নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন বাঙ্গালি। বাংলা আমার ভাষা, নিভৃত আবাস ও অহংকার। বিঃ দ্রঃ- ব্লগে ছন্দ নামে দ্বন্দ্ব নাই।

কবি হাফেজ আহমেদ

অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ

কবি হাফেজ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

বাংলা আমার প্রাণ

২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৬

বাংলা আমার বাংলা তোমার
বাংলা আমার প্রাণ,
বাংলা নারীর বাংলা নরের
বাংলা মায়ের মান।

বাংলার মাটি শীতল পাটি
বাংলা মাথার ছাতা,
বাংলা একুশ একাত্তরের
করুণ স্মৃতির পাতা।

বাংলা মাটির গন্ধ দেহে
বাংলা হাওয়ার শ্বাস,
বাংলার জলে ফুলে ফলে
মুক্ত স্বাধীন বাস।

জাগরণে ঘুমের ঘরে
বাংলায় স্মরি সব,
বাংলায় আঁকি বাংলায় লিখি
বাংলায় ডাকি রব।

বাংলায় হাসা বাংলায় কাঁদা
বাংলায় কথা বলা,
বাংলার পথে স্বাধীন রথে
নিত্য হেঁটে চলা।

বাংলা হতে বাংলাদেশ আর
বাংলা হতেই জাতি,
অন্ধকারে মন মাঝিরা
জ্বালায় বঙ্গ বাতি।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০১

অর্ক বলেছেন: বেশ ভালো লাগলো দেশপ্রেমের ছড়া। শুভেচ্ছা।

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২৪

কবি হাফেজ আহমেদ বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত হলাম। ধন্যবাদ ও ভালোবাসা জানবে ভাইয়্যু।

২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২৭

ভ্রমরের ডানা বলেছেন:



কবি বন্ধু, কবিতায় মুগ্ধতা....

২২ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:২৪

কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন কবি।

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৩৭

ডঃ এম এ আলী বলেছেন: খুব সুন্দর হয়েছে বাংলাকে নিয়ে ছড়া ।
অনেক শুভেচ্ছা রইল ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:২৫

কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ প্রিয় ভাইয়া, শুভেচ্ছা ও শুভকামনা সতত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.