "স্যার বেগুনের দাম একটু বেড়ে গেছে তো তাই!"
"মিয়া রোজাদার দের সাথে ফাইজলামি করেন, থাপ্রাইয়া আপনাদের দাঁত ফালাইয়া দেওন উচিত! শালা! বানাইছে বেসনি, নাম রাখছে বেগুনি!"
আমি কোন মতে হাসি চেপে রাখলাম।
রোজাদারদের সাথে রেস্টুরেন্ট মালিক ও বিভিন্ন ইফতারি বিক্রেতাদের ফাইজলামি দেখে সত্যিই অবাক না হয়ে পারি না।
২| ১৪ ই জুলাই, ২০১৫ রাত ৯:৩৬
তার ছিড়া আমি বলেছেন: কেননা আমরা বাঙ্গালী
©somewhere in net ltd.
১|
১৪ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪০
সুমন কর বলেছেন: