![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ
প্রকৃতির মায়া
হাফেজ আহমেদ
সমুদয় ধরাধামে প্রহেলিকা সব
ধবল মেঘের ভিড়ে ডুবে রয় মন
পলকে পলকে শুধু জাগে শিহরণ
পাখিদের গানে গানে রব কলরব।
ভ্রমরের প্রেমে ফুল রয়েছে নীরব
শিশিরে দূর্বাঘাসের নিবিড় চুম্বন
জলপ্রপাতে নদীর কথোপকথন
মনোরঞ্জনে সাগর সতত সরব।
প্রকৃতির ভালোবাসা অমর উদম
অনুপম দানবীর দান তার ধর্ম
কার দানে মহীয়ান বুঝে কে সে মর্ম?
শীতল বাতাস তার দিয়ে যায় দম।
পর্বতে মেঘমালার অপরূপ ছায়া
তৃষ্ণার প্রতি ফোঁটায় প্রকৃতির মায়া।
১২ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৫
কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার আপনার হৃদয় ছোঁয়া অনুভূতি শুনে দারুন অনুপ্রাণিত হলাম। কবিতার অনুভবে কৃতজ্ঞতা ও ভালোবাসা জানবেন প্রিয়। শুভকামনা সতত।
২| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ৮:১২
রূপক বিধৌত সাধু বলেছেন: বেশ!
১২ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৬
কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি ভই। কবিতা পাঠ ও মন্তব্যের জন্য কৃতজ্ঞতা জানবেন। শুভকামনা নিরন্তর।
৩| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ৮:১৬
অপর্ণা সেন বলেছেন: ভালো লাগলো।
১২ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৮
কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার ভালোলাগা আমার প্রেরণা। অকৃত্রিম ভালোবাসা ও কৃতজ্ঞতা জানবেন। শুভকামনা সবসময়।
৪| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৩৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: চেষ্টা সফল হয়েছে।
১২ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩৪
কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার মূল্যবান মন্তব্য আমার কলমে শক্তি যুগিয়েছে। আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে অবিরত চেষ্টা করছি, করবো, ইনশাআল্লাহ।
কবিতার অনুভব ও মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন। শুভকামনা রইলো।
৫| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৫৪
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: হয়েছে।
১২ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩৬
কবি হাফেজ আহমেদ বলেছেন: ভাইয়া আপনাকে অনেক দিন পর দেখলাম। কেমন আছেন জানাবেন। মন্তব্যে অনুপ্রাণিত হলাম। দোয়া করবেন। শুভকামনা নিরন্তর।
৬| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৩৮
পবন সরকার বলেছেন: ভালো লাগল।
১২ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩৭
কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার ভালোলাগা জানতে পেরে আমি সত্যিই অনুপ্রাণিত হয়েছি। ধন্যবাদ ভালোবাসা আর কৃতজ্ঞতা জানবেন।
৭| ১২ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৫৬
ধ্রুবক আলো বলেছেন: মুগ্ধতা +++
৮| ১২ ই আগস্ট, ২০১৭ রাত ১০:০৩
রানার ব্লগ বলেছেন: সনেট জিনিসটা আমার কাছে বড্ডো কঠিন লাগে, মনে হয় কে যেন গলা টিপে ধরেছে।
ভালো হোল কবিতা খানি।
©somewhere in net ltd.
১|
১১ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭
সিনবাদ জাহাজি বলেছেন: অনেক সুন্দর।
একেবারে হৃদয় ছুয়ে গেল।