নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন বাঙ্গালি। বাংলা আমার ভাষা, নিভৃত আবাস ও অহংকার। বিঃ দ্রঃ- ব্লগে ছন্দ নামে দ্বন্দ্ব নাই।

কবি হাফেজ আহমেদ

অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ

কবি হাফেজ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

মরুচর

২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৭

জীবন রথের সারথি হয়ে
অথই নিরে একলা বেয়ে
জেগেছি নীল দরিয়ার গর্ভে
এক কর্দমা চর হয়ে।
আমি নিরবে দেখেছি জলধির সনে
কত দ্বীপের নিত্য মিতালির সৃষ্টি,
সূর্য দহনে ভীষন খরায়
আরাদনায় ছিল মোর একফোঁটা বৃষ্টি।
চারিদিকে অথই পানি
বক্ষে আমার মরুচর,
জোয়ার ভাটার নিত্য লড়াই
সয়েছি হাজার বছর।
আমি কর্দমা হতে সূর্য দহন সয়ে
আজ ধুলো-মনিতে,
উড়ে উড়ে হই বিলীন সাগরে আবার
আমি বাতায়ন ঘূর্ণিতে।
রং তরঙ্গ ফের সাজায় মোরে
নিত্য নতুন সাজে,
এমনি করেই লিপ্ত চির
ভাঙা গড়ার কাজে।
দিয়েছে আশ্রয় মোরে
অথই দরিয়া,
মানব প্রাণী নিয়েছে ঠাই মোর
বক্ষ ছেদন করিয়া।
বক্ষে আরও বেঁধেছে বাসা
কত শত প্রাণী কূল,
অতি মমতায় রেখেছি ওদের
দেয়নি ঝরতে ফুল।
ঠাই হল না স্থলে আমার
হয়েছে অতলে সাগরের,
আমার নেই কোন কূল
তব আমি কূল মানবের।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৭

শরতের ছবি বলেছেন: সুন্দর কবিতা ।

২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:০৫

কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ হে শরতের ছবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.