![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ
পৃথিবীতে ভালোবাসা আছে
আমি চিনেছি তাকে চিনেছি,
আমি পেয়েছি তাকে পেয়েছি
আমি এঁকেছি মনে তার ছবি এঁকেছি।
সে আমায় পাগল করেছে
সে আমায় আদর করেছে,
আমাকে আপন করে নিয়েছে
মায়ার বাঁধনে বেঁধেছে
স্বপ্ন দেখেছে, গর্ব করেছে
আমাকে নিয়ে আরও ভেবেছে,
কেঁদেছে অনেক কেঁদেছে
কষ্ট পেয়েছে অনেক অনেক
শান্তি দিয়েছে আমায়, স্বর্গের সুখ
অপেক্ষা সে তো বাস্তব,
আসলে সে আমায় ভালোবেসেছে।
আমি তাকে ভলোবাসি
আসলেই ভালোবাসি
হারাতে চাই না, কিছুতেই না
ও মা, আমি তোমায় ভালোবাসি।
০৯ ই মে, ২০১৬ রাত ১২:০৮
কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম।
ঠিক বলেছেন হে প্রিয় কবি।
ধন্যবাদ আপনাকে। অনেক অনেক।
২| ০৯ ই মে, ২০১৬ সকাল ৮:৪২
ফারগুসন বলেছেন: আপনিতো চমৎকার কবিতা লেখেন। শুভ কামনা রইল।
০৯ ই মে, ২০১৬ সকাল ১০:৩৮
কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ হে।
৩| ২৯ শে মে, ২০১৬ রাত ৮:১৩
কালনী নদী বলেছেন: মা-কে নিয়ে অসাধারণ কাব্য হয়েছে ভাইটি! সংগ্রহে নিলাম মাঝেমধ্যে পড়া যাবে।
২৯ শে মে, ২০১৬ রাত ৮:২৮
কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ ভাইয়া। আপনার উৎসাহ আমার প্রে্রনা। ভালো থাকবেন । শুভ কামনা
©somewhere in net ltd.
১|
০৮ ই মে, ২০১৬ রাত ১০:৫৮
মুসাফির নামা বলেছেন: মাকে নিয়ে আজকে অনেক কবিতা পেলাম।মায়ের প্রতি আমাদের এই ভালবাসা থাকুক চির অটুট।