![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ
আমি কত শত পথ জমিয়েছি পাড়ি
জীবনের প্রয়োজনে,
বসে নেই আজও
থেমে নেই মম হিয়া।
যাচ্ছে ক্ষয়ে মোর পাওনা
জীবন ঘণ্টাঘর অকাতরে,
এগোচ্ছি কালজয়ী সত্যের তরে।
বক্ষ দগ্ধ হয়ে আজ ভস্ম হয়ে যায়,
শিহরণ কম্পিত হয়ে উঠে ভাবনায়।
মিছে চরাচরের পিছে
জীবনের রোষানলে
ক্ষতবিক্ষত আজীবন,
জমিয়েছি যত ধন,
সব-ই অন্যের ভোগ বিলাসে,
আমি আজ শূন্য হাতে
একলা বিদায় প্রান্তে থেমেছি এসে।
তবুও রীতিনীতির বেড়াজালে
পুড়ছি আমি, জ্বলছি আজও
হাপরের দহনে জলন্ত অগ্নির
উস্কের ফুলকি হয়ে।
জীবনের মেলায়
বেলা ফুরিয়ে যায়,
রাক্ষুসে মন মত্ত আজও মোর
ধন লালসায়।
নিথর নর্দমার কর্দমায় মিশে
নব যৌবন আজ বৃদ্ধায়,
আজও হল না শেষ প্রয়োজনের
উতলা হৃদয় মাতে প্রয়োজন সুধায়।
২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২২
কবি হাফেজ আহমেদ বলেছেন: হাফিজ বিন শামসী ভাই আপনাকে অনেক ধন্যবাদ।
২| ২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫১
বিজন রয় বলেছেন: মন আসলেই খুব খারাপ, তবে নিয়ন্ত্রণ করতে পারলে সবকিছু ঠিক।
ভাল লিখেছেন কবি।
+++
২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:১০
কবি হাফেজ আহমেদ বলেছেন: একদম ঠিক বলেছেন। অনেক ধন্যবাদ আপনাকে হে প্রিয় কবি।
৩| ২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:১১
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: খুব সুন্দর মনরম কবিতা বেশ ভাল লাগল। কবিকে অসংখ্য ধন্যবাদ।
২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৯
কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার ভাললাগা আমার প্রেরনা যোগায় । আপনাকে স্বাগতম দাদা। আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
৪| ২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫২
মো: ইমরান আল হাদী বলেছেন: একটি সুন্দর কবিতা উপহার দিলেন কবি,অভিন্দন।
২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:০২
কবি হাফেজ আহমেদ বলেছেন: মোঃ ইমরান আল হাদী ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার অমূল্য বাক্য আমার প্রেরনা যোগায়।
৫| ২৮ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩২
প্রামানিক বলেছেন: মিছে চরাচরের পিছে
জীবনের রোষানলে
ক্ষতবিক্ষত আজীবন,
জমিয়েছি যত ধন,
সব-ই অন্যের ভোগ বিলাসে,
আমি আজ শূন্য হাতে
একলা বিদায় প্রান্তে থেমেছি এসে।
চমৎকার কাব্য কথামালা। দারুণ হয়েছে কবি।
২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৪
কবি হাফেজ আহমেদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে।
৬| ২৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৭
এম ডি ক্যাপ্টেন রশিদ বলেছেন: সুন্দর কথামালা।
২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০০
কবি হাফেজ আহমেদ বলেছেন: হে কবি, অনেক ধন্যবাদ আপনাকে।
৭| ২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৪
এম ডি ক্যাপ্টেন রশিদ বলেছেন: ধন্যবাদ আপনাকে, পাশে থাকবেন সজাগ দৃষ্টিতে ।
০৫ ই মে, ২০১৬ রাত ৮:২৬
কবি হাফেজ আহমেদ বলেছেন: অবশ্যই। স্বাগতম হে।
©somewhere in net ltd.
১|
২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪২
হাফিজ বিন শামসী বলেছেন:
নিথর নর্দমার কর্দমায় মিশে
নব যৌবন আজ বৃদ্ধায়,
আজও হল না শেষ প্রয়োজনের
উতলা হৃদয় মাতে প্রয়োজন সুধায়।
অসাধারণ!