নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন বাঙ্গালি। বাংলা আমার ভাষা, নিভৃত আবাস ও অহংকার। বিঃ দ্রঃ- ব্লগে ছন্দ নামে দ্বন্দ্ব নাই।

কবি হাফেজ আহমেদ

অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ

কবি হাফেজ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

মায়া

০৭ ই মে, ২০১৬ রাত ৩:৩৩

জনম দুঃখিনী মাগো আমার
তোমায় মনে পড়ে,
তোমার কথা ভাবতে আমার
বক্ষ, ধমনি নড়ে।
তোমার কোলে, শৈশব ফুলে
যে সুখ তুমি দিলে,
দুনিয়ার যত মায়া মাগো
তোমার মায়া অতলে।
প্রানবাজির সেই সাহস মাগো
কে দিল তোমায়?
এত মায়া, এত মহিমা তোর
আজও আমায় ভাবায়।
স্বার্থের ধরণীতে নিঃস্বার্থ মানবী
তুমি কেমন করে হলে?
মায়া ভিখারিনী করোনা কভু
স্বর্গের সাড়া পেলে।
নিও আমায় সঙ্গে তখন
তোমার পরশে,
আমি থাকব মাগো তোমার মায়ায়
স্বর্গ নামের দেশে।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৬ ভোর ৫:৫৬

ডঃ এম এ আলী বলেছেন: কবিতার লাইন কটি মন ভরিয়ে দিল
নিও আমায় সঙ্গে তখন
তোমার পরশে,
আমি থাকব মাগো তোমার মায়ায়
স্বর্গ নামের দেশে।

অনেক সুন্দর কবিতা । খুব ভাল লাগল । ভাল থাকুন এ শুভ কামনা থাকল

০৭ ই মে, ২০১৬ ভোর ৬:০৩

কবি হাফেজ আহমেদ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, কবি হে, ভালো থাকবেন ।

২| ০৭ ই মে, ২০১৬ সকাল ৭:০৭

রুদ্র জাহেদ বলেছেন: ভাল লাগল

০৭ ই মে, ২০১৬ সকাল ৭:২০

কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ কবি হে।

৩| ০৭ ই মে, ২০১৬ সকাল ৯:২৯

মো: ইমরান আল হাদী বলেছেন: অনেক সুন্দর কবিতা। মা কে নিয়ে কবিতা ভাল লাগলো।

০৭ ই মে, ২০১৬ সকাল ৯:৩৭

কবি হাফেজ আহমেদ বলেছেন: ইমরান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

৪| ০৭ ই মে, ২০১৬ সকাল ৯:৪৩

সোজোন বাদিয়া বলেছেন: সুন্দর অনুভূতি, সুন্দর কবিতা, ভাল থাকুন।

০৭ ই মে, ২০১৬ সকাল ১০:২০

কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ কবি। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

৫| ০৭ ই মে, ২০১৬ সকাল ৯:৫৩

জুনেদ আহসান বলেছেন: খুব চমৎকার কবিতা, পড়ে খুব ভালো লাগল।

০৭ ই মে, ২০১৬ সকাল ১০:২১

কবি হাফেজ আহমেদ বলেছেন: জুনেদ আহসান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ।

৬| ০৭ ই মে, ২০১৬ দুপুর ১:২৩

মুসাফির নামা বলেছেন: জনম দুঃখিনী মাগো আমার
তোমায় মনে পড়ে,
তোমার কথা ভাবতে আমার
বক্ষ, ধমনি নড়ে।


মা আর আবেগ একসূত্রে গাথা।

০৭ ই মে, ২০১৬ বিকাল ৩:৩৩

কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম। ধন্যবাদ ভাই মুসাফির নামা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.