![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ
হৃদয় তোরণদ্বারের প্রতিটি
পরতে পরতে ঘেরা
তোমার অনুরাগের সিক্ত আবরণে,
যেখানে নেই কোন যুক্তি কিংবা
বাস্তবতার স্পর্শকাতর।
চারিদিক জুড়ে শুধু তারকারাজি আর
পুষ্পকলির পুষ্পিত রূপেরঘটার
প্রকম্পনে কম্পিত উন্মাদনার মাঝে
ভেসে উঠে ঝলমলে একটি ছবি।
তোমার মিতালিতে কানায় কানায় পূর্ণ
হৃদয়খানি আজ বড় উন্মাদ, বেসামাল..!
আনমনে কখনকার মিতালিতে মত্ত হয়ে
তোমাতে হয়েছি বিলীন,
টের পাইনি তা কভু আগে।
এখন চোখের আড়াল হলেই
হৃদয়ের রক্তক্ষরণে বিভোর হয়ে
ধমনি দেয় সেই ইশারা।
নিজের অগচরে সব হারিয়ে
আমি যে আজ হয়ে গেছি
তোমার প্রেম বন্দনাকারী এক তপস্বী।
০৩ রা মে, ২০১৬ বিকাল ৫:০৪
কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম। ধন্যবাদ হে।
২| ০৩ রা মে, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫
মুসাফির নামা বলেছেন: নিজের অগচরে সব হারিয়ে
আমি যে আজ হয়ে গেছি
তোমার প্রেম বন্দনাকারী এক তপস্বী
যে হারিয়ে শুরু করে ....সে অনেক পোক্ত।
০৩ রা মে, ২০১৬ সন্ধ্যা ৬:৪২
কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ হে।
©somewhere in net ltd.
১|
০৩ রা মে, ২০১৬ বিকাল ৪:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর লিখে যান অবিরত