![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ
লোহার শিকড়ে বেঁধে এ মুক্ত পাখনা
বক্ষ বেঁধে ঐ উদ্দাম রজ্জুর বাঁধনে
কক্ষে রুদ্ধ কপাট নয়ন ও মহনা
স্বাধীনতা দেবে নাকি কর্জের কাপনে।
পাপী হাসে, সতী ফাঁসে, রোদনে নয়না
দেখেছি রুধিতে সাধু নন্দন কাননে
নব পতি নির্মলের করুন দাপনে
রক্তে লাল হয়ে রয় বধূর গহনা।
নকরির তরফে যদি কহে সদা উপরি
তবে মা বোনের কদর দাও ফিরিয়ে
দাও ফিরিয়ে এিশ লাখ রক্ত কবরী।
যদি নাহি পার তা, তবে রুখো গদরে
দানব অক্ষ দগ্ধানে মুক্ত কর নর নারী
হাসবে কানন কুঞ্জ হৃদয় সদরে।
০৯ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:২২
কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ হে।
২| ০৯ ই মে, ২০১৬ রাত ১০:৫৩
মুসাফির নামা বলেছেন: চমৎকার সনেট।+++++
০৯ ই মে, ২০১৬ রাত ১১:১৪
কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ হে প্রিয় কবি।
৩| ১০ ই মে, ২০১৬ সকাল ১০:২৬
প্রামানিক বলেছেন: অনেক ভালো লাগল। ধন্যবাদ
১০ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩
কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ কবি হে।
৪| ১২ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:১১
নীলপরি বলেছেন: ভালো লেগেছে ।
১২ ই মে, ২০১৬ রাত ৯:২৩
কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ হে।
৫| ২৯ শে মে, ২০১৬ রাত ৮:১২
কালনী নদী বলেছেন: অসাধারণ কাব্য ভাইয়ু!
২৯ শে মে, ২০১৬ রাত ৮:২৪
কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন। শুভ কামনা।
©somewhere in net ltd.
১|
০৯ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:০৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল