নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবুর রহমান জুয়েল

হাবিবুর রহমান জুয়েল

জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....

হাবিবুর রহমান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

প্রয়োজনের চেয়ে অধিক স্মার্টনেস কখনোই ভালো নয়..

২৬ শে জুলাই, ২০১৫ রাত ১১:৪৯

একটা কফি শপে কফি খেতে গেলাম। ক্যাশ কাউন্টারে স্টাইলিশ তিনজন ছেলে আর একজন মেয়ে দাঁড়িয়ে আছে।

সামনে গিয়ে দাঁড়াতেই, ইংরেজির মতো করে বাংলা বলতে শুরু করলো একজন।

কফির সাথে এক পিছ কেক খাবো, সেটার দাম জানতে চাইলাম।

ছেলেটি একে একে তিনবার বলল, "স্যঁরি স্যার!"

আমার সহজ সরল বাংলা সে বুঝতে পারছে না। তার মতো ইংরেজি স্টাইলে বাংলা বলতে পারি না আমি। হয়তো এটি আমার অযোগ্যতা।

"এক পিছ কেকের দাম কতো, ঐ যে ঐটা?"

"ওয়ান হান্ড্রেড এন্ড টুয়েন্টি টাকা।"

প্রশ্ন করছি বাংলায়, উত্তর দিচ্ছে নাঁকানো ইংরেজিতে।

মেজাজটা খারাপ হয়ে গেল। ধমক দিয়ে বললাম, "ইংরেজির মতো বাংলা, আর চাইনিজের মতো ইংরেজি বলছেন কেন? সুন্দর করে বাংলা বলা যায় না?"

পরিচয় নিয়ে জানতে পারলাম, দুজন সদ্য এম বি এ পাশ করে আসা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পার্মানেন্ট কফি শপে চাকরি করছেন। আর দুজন বর্তমান স্টুডেন্ট। পার্ট টাইম কাজ করছেন।

আসার সময় একটি কথাই বলে আসলাম তাদের- "প্রয়োজনের চেয়ে অধিক স্মার্টনেস কখনোই ভালো নয়...।"

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৫ রাত ১২:৩৮

প্রামানিক বলেছেন: ঠিক বলেছেন। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.