নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন বাঙ্গালি। বাংলা আমার ভাষা, নিভৃত আবাস ও অহংকার। বিঃ দ্রঃ- ব্লগে ছন্দ নামে দ্বন্দ্ব নাই।

কবি হাফেজ আহমেদ

অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ

কবি হাফেজ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

বাহুর বল

০১ লা মে, ২০১৬ রাত ৮:০৫

দেহ বল, আত্মার বল
মনোবল শ্রেষ্ঠ বল
শতদল নহে বল
নিজ বল সম্বল
অদল-বদলে কোন্দল।
জলধির জল, ঝরনার জল
ভিন্ন ধারার জল
বৃষ্টির জল, অমৃতফল
আঁখির জল, বেদনার জল।
ফুল ফলের বল
বৃক্ষ ফুলের বল
জল বৃক্ষর বল
সাগর জলের বল
হে সাগরের বল....!
দান কর মোর বল
তুমি আমার বল
কর মোরে সবল।
সফল সে সফল
আছে যার বাহু বল
বাকি আছে যত বল
বিপদে নহে বল
বিফল, বিফল।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০১৬ রাত ৮:৩৮

চাঁদগাজী বলেছেন:



অনেক ছন্দ, অনেক কথা

০১ লা মে, ২০১৬ রাত ৯:৩২

কবি হাফেজ আহমেদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

২| ০১ লা মে, ২০১৬ রাত ১০:১৭

বিজন রয় বলেছেন: দারুন ছন্দের কবিতা।
++++

০১ লা মে, ২০১৬ রাত ১১:১৪

কবি হাফেজ আহমেদ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

৩| ২১ শে মে, ২০১৬ সকাল ১০:৫১

আসাদ আরিফ বলেছেন: দেহ বল, আত্মার বল
মনোবল শ্রেষ্ঠ বল
শতদল নহে বল
নিজ বল সম্বল
অদল-বদলে কোন্দল।

খুব ভাল লেগেছে।।

২২ শে মে, ২০১৬ ভোর ৫:৩৩

কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ হে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.