নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবুর রহমান জুয়েল

হাবিবুর রহমান জুয়েল

জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....

হাবিবুর রহমান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

"বু্দ্ধিমতী মেয়ে ও মেয়ের বাবারা সবসময় যোগ্য ছেলে খোঁজে, হ্যান্ডসাম নয়"

২৯ শে আগস্ট, ২০১৫ রাত ৩:০২

বছর ছয়-সাতেক আগে সদ্য বিবাহিত এক বড় ভাই'র সাথে আমরা দুই বন্ধু রাজধানীর একটি চাইনিজ রেস্টুরেন্ট এ খেতে বসেছি। কথা বার্তার এক পর্যায় বড় ভাই বললেন, "তোমাদের দুজনারই চোখ খারাপ।"

দুজনই বিব্রত হয়ে গেলাম।

আমি বিব্রত গলায় বললাম, ভাই হঠাৎ এই কথা বললেন যে?"

বড় ভাই বললেন, "আসার পর থেকে দেখছি, তোমরা দুজনই শুধু মেয়েদের দিকে তাকায় তাকায় দেখ।"

বন্ধু করুণ গলায় বলল, "কি করবো ভাই, আমাদের দুজনের একজনেরও গার্লফ্রেন্ড নাই। তাই অন্যেরটা চাইয়া দেখি।"

বড় ভাই হেসে বললেন, "ধুর মিয়া গার্ল ফ্রেন্ড না থাকলেই কি অন্যেরটা চাইয়া দেখতে হইবো?"

আমি সুবোধ বালকের মতো বললাম, "ভাই, আর তাকাবো না। আমি তেমন একটা তাকাইও না। অর চোখ বেশি খারাপ।"

বন্ধু হতাশ গলায় বলল, "ভাই, এই বিষয়টা ভাবলে খুব খারাপ লাগে। লাইফটা বোধহয় বৃথাই গেল। দুজনার একটাও গার্ল ফ্রেন্ড নাই! "

"ধুর বোকা! গার্ল ফ্রেন্ড না থাকলেই বুঝি লাইফ বৃথা? আমারও তো গার্লফ্রেন্ড ছিল না। তাই বলে কি আমার লাইফ বৃথা হয়ে গেছে?"

আমি বললাম, "জ্বি না তা হয় নাই।"

ভাই বললেন, "শোন, কারো গার্লফ্রেন্ড কিংবা বয় ফ্রেন্ড থাকা-না থাকাতে জীবনে কিছু আসে যায় না। এই যে যাদেরকে দেখছ, এদের এক জোড়ারও বিয়ে হবে কি না সন্দেহ।"

"জ্বী ভাই, ঠিক বলেছেন। ভাই, আমরা তো হ্যান্ডসাম না। আমাদের কপালে কি ভবিষ্যতে ভালো পাত্রী জুটবে? "

ভাই এক চুমুক পানি খেয়ে নিলেন। তারপর একটু কেশে বললেন, "বুদ্ধিমতী মেয়ে আর মেয়ের বাবারা সবসময় যোগ্য ছেলে খোঁজে, হ্যান্ডসাম না। এ কথাটি অলওয়েজ মাথায় রাখবা। নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে পারলে দেখবে গার্লফ্রেন্ড না থাকার আফসোস আর থাকবে না জীবনে।"

আজ অনেক ছেলে মেয়েকে দেখি, তাদের গার্ল ফ্রেন্ড কিংবা বয় ফ্রেন্ড না থাকাতে তারা এক ধরণের হতাশা ও হীনমন্যতায় ভুগে। আমার মনে হয়, তাদের কে আমাদের সেই বড় ভাইর কথাগুলো ফলো করা দরকার।








মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১৫ রাত ৩:২২

চাঁদগাজী বলেছেন:


আপনি কি সুশ্রী নন?

২৯ শে আগস্ট, ২০১৫ রাত ৩:৩৮

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: বর্তমানে আমি আমাকে নিয়ে সন্তুষ্ট.....

২| ২৯ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:০৪

রামন বলেছেন: মেয়েরা কেমন যোগ্য ছেলে পছন্দ করে সে বিষয়ে একটা পোস্ট ছিল আমার। সময় থাকলে দেখতে পারেন।
ধন্যবাদ।

২৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪০

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ পড়েছি, ভালো লেগেছে...

৩| ২৯ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:২১

বিজন শররমা বলেছেন: রামন বলেছেন: মেয়েরা কেমন যোগ্য ছেলে পছন্দ করে সে বিষয়ে একটা পোস্ট ছিল আমার। সময় থাকলে দেখতে পারেন। তিনি আরো বলেছেন - রামন বলেছেন: উলঙ্গ অবস্থায় স্ত্রী সহবাস করা হারাম। যদিও এই অবৈধ কাজটি অনেকে জেনে বা না জেনে করে থাকে।

৪| ২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:২৫

বিদ্রোহী সিপাহী বলেছেন: ভাই যোগ্য ছেলে হইতে কি কি লাগে আপনার বড় ভাই তা বলেছেন?

আমাকে জানান দয়া করে

২৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪১

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: হা হা হা

৫| ২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১১:২৭

আর জে নিশা বলেছেন: মেয়েদের কমেন্ট থাকলে বোঝা যেতো আসলে মেয়েরা কেমন পাত্র চায়, একজন ছেলে একটি মেয়ের মনের কথা কেনো আরেকটি ছেলের মনের কথা বলতে পারবে এটা ভাবাও কঠিন ব্যাপার ।

আমি শুধু বুদ্ধি বলে না আরো নানা বিষয় আছে বিচক্ষনতার বা পাত্র বাছাইয়ের
১। বুদ্ধি
২। জ্ঞান
৩। চতুর
৪। কুটিল
আরো হয়তো অনেক যা থেকে পাত্র বাছাইয়ে কাজে আসে সেইসব অস্ত্র ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.