নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন বাঙ্গালি। বাংলা আমার ভাষা, নিভৃত আবাস ও অহংকার। বিঃ দ্রঃ- ব্লগে ছন্দ নামে দ্বন্দ্ব নাই।

কবি হাফেজ আহমেদ

অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ

কবি হাফেজ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

ক্রঁদিত রজনী

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৫

নিগ্রো নীহারিকার নীলাম্বরে নিরুদ্দেশ
শত শত জ্যোৎস্না খেকো'র দল,
কাকজ্যোৎস্নার নগ্ন উৎসবে
উলঙ্গ শকুনের ফিসফিস উল্লাস,
নারকীয় উন্মাদনায় রচিত নব নিবাস,
মাটি ও মানবের নাভিমূলে দূরত্বের দীর্ঘশ্বাস,
জননীর কান্নায় সিক্ত দূর্বাঘাস।
মমতার চরাচরে নেমে আসে
জনম জনমের স্পর্শ খরা,
অতঃপর আভিশাপে অসাধুর পটল তোলা।

পেতাত্মার আঁধার দন্তের জোরে ফের
অমাবস্যার বিদির্ণ বদন,
দিকবিদিকে ঘোমটার আড়ালে হেসে উঠে
কতিপয় সাধুর অন্ধকার ছায়া।
আর মৃত্তিকার সরলতায়
নকল প্রেমিকের বীভৎস আলিঙ্গনে
কলঙ্কিত হয় শুদ্ধতার ষোলকলা।
জারজ গন্ধে বেষ্টিত অন্তিমশয্যায়
আহত বর্ণমালর নাক ঢেকে হেঁটে চলা,
শব্দের চাপা কান্নায় রচিত মন্বন্তরের বিকৃত স্বর।
সত্যের কালিমা নিমজ্জিত হয় রাতের ধূসরতায়,
অসহায় কবিতার জলমগ্ন নয়নে নির্গত হয়
অভিশপ্ত শকুনের উপহাস বৃত্তি,
নারকীয় তাণ্ডবে স্তব্দ শতাব্দী।
নিমগ্ন নয়ন তবুও চেয়ে রয় ঘড়ির কাটায়,
একটি নতুন ভোরের প্রতিক্ষায়।

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কবিতা পড়ে ভালো লাগা রইল। শুভকামনা প্রিয় কবির জন্য।


একটি নতুন সকাল দেখার সাধ,
যে সকালে শুনবো মনবতার হয়েছে বিজয়,
বাতাসের স্রোতে আসবে না ভেসে কোন কান্নার শব্দ,
নদীর স্বচ্ছজলে দেখবো না রক্ত ভাসবে না কোন মানব দেহ,
শুনবো না জাত বেজাতের ব্যবধানে নির্যাতিত মানুষের আর্তনাদ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:০২

কবি হাফেজ আহমেদ বলেছেন: কবিতার রস দারুণভাবে উপলব্দি করেছো ভাইয়া।
তাই যেন হয়।
ধন্যবাদ ও ভালোবাসা জানবে।

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২৪

ধ্রুবক আলো বলেছেন: কবিতা ভালো লাগলো কবি ভাই। +

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:০৩

কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার ভালোলাগা জানতে পেরে আমারও অস্বাভাবিক ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ ও শুভকামনা রইলো।

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৩

এম ডি মুসা বলেছেন: প্রতিক্ষার জয় হউক একবার ।

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:০৩

কবি হাফেজ আহমেদ বলেছেন: এই আশাটুকু রয়েছে লালনে। মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা আর শুভকামনা জানবেন ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.