![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ
হে মানব..! কিসের এত বড়াই..?
এই বাড়ী তোর নয়,
আয়ু তোর ক্ষয় হয়,
দুনিয়ার বুকে তোর নেই ঠাই, নেই ঠাই।
নিত্য কত ধান্দায় কত রোজগার,
গড়লি কত অন্ধমায়ার বেড়াজাল,
সব-ই তো হয়ে যাবে বেহাল,
যেমন ছিল তোর বাপ-দাদার।
ওদের জানেনা আজও তোর নাতিপুতি
শুনেনি অনেকের নাম,
কার ভিটায় বসত করে গায় কার সুনাম..!
যাসনে ভুলে, নয়ন খুলে, দেখ মতিগতি।
জন্মপূর্বে কোথায় ছিলি, হে মানব আত্মা?
ভাবো গভীর ধ্যানে, ভাবো একবার
শ"বছর পরে তোর কে হবে দেখবার?
এই দেহ পচে হবে মাটি, রবেনা পাত্তা।
এখনি গোছাওরে মন পরকালের সম্বল,
এই সুখ রবে না, সময় আর হবেনা,
না বুঝে হেসো না, নরকে ফেসো না,
যাবেনা সাথে কেউ, থালা বাটি কম্বল।
০৭ ই মে, ২০১৬ সকাল ৮:২০
কবি হাফেজ আহমেদ বলেছেন: তুহিন ভাই একদম ঠিক বলেছেন। না বুঝলে ধরা আছে ভাই। মৃত্যু হতে পালাবে কোথায়? আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
২| ০৭ ই মে, ২০১৬ সকাল ৯:০৫
এম ডি মুসা বলেছেন: right
০৭ ই মে, ২০১৬ সকাল ৯:৪৬
কবি হাফেজ আহমেদ বলেছেন: মোঃ মুসা ভাই আপনাকে অনেক ধন্যবাদ।
৩| ০৭ ই মে, ২০১৬ সকাল ৯:০৭
হাফিজ বিন শামসী বলেছেন: সুন্দর কবিতা। পরকালকে স্মরণ করে দেয়।
০৭ ই মে, ২০১৬ সকাল ৯:৪৮
কবি হাফেজ আহমেদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় মিতা হাফিজ ভাই আপনাকে। পরকাল তো আমাদের স্বপ্ন।
৪| ০৭ ই মে, ২০১৬ সকাল ৯:১৯
মো: ইমরান আল হাদী বলেছেন: ভাল লিখেছেন কবি,অভিন্দন রইল।
০৭ ই মে, ২০১৬ সকাল ৯:৪৯
কবি হাফেজ আহমেদ বলেছেন: ইমরান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।
৫| ০৭ ই মে, ২০১৬ সকাল ৯:৩৯
সোজোন বাদিয়া বলেছেন: ইহকালকে এভাবে উপেক্ষা করলে, ইহকালের সফলতা আসবে কোত্থেকে? ওই ইসরায়েলী বর্ণবাদীরাই আপনাদের ওপর ছড়ি ঘোরাবে চিরকাল।
০৭ ই মে, ২০১৬ সকাল ১০:০৩
কবি হাফেজ আহমেদ বলেছেন: পরকালের চিন্তা করা মানে ইহকালকে উপেক্ষা করা নয়, বরং পরকালের চিন্তা মানে হল ইহকালে চুরি, ডাকাতি, বাটপারি, দুর্নীতি, ধর্ষণ, হত্যা, মিথ্যা, ঘুম এবং গীবতসহ সকল খারাপ কাজ হতে বিরত থেকে ভালো কাজে লিপ্ত হওয়া আর শুধু ইসরাইল নয়, যেই কোন দেশ যদি সণ্ত্রাস করে তবে তার বিরুদ্ধে প্রতিবাদ করা ভালো কাজ, না করা পাপ। আর পরকালের চিন্তা করা মানে ভলো কাজ করা, অন্যায়ের প্রতিবাদ করা, বসে বসে আঙ্গুল চোষা নয়। আশাকরি আপনার উত্তর পেয়েছেন। মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ হে।
৬| ০৭ ই মে, ২০১৬ দুপুর ১:১৩
মুসাফির নামা বলেছেন: এখনি গোছাওরে মন পরকালের সম্বল,
এই সুখ রবে না, সময় আর হবেনা,
না বুঝে হেসো না, নরকে ফেসো না,
যাবেনা সাথে কেউ, থালা বাটি কম্বল
চমৎকার!
০৭ ই মে, ২০১৬ বিকাল ৩:২৯
কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ হে প্রিয় কবি।
৭| ০৭ ই মে, ২০১৬ রাত ৮:৫৩
ডঃ এম এ আলী বলেছেন: অনেক সুন্দর কবিতা
জন্মপূর্বে কোথায় ছিলি, হে মানব আত্মা?
ভাবো গভীর ধ্যানে, ভাবো একবার
শ"বছর পরে তোর কে হবে দেখবার?
এই দেহ পচে হবে মাটি, রবেনা পাত্তা।
তার পরেও মানুষ অহংকার করে ।
অনেক অনেক ভাল থাকুন ।
০৭ ই মে, ২০১৬ রাত ১০:৪৪
কবি হাফেজ আহমেদ বলেছেন: হুমআপনাকে অনেক অনেক ধন্যবাদ হে।
৮| ০৮ ই মে, ২০১৬ দুপুর ১২:০৬
নীলপরি বলেছেন: জগৎ মায়াময় !
ভালো লাগলো কবিতা।
০৮ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৫২
কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ হে।
৯| ০৭ ই জুন, ২০১৬ বিকাল ৩:৪৬
মোটা ফ্রেমের চশমা বলেছেন: হে মানব..! কিসের এত বড়াই..?
এই বাড়ী তোর নয়,
আয়ু তোর ক্ষয় হয়,
দুনিয়ার বুকে তোর নেই ঠাই, নেই ঠাই। সোনার তরীতে ঠাই নাই, দুনিয়ার বুকে ঠাই নাই। কি ক্ষনস্থায়ী জীবন আমাদের!! ভাবলেই মনটা কেমন করে উঠে এই বৃষ্টি মাখানো বিকেলে।
চমৎকার লিখেছেন।
০৭ ই জুন, ২০১৬ বিকাল ৩:৫২
কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম..।
আপনাকে অসংখ্য ধন্যবাদ কবি হে।
ভালো থাকবেন শুভ কামনা রইল।
©somewhere in net ltd.
১|
০৭ ই মে, ২০১৬ সকাল ৮:১২
আব্দুল্লাহ তুহিন বলেছেন: কথাগুলা একদম বাস্তব। তারপর ও ওরা এটা বুঝে না!!
অসাধারণ সব বাস্তব কথা তুলে ধরেছেন।