![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ
হে প্রশস্ত আইনের মুখ্য শিকড়,
হতে পারো ধরিত্রীর বুকে তুমি এক মহাসিন্ধু,
আমি তার তলদেশের বিন্দু বালিকণা।
তবে প্রভুত্বের প্রভাবে যখন তুমি
উন্মাদের ন্যায় বেপোয়ারা,
আমি তখনও আইনকে শ্রদ্ধা করি,
কিন্তু নিজেকে তুলনায় দাঁড় করি না।
শুধু অনুভব করি,
তোমার বিষাদ সিন্ধুর ভয়ংকর হেমলকের নির্যাস,
যে জলের তৃষ্ণায় সেদিন আমার মৃত্যু হয়েছে,
মৃত্যু হয় এমন অজস্র জল পিপাসুর।
আর আমি সেই আহত আত্মার আর্তনাদের আওয়াজ,
আজ চিৎকার করে বলছি,
স্বচ্ছ জলের নকল সনদ ঝুলিয়ে আর কতকাল !
বল আর কত ছল !
৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ২:১৬
কবি হাফেজ আহমেদ বলেছেন: পাঠ ও মন্তব্যে আনন্দিত হলাম। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। শুভকা্মনা সতত।
২| ২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৩৪
মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: ভালো লিখেছেন।
৩০ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫৬
কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ ভাইয়া। কবিতা পাঠ ও মন্তব্যে শুভেচ্ছা জানবেন।
৩| ২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৩:১৫
সুমন কর বলেছেন: ভালো হয়েছে। শুভ রাত্রি।
৩০ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫৮
কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ ভাইয়া। কবিতা পাঠ ও মন্তব্যের জন্য ভালোবাসা ও শুভেচ্ছা জানবেন। শুভ রাত্রি।
৪| ২৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ৭:৪২
চিন্তক মাস্টারদা বলেছেন:
প্রতাপশালীরা কবিতায়ও প্রভাব ফেলেছে ভাই
ধন্যবাদ, খুব ভাল লাগলো।
৩০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০১
কবি হাফেজ আহমেদ বলেছেন: একদম ঠিক বলেছেন ভাই, প্রতাপশালীরা যেখানেই প্রভাব ফেলে যাক তাতে কিছু যাবে আসবে না। যদি সেটি হ্য় শুদ্ধতার প্রভাব। সেই শুভকামনায় আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। ভালো থাকুন , শুভকামনা আনার জন্য।
৫| ২৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:০৬
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভালো হয়েছে।
ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।
৩০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০৩
কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার মূল্যবান মন্তব্য আমাকে অনুপ্রাণিত করেছে। অনেক ধন্যবাদ ও শুভকামনা আপনার জন্য।
৬| ২৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: সুন্দর কবিতা। ভাল লাগল।
৩০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১২
কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার ভালোলাগা জানতে পেরে আমি আনন্দিত ও উৎসাহিত হলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা রইলো।
৭| ৩০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩২
শাহরিয়ার কবীর বলেছেন: তোমার বিষাদ সিন্ধুর ভয়ংকর হেমলকের নির্যাস,
যে জলের তৃষ্ণায় সেদিন আমার মৃত্যু হয়েছে,
মৃত্যু হয় এমন অজস্র জল পিপাসুর।
সুন্দর কবিতা !!!
শুভ কামনা রইল,ভাই।
০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১:৪৭
কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ, ভালোবাসা ও শুভকামনা রইলো।
৮| ৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:০৯
প্রামানিক বলেছেন: আর আমি সেই দেহান্তের এক আহত আত্মা বলছি,
স্বচ্ছ জলের নকল সনদ ঝুলিয়ে আর কতকাল !
চমৎকার কাব্য কথামালা। ধন্যবাদ
০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১:৪৯
কবি হাফেজ আহমেদ বলেছেন: মন্তব্যে উৎসাহিত হলাম ভাইয়া। অনেক দিন পর আমার ব্লগে আপনার মন্তব্য আমি আনন্দিত। ভালো থাকবেন। শুভকামনা সতত।
৯| ৩১ শে অক্টোবর, ২০১৭ ভোর ৬:৪৫
সামিউল ইসলাম বাবু বলেছেন: ভালোলাগা রেখেগেলাম
০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১:৫০
কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ, কৃতজ্ঞতা ও ভালোবাসা জানবেন প্রিয় ভাইয়া। শুভকামনা আপনার জন্য।
১০| ০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ৮:৫৮
দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল
১১ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৯
কবি হাফেজ আহমেদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি। অনেকদিন পর আমার ব্লগে আপনার আগমনে আনন্দিত হলাম। শুভকামনা সতত!
©somewhere in net ltd.
১|
২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন: স্বচ্ছ জলের নকল সনদ ঝুলিয়ে আর কতকাল !
সত্যিই, আর কতকাল!!!
পাঠে ভালো লাগা।