![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্ষুদে লেখক
এই আজকে বাহির হতে পারবে????
মোবাইলে এক প্রান্ত থেকে কথা ছুড়ে দিল অভি
নাহ আজ বাসায় মেহমান আসবে, আমার অনেক কাজ আছে ৷ রুক্ষ ভাব নিয়ে বললো নিশা ৷
সময় বিকাল ৫টা হাতে এখনও সময় আছে নাহ এই সুযোগ হাত ছাড়া করা যায়না, আজকে নিশা বাসার সামনে গিয়ে ওকে অবাক করে দিব ৷
জুতার ফিতা বেঁধে, কালও একটা জ্যাকেট পরে বেরিয়ে পড়লো ৷
নাহ চুলে একটু স্প্রে মারা দরকার, আঙ্গুল যুগল চুলের মাঝখানে দিয়ে নিজের মত করে নিল অভি৷
রিকশায় করে যাচেছ আর শিশ দিচ্ছ ৷
"তোমার বদনখানি দেখব বলে অস্থির হয়েছি আমি,
অনেকটুকু ভালবাসি যত চাও তুমি "
পকেট থেকে সিগেরেট বের করেও করলো নাহ
নিশা একদম লাইক করেনা ৷
রিকশা ট্রান করতেই হলুদ একটা ড্রেস আটকে গেল অভির চোখে পিছ থেকে মেয়েটাকে চিনা যাচেছ না কিন্তুু ড্রেসটা পরিচিত লাগছে ৷
মামা সামনে রাখেন !!
ভাড়া মিটিয়ে , অভি ক্যামেরা মতন চক্ষুযুগল ঝুম করে ছবির তোলার মতন দেখছে মেয়েটি কে,
এক হাতে ফোন অন্য হাতে হাওয়াই মিঠাই ৷
বাইকে লাল সার্ট পরা একটা ছেলে চোখে লালচে চশমা ৷
অভির বুকে ধুকধুকানি বেড়ে গেল
নিশা নয়তো! !!
ডিজিট উঠিয়ে নিশা কে ফোন
কই তুমি????
আআআ আমি তো বাসায়! ! এখন কল দিলে কেন বাসায় মেহমান উফফ অভি তুমি না !! আচ্ছা রাখি পরে কথা হবে লাভি বাকিটা শুনার আগেই অভি কল কেটে দেয়
নিশাকে অবাক করতে এসে নিজেই অবাক হয়ে গেল ৷
কারও অনুমিত না নিয়েই চোখের অশ্রু গড়িয়ে পড়লো ৷
পিছু হাঁটতে থাকে
কিন্তুু পিছ থেকে কেউ টান দেয়
কে তুমি?
তোর সত্তা! !!
এভাবে চলে যাইসনে ওকে ওরে পাওনাটা মিটিয়ে দে ৷
অশ্রু মুছে পা বাড়ায়
আরে নিশা তুমি না বাসায়, এখানে কখন আসলে বললে নাতো আমি ভাবলাম আজ সারারাত ঘুরবো তোমাকে নিয়ে নাইট শো দেখবো
উনি কে তোমার ভাইয়া? ??
সালাম ভাইয়া আমি অভি নিশার বয়ফ্রেন্ড! !
নিশা কিছু বলার আগেই ছেলেটি বলে উঠে ছিঃ নিশা তুমি?? তোমার বয়ফ্রেন্ড আছে! ! আর তুমি আমার সাথেও ছিঃ
এদিকে অপমানিত হয়ে নিশা পা বাড়ায় ৷
জোর গলায় অভি চিৎকার করে বলে
নিশা কই যাও চলনা একটা সেলফি তুলি!!!
ওবাসায় মেহমান আসছে তাই চলে যাচ্ছ
©somewhere in net ltd.