![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ
জীবন আমার একঘেয়ামি
নাই যে কোন ধারাপাত,
কোথা হতে উড়ছে ঘুড়ি
কোথায় যে তার ঘূর্ণিপাক !
মেঘ ছাড়া তার বৃষ্টি ঝরে
বৃষ্টিতে কেউ ভেজে না,
এই বাদলের গড়া নদে
আর কেউ যে ডুবে না।
ডুবছি একা ভাসছি একা
থাকছে জগৎ নিরাপদ,
দেখে শুনে নিচ্ছে মজা
নিরাপদ এ জনপদ।
হাঁটছি আমি হাঁটছে দু'পা
রঙিন এ পথ হাঁটে না,
পথের মাঝেই পথ রয়ে যায়
পথেই জীবন কাটে না।
১৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪৫
কবি হাফেজ আহমেদ বলেছেন: প্রতিবারের ন্যায় এবারও আপনার মন্তব্য আমাকে অনেক আনন্দিত করেছে। কবিতা পাঠ ও মন্তব্যে কৃতজ্ঞতা ও ভালোবাসা জানবে ভাইয়্যু।
২| ১৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪৭
মিথী_মারজান বলেছেন: ভাল লাগল।
৩| ১৫ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৫
ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো লাগল কবি।
৪| ১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২৫
ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো কবিতা।
©somewhere in net ltd.
১|
১৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগলো ভাই। সুন্দর গড়েছেন কবিতা।
পথ থেকে পথে হয় না চলার শেষ.....