![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্ষুদে লেখক
একটা ইভটিজিংয়ে ছেলে মেয়ে উভয়ে দায়ী
অনেক ছেলেই বলে মেয়েদের অশালীন পোষাক তাদের অতিমাত্রায় শরীরের ভঙ্গি কারনে কিছু কিছু ছেলেরা তাদের বাজে কমেন্ট করে ৷
তবে হ্যাঁ কিছু ছেলে অাছে যাদের কাছে শালীন আর অশালীন কি! মেয়ে দেখলেই কমেন্ট করে
বাসার সামনে টং দোকানে বসে চা খাচ্ছি খানিকটা চিল্লা চিল্লিতে উঠে গেলাম একটা ছেলে আর একটা মেয়ের ঝগড়া ৷
মেয়েটির গায়ে ছিল সাধারণ ড্রেস কোড ইভটিজিং করার মতন না
ছেলে চিল্লায়া বলতেছে ফালতু মেয়ে কোথাকার তোরে কে কইলো! ! বেয়াদব আমি তোরে কমেন্ট করুম
মেয়েটি - ফালতু তুই মেয়ে দেখলেই বাজে কমেন্ট করতে মন চায়
এইরকম ঝগড়া চলতেছিল, ছেলে বলতেছে ভাই দেখেন আমি ফোনে কথা বলতেছি আর ঔ কিনা বলে ওরে টিজ করলাম, যা বাসায় আয়না দেইখ্যা আয় ৷
৪দিন পর সন্ধায় বাসার নিচে নামলাম ডিম কিনতে এরকম ঝগড়া শুনতে পেয়ে এগিয়ে গেলাম গিয়ে দেখি আল্লাহ সেই ছেলে
ছেলে- বেয়াদব মাইয়া তোরে কমেন্ট করুম কেন
মেয়ে- শুউয়ের বাচ্চা জুতা দিয়া পিডামু তোরে
মেয়ে দেখলে হুশ থাকেনা নাহ! !
ছেলে- দেখেন আংকেল আমি ফোনে কথা বলতেছি আর মাইয়াডা কয় ওরে নাকি টিজ করলাম
আমি পাশে দাড়িয়ে দাড়িয়ে তামশা দেখতেছি, মনডা চাইলো ওর মাথার মধ্যে ডিম সবগুলো ভাংগি !!
তবে একটা ব্যাপার ভাল লাগছে মেয়ে ২টার সাহস দেখে, নির্ভয়ে এভাবে অন্যায় প্রতিরোধ করার জন্যে
সাব্বাস বাঘিনি
তোদের মতন বোনদের দরকার
সাথে সবাইকে নারী দিবসের শুভেচ্ছা
দুনিয়ার সব ভাল খারাপ দিক
যা করিয়েছি
ছেলে মেয়ে আমরা একই অাশ্রয়ের সৈনিক
©somewhere in net ltd.