নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন বাঙ্গালি। বাংলা আমার ভাষা, নিভৃত আবাস ও অহংকার। বিঃ দ্রঃ- ব্লগে ছন্দ নামে দ্বন্দ্ব নাই।

কবি হাফেজ আহমেদ

অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ

কবি হাফেজ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

প্রবাসীর দিনকাল

০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪১

ভোর কেটে যায় তাড়াহুড়ায়
সকাল দুপুর কাজেতে,
বিকেল কাটে দেশ ভাবনায়
লোনা ঘামের ভাঁজেতে।

উনুনে ভাত পুড়ছে যে হাত
রেহাই তবু নাইরে,
দুঃখী মায়ের আসল মানে
বুঝতে পেলাম ভাইরে।

কল দিতে আজ কাঁপছে যে হাত
পরিজনের ঘুম নাশে,
ফোনটি হাতে গভীর রাতে
করুণ শোকে বুক ভাসে।

বালিশ ভেজা দুঃখ নিয়ে
ফের সকালে কর্মতে,
প্রবাসীদের ভালো খারাপ
মুদ্রা নামের ধর্মতে।

প্রবাস আমায় শিখিয়ে দিলো
কে আপন আর পর কে,
টাকা নাকি ঢাকা বড়
হাসির চাকা ঘুরায় কে।

মন্তব্য ২২ টি রেটিং +৭/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৬

বিজন রয় বলেছেন: কেমন আছেন?

দারুন বাস্তবতার কবিতা।

০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৩

কবি হাফেজ আহমেদ বলেছেন: আরবের মরুর বুকে গ্রীষ্মকে উপভোগ করে খুব ভালোই আছি প্রিয় ভাইজান। আপনি কেমন আছেন জানালে খুশি হবো।
মন্তব্যে দারুন অনুপ্রাণিত হলাম। ভালো থাকবেন, শুভকামনা আপনার জন্য।

২| ০৬ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০৭

অপ্‌সরা বলেছেন: পৃথিবীতে কেহ কারো নয় ভাইয়া! :(

০৬ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮

কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম। চিরন্তন সত্য একটি কথা বললেন আপুমনি। আপনার মূল্যবান মন্তব্যে সত্যিই আমি অনুপ্রাণিত হয়েছি। কৃতজ্ঞতা ও ভালোবাসা জানবেন।




কোন জগতে এসে তুমি 
কিসের কর আশা,
এই জগতে সবাই একা
কান্দে ভালোবাসা। 

যতই ভালোবাস ধরা
রাখবে না তার বুকে,
সৎ কর্ম রাখবে তোমায় 
দু"কূল শান্তি সুখে। 

পর কালের কথা তুমি
ভুলে যদি যাও,
আজীবন বেঁচে থাকার
সাধ্য তবে দেখাও। 

ভেবে দেখ মন
মরিলে এখন,
হাতেগনা কয় মিনিটেই
হবে তোর দাপন।

আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন
মানবেনাতো কেউ,
কাদা মাটির বাসর হবে
পচা দেহের ঢেউ।

এই দুনিয়ার সুখ স্বপ্ন 
কোথায় যাবে চলে,
সময় থাকতে বুঝরে মন
ফেঁসো না কোন্দলে।

কোথায় রবে জমি, জমা
দালান কোঠা ঘর,
এই দুনিয়ায় সবাই একা
সবাই সবার পর।


অনেক দিন আগে একদিন আমি মনের সুখে আঁকাআঁকি করতে করতে কোন নিয়ম না মেনে কথাগুলো টুকে রেখেছিলাম।

৩| ০৬ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪

জগতারন বলেছেন: আজ ৩৫ বছর যাবত বিদেশে বাস করছি। বাল্যজীবনেই এসেছিলাম বিদেশে। অসাধারন শারিরীক পরিশ্রম আর মানষিক মর্মবেদনা যা আমি প্রতক্ষ করেছি তার স্বাক্ষি আমার মন আর আমার অন্তরযামী। এ সমস্ত সকল কষ্ট-এর বেশীরভাগি এখন আর আমার মনে নেই, হাতে গোনা কয়েকজন অ্যামেরিকানদের কথা ছাড়া।

কিন্তু রক্তের সম্পর্কের আত্মীয়স্বজন যাদের আমি পরম নির্ভাবনায় বিশ্বাস করেছিলাম তারা আমার যে ক্ষতি করেছে তা এ জীবনে আর পূরন হবার না। এই আত্মীয় স্বজনদের বেশীরভাগই আমার ক্ষতি করেছে প্ররিকল্পনা করে ও স্রেব পরশ্রীকাতর হয়ে। আর কেহ করেছে না বুঝে ও দূরদর্শিতার অভাবে আর কেহ করেছে (আমার জন্মদাতা পিতা) স্বেচ্ছাচারি মানুষিক রোগে আক্রান্ত হয়ে, যা আমি ক্ষতি হওয়ার পরে আমি উপলব্দী করতে পেরেছিলাম।

আমি যে দেশে থাকি সেখানে এখন সকাল ৭ঃ৩০। সক্কালবেলা উঠেই প্রিয় কবির কবিতাটি পড়লাম, ভালো লাগলো আর মনের কিছু কথা লিখলাম। বড় কোন ক্ষতি হওয়ার আগে হয়তো অমানুষিক পরশ্রম করা কোন প্রবাশীর উপকারে আসবে।

০৬ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

কবি হাফেজ আহমেদ বলেছেন:
আপনার ভারাক্রান্ত হৃদয়ের কথাগুলো শুনে বুকটা ভারী হয়ে উঠলো। আপনার দঃখ এবং পরামর্শগুলো হতে অবশ্যই আমার মতো প্রবাসীদের অনেক কিছু শেখার আছে। হয়ত সব কিছু হারাতে হারাতে একদিন আমরা নিজেরাই হারিয়ে যাব এই সুন্দর পৃথিবী হতে।
কারণ, থাকতে কিছু আসেনা, থাকার কথা ছিলো না। আপনার মূল্যবান মন্তব্যের জন্য সীমাহীন ভালোবাসা ও কৃতজ্ঞতা জানবেন ভাইয়া। অনেক দিন আগে আমি এ
নিচের কবিতাটি লিখেছিলাম।
প্রহরী
হাফেজ আহমেদ

এই নিখিল রজনী একলা আমার,
গোধূলির ঐ দূর আকাশের শশী তারা সবই যেন আমার,
দ্বী-প্রহর রজনীতে এই অন্ধকার গলির সরকার যেন শুধুই আমি,
ঐ ল্যামপোষ্টের শ্যাঁওলাবৃত খুটিগুলো আমার নিকট আত্মীয়।

সীমান্তের ঐ আবছা আলোর বাতিগুলো আমার অতি আপনজন,
নিঝুম রাতে তন্দ্রাচ্ছন্ন আধাঁর পৃথিবীর চোখ ফাকি দিয়ে
ওরা আমায় সঙ্গ দেয়, সঙ্গ দেয় রাতভর।
সোডিয়ামের আলোয় নিজেকে তখন আর একলা মনে হয়না।
ওরা আমার বন্ধু বটে !

জগৎ মাতা আজ মাতাল ঘুমে বিভোর,
তার সমস্ত আস্তা এই প্রহরী। 
আর আমি প্রহরীর স্মৃতির ক্যানভাসে অনাহারি ঐ কুকুরটি,
ফেলানিকে বাঁচাতে গিয়ে তার আর ফেরা হয়নি সেদিন।
চিরতরে ডুবে গেছে নয়নের দীপ্ত রবি।

কুকুরটিই ছিল প্রকৃত মুক্তিযুদ্ধা,
মৃত্যু উপত্যাকায় এমন অজস্র যুদ্ধার মেলেনি সার্টিফিকেট,
অথচ ঐ প্লাটোনিক সত্তার দাপনে কুকুর স্বভাবে মানব মুখোশে 
অনেকেই নিচ্ছে জাল দলিলের সুবিধা।

হৃদয় হাঁসফাঁস করে কলিজার প্রতিটি পরতে পরতে চিড়চিড় করে উঠে
না জানি কুকুরটির ন্যায় অগোচরে মরে পচে মাটি হতে হয় !

ঐ নান্দনিক ইমারাত আমাকে রাস্তায় ঠেলে দিয়েছে,
আপন রক্ত বেঈমানী করেছে,
তবে জগত মাতার আস্তা শুধুই আমি।

এই গভীর জঙ্গল আমাকে ঠাই দিয়েছে,
দিয়েছে অফুরন্ত ভালোবাসা।
তার কোমল বক্ষের পরশে আজ ফেলছি স্বস্তির নিঃশ্বাস।

তাই সশ্রদ্ধভরে নিরাপত্তার দূত হয়ে, 
শত্রুর কামানের সম্মুখে 
এই নিশি গভীরে রই সদা প্রস্তুত, 
বুকের তজা রক্ত ঢেলে লিখে দিতে
"হে ঘুমন্ত জগৎ মাতা আমি তোমায় ভালোবাসি"।

৪| ০৬ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫

ডঃ এম এ আলী বলেছেন:


উনুনে ভাত পুড়ছে যে হাত
রেহাই তবু নাইরে,
দুঃখী মায়ের আসল মানে
বুঝতে পেলাম ভাইরে।


এ যেন হাজার বছর আগের লেখা
চর্যাপদেরই রূপ দেখতে পেলাম।
টিলার উপরে বসত
হাড়িতে নেই ভাত


কবিতা পাঠে মুগ্ধ ।
অনেকদিন পরে দেখলাম
কেমন আছেন প্রিয় কবি ভাই ।

অনেক অনেক শুভেচ্ছা রইল ।

০৬ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার মাঝে এ যুগ আর সে যুগের সাহিত্য ভান্ডারের বসবাস দেখে আমি বিস্মৃত ভাইজান। গ্রীষ্মের উত্তপ্ত বালুকণায় আপনার মন্তব্য আমাকে অনেক অনেক প্রাণবন্ত করে তুললো। কৃতজ্ঞতা ও ভালোবাসা জানবেন। আমি ভালো আছি ভাইজান। আপনি কেমন আছেন?
শুভকামনা আপনার জন্য।

৫| ০৬ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: অনেক ভাল লিখেছেন। আসলে দেশে বশে প্রবাসীদের কষ্ট পুরোপুরি উপলব্দি করা সম্ভব নয়।

০৬ ই আগস্ট, ২০১৭ রাত ৮:০১

কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ প্রিয় ভাইয়া। একদম ঠিক বলেছেন। প্রবাসী না হহলে আমিও যে প্রবাসীদের কষ্ট উপলব্ধি করতে সক্ষম হতাম না। আপনার মন্তব্য আামর প্রেরণা যুগিয়েছে। মন্তব্যে কৃতজ্ঞতা ও ভালোবাসা জানবেন। শুভকামনা সতত।

৬| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ৮:১৩

আলো_ছায়া বলেছেন: ভালো লিখেছেন।

০৬ ই আগস্ট, ২০১৭ রাত ৯:০৬

কবি হাফেজ আহমেদ বলেছেন: মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। অনুপ্রাণিত হলাম। শুভকামনা নিরন্তর।

৭| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৩৪

শাহরিয়ার কবীর বলেছেন:

কল দিতে আজ কাঁপছে যে হাত
পরিজনের ঘুম নাশে,
ফোনটি হাতে গভীর রাতে
করুণ শোকে বুক ভাসে।

বালিশ ভেজা দুঃখ নিয়ে
ফের সকালে কর্মতে,
প্রবাসীদের ভালো খারাপ
মুদ্রা নামের ধর্মতে।


ভালো লিখেছেন +

০৬ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৫২

কবি হাফেজ আহমেদ বলেছেন: সব সময় পাশে থাকার জন্য সীমাহীন ভালোবাসা ও কৃতজ্ঞতা জানবেন ভাইজান।

৮| ০৭ ই আগস্ট, ২০১৭ রাত ১২:২৭

সুমন কর বলেছেন: ভালো লাগল।

০৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩৯

কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার ভালোলাগা জানতে পেরে অনুপ্রাণিত হলাম। মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন ভাইয়া। ভালো থাকবেন, শুভকামনা নিরন্তর।

৯| ০৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪৮

ধ্রুবক আলো বলেছেন: দারুন বাস্তবিক কবিতা।

০৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫২

কবি হাফেজ আহমেদ বলেছেন: কবিতা পড়ে মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। সব সময় পাশে থেকে উৎসাহ উদ্দীপনা দিয়ে কলমে শক্তি যোগানোর জন্য কৃতজ্ঞতা জানবেন প্রিয় ভাই।

১০| ০৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রবাসীর দিনক্ষণ নিয়ে ভালো লিখেছেন প্রিয় কবি হাফেজ ভাই।

ভালো লাগা রইল কবিতায়

০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৭

কবি হাফেজ আহমেদ বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত হলাম। অনেক অনেক ধন্যবাদ ভাইয়্যু সেই সাথে হৃদয়ের গভীর হতে সীমাহীন ভালোবাসা জানবেন।

১১| ০৭ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৩৭

কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর কবিতা । প্রবাসীদের বাস্তব জীবনযাপন ।

০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৯

কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার মুখে প্রশংসা পেয়ে দারুন অনুপ্রাণিত হলাম। মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন ভাইয়া। ভালো থাকবেন, শুভকামনা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.