নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন বাঙ্গালি। বাংলা আমার ভাষা, নিভৃত আবাস ও অহংকার। বিঃ দ্রঃ- ব্লগে ছন্দ নামে দ্বন্দ্ব নাই।

কবি হাফেজ আহমেদ

অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ

কবি হাফেজ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

সনেট ০৪ "মা"

১২ ই মে, ২০১৬ বিকাল ৫:২২

মায়ামোহ অহরহ স্বার্থের ভুবনে
নাহি মিলে ঢের কভু মহাচরাচরে
সংখ্যা ক্ষয়িষ্ণু হয় তার জননী বিনে
বাকি আছে যত মায়া টের বরাবরে।
মাতৃ নীড়ে উষ্ণ ভীড়ে ভোরের স্বপনে
নিশিতে নিন্দ্রায় শিশু নহে দরাদরে
মোমের ন্যায় জ্বলে মা চির অকাতরে
আলো দিয়ে রয় যে সে আঁধার গহিনে।


মাতৃহীনা নরক ইন্ধনে ভষ্ম ধরা
অনাথ কুঠিরে মায়া নিত্য বলিদান
মাতৃ পরশে ভরে কায়া শীতলে সারা।
দীপ্ত ভূ-তে যত মোহ তার অবদান
যার হাসিতে স্বর্গ সোপানের ইশারা
তারে করেছে বিধাতা ধরণীর প্রান।

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০১৬ বিকাল ৫:৩৫

পবন সরকার বলেছেন: ভাল লাগল।

১২ ই মে, ২০১৬ বিকাল ৫:৪৬

কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ হে প্রিয় কবি।

২| ১২ ই মে, ২০১৬ বিকাল ৫:৩৭

মুসাফির নামা বলেছেন: মাতৃ নীড়ে উষ্ণ ভীড়ে ভোরের স্বপনে
নিশিতে নিন্দ্রায় শিশু নহে দরাদরে
মোমের ন্যায় জ্বলে মা চির অকাতরে
আলো দিয়ে রয় সে আঁধার গহিনে।


দারুণ! সনেট কবিতা।

১২ ই মে, ২০১৬ বিকাল ৫:৪৭

কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ হে প্রিয় কবি।

৩| ১২ ই মে, ২০১৬ রাত ৮:৫৮

মো: ইমরান আল হাদী বলেছেন: সনেট লেখা কঠিন কাজ।তবে আপনি কাজটি সফল ভাবে করেছেন। সুন্দর,অভিন্দন রইল।

১২ ই মে, ২০১৬ রাত ৯:২২

কবি হাফেজ আহমেদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দোয়া করবেন। শুভেচ্ছা নিরন্তর।

৪| ১৩ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

ডঃ এম এ আলী বলেছেন: মাতৃ নীড়ে উষ্ণ ভীড়ে ভোরের স্বপনে
নিশিতে নিন্দ্রায় শিশু নহে দরাদরে
মোমের ন্যায় জ্বলে মা চির অকাতরে
আলো দিয়ে রয় সে আঁধার গহিনে

অসাধারণ সুন্দর কবিতা ধন্যবাদ থাকল মনের গহীন থেকে । ভাল থাকুন নিরন্তন ।

১৩ ই মে, ২০১৬ রাত ৮:৩২

কবি হাফেজ আহমেদ বলেছেন: স্বাগতম কবি হে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

৫| ১৬ ই মে, ২০১৬ সকাল ১০:৫৬

কল্লোল পথিক বলেছেন: বাহ!চমৎকার হয়েছে।

১৬ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:২৬

কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ কবি হে।

৬| ১৭ ই মে, ২০১৬ সকাল ৭:৩৪

সামস রবি বলেছেন: সুন্দর লেখনিতে বাছিয়া রয় অনু লয়ে,
দরনির চিত্ত পেয়েছি উপহার জননির অবদানে,
যত-ই যাহা-ই দিব তাহায় সফে,
তাহারিই চরণ তলে সর্গ হে -,
দিবসও রজনি কাদিয়া আমি কেমনে করি আপনে....
.....
সনেট কবিতা অনেক ভালো লাগলো, ভালো থাকবেন হে কবি।

১৭ ই মে, ২০১৬ সকাল ৮:৫১

কবি হাফেজ আহমেদ বলেছেন: অসাধারন মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ কবি হে।

৭| ২৭ শে মে, ২০১৬ রাত ৯:৪৯

কালনী নদী বলেছেন: বাহ মাকে নিয়ে অনবদ্য সনেট হয়েছে ভাই! সরাসরি সংগ্রহে রাখলাম। খুব ভাল লেখা্

২৮ শে মে, ২০১৬ রাত ১২:৩৩

কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ ভাইয়া। আপনার দেয়া উৎসাহ আমার প্রেরনা যোগালো।

৮| ২৮ শে মে, ২০১৬ রাত ৮:৩৭

কালনী নদী বলেছেন: এগিয়ে যাও ভাইয়া!!!

২৮ শে মে, ২০১৬ রাত ৯:২০

কবি হাফেজ আহমেদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন, শুভ কামনা।

৯| ২৯ শে মে, ২০১৬ সকাল ১০:৩৯

মুহাম্মাদ আল আমিন উজানি বলেছেন: খুব ভালো লাগলো, এমনিতে কবিতা আমার প্রিয়, আর সেটি যদি প্রিয় জন "মা" কে নিয়ে লেখা হয় তবেতো সোনায় সোহাগা । তার উপর আবার সনেটে , সত্যি ই খুব দারুন । কবি, আপনার জন্য রইলো আমার ভক্তি ভরা ভালোবাসা, রইলো শুভ কামনা, করি ভালো থাকার প্রত্যাশা ।

মা
আল আমিন উজানী

মা,
তিনিই মা
ধরনীর বুকে যার হয়না তুলনা ।

সাজ সকালে
কতনা মধুর গলে,
মাথায় রেখে হাত , ডাকে আমায়
উঠো বাবা ,
শোন ঐ, আযান হাঁকিছে মিনারায় ।

ব্যাস্ত তিনি, খাবার জোগাতে
কি খাবে বাছা কি চায় পেতে ।
আমি খেলে, ভরে তাঁর উদর
আমার উপোষে তিনি ক্ষুধায় কাতর ।

দুরে যাই যদি আমি, কভু কোন কাজে
আসার পানে চেয়ে থাকে, ছাতক পাখি সেজে ।

হাসিলে আমার মুখ
সুখে ভরে তাঁর বুক,
ব্যাথা যদি পাই কভু
জলে ভাসে তাঁর চোখ ।

তাইতো তিনি মা
জগতের মাঝে আর
নেই তাঁর উপমা ।

২৯ শে মে, ২০১৬ সকাল ১০:৫৯

কবি হাফেজ আহমেদ বলেছেন: অসাধারন মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চমৎকার মন্তব্য লিখেছেন কবি।

১০| ০৪ ঠা জুন, ২০১৬ রাত ১:২৬

শাহজালাল হাওলাদার বলেছেন: মা বেঁচে নেই মোর বহু দিন ধরে
পরতে পরতে মোর মনে পরে তারে।
ভালই লিখেছেন ভাই হাফেজ আহমেদ।

০৫ ই জুন, ২০১৬ রাত ১২:০৪

কবি হাফেজ আহমেদ বলেছেন: দোয়া রইল মায়ের জন্য।অনেক ধন্যবাদ কবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.