![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ
অক্ষরবৃত্ত
কখকখ খককখ গঘগঘ ঙঙ (৮+৬=১৪)
সন্দেহ
হাফেজ আহমেদ
সন্দিহান কল্পলোকে নারকীয় হাল
উপঘাতে হতাহত শীশার বন্ধন
ছলনে আহত আত্মা কাঁদে চিরকাল
মানে না ঈশ্বর সে যে শুনে না ক্রন্দন।
নিরাশায় অসহায় নভের নন্দন
সহসায় ছিড়ে যায় শুচিতার পাল
অলিক প্রতর্ক ঢাকে প্রথম সকাল
নিস্তেজ মগজে সদা অশুভ চন্দন।
প্রবঞ্চনা প্রলোভনে অসাধুর মন্ত্র
অমলিন আবরণে ঘোর অবিরাম
দুরন্ত দহনে ছাই আয়েশের তন্ত্র
নীরসে সরস ঢাকে কোন সবিরাম?
প্রতর্কে বিশ্ববিধাতা বিভীষিকাময়
চোখের দেখাও কভু অশুদ্ধ নিশ্চয়।
০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১০:২০
কবি হাফেজ আহমেদ বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত হলাম। ধন্যবাদ ভালোবাসা আর কৃতজ্ঞতা জানবেন কবি।
২| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১১:৪৩
শাহরিয়ার কবীর বলেছেন: বাহ ! খুব সুন্দর লিখেছেন +
০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪০
কবি হাফেজ আহমেদ বলেছেন: মন্তব্য অনুপ্রাণিত হলাম ভাই। আপনার প্রতি অনেক অনক ধন্যবাদ ও ভালোবাসা রইলো। পাশে আছেন বলে আমি কৃতজ্ঞ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৯:০৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে