![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ
মাগো আমি তোমার খোকা
দূর গগনের চাঁদ,
দেশ পেরিয়ে দেশান্তরে
গড়ছি আশার বাঁধ।
পান্তা ইলিশ পদ্মা নদী
খাগড়াছড়ির বন,
বাংলা মাটির গন্ধ খুঁজে
দূর প্রবাসীর মন।
সাদাকালো জীবন দিয়ে
রঙিন করি কাজ,
রং পরতে মিশে থাকে
রক্ত লালের ভাঁজ।
সুখ বিলিয়ে দুঃখ নিয়ে
সোনার জীবন শেষ,
টাকা ছাড়া কেউ বলেনা
সোনার ছেলে বেশ!
সইতে আমি আর পারিনা
কপাল পোড়া চর,
তোমার দেখা মিলবে মাগো
আর কতকাল পর?
২| ২৩ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৫২
তপোবণ বলেছেন: হৃদয় ছুঁয়ে গেল ভাই।
৩| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ১:১৫
অর্ক বলেছেন: ভালো লাগলো কবি। একরাশ শুভকামনা। একটা কথা মনে রাখবেন মহান জীবনের প্রথম শর্ত হলো ত্যাগ। এনিয়ে আফসোস করতে নেই। ভুলে যাবেন না আপনি একজন কবি।
৪| ২৪ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:৩৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর লিখেছেন।
©somewhere in net ltd.
১|
২৩ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৩৮
ফয়েজ উল্লাহ রবি (পারিজাত) বলেছেন: দারুণ লিখেছেন
"প্রবাসীর মনের কথা।"