![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ
আজও থেকে থেকে শুনা যায়
বুক ফাটা আর্তনাদের রোল,
শান্ত আকাশ, স্তব্ধ বাতাস
নেই জনতার কোলাহল।
ক্ষনে ক্ষনে চমকে উঠি
বিলাপ শ্রবনে নিন্দ্রা টুটে যায়,
আঁখি পানে ভেসে উঠে সেই স্মৃতি
সে দিনের সন্ধায়।
মনে পড়ে সেই লোহিত রক্ত জমাট
যুবতির বিবস্ত্র লাশ,
কেঁদেছি আমি, কেঁদেছে জগৎ
হয়েছে দুনিয়া হতাশ।
দিকে দিকে ক্ষোভে ফেটেছিল জনতা
এঁটেছিল নিবিড় বন্ধন,
দিনে দিনে আজ আর শুনে না কেউ
একলা চাউনির তলে জননীর ক্রন্দন।
ভুলে যায় দুনিয়া, ভুলে যায় জনতা
ভুলে যায় বন্ধু আর যত আপন স্বজন,
ভুলে না কভুও, ভুলে না স্মৃতি
ভুলে না সন্তানের মায়া জননীর মন।
মা বিনে দুনিয়ার আর কেউ নয় আপন।।
©somewhere in net ltd.