![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ
তুমি পাগল আমি পাগল
মসজিদের ঐ ঈমাম পাগল,
মন্ত্রী সভার মন্ত্রীরা কেউ
আধা ভালো আধা পাগল।
ধনের পাগল জনের পাগল
কেউবা আবার মনের পাগল,
নরম পাগল গরম পাগল
কেউবা খোদার চরম পাগল।
বসের পাগল রসের পাগল
কেউবা আবার ঘুষের পাগল,
নেশার পাগল পেশার পাগল
কেউবা শুধু আশার পাগল।
বাঁচার পাগল মরার পাগল
কেউবা আবার মারার পাগল
আসল পাগল নকল পাগল
কেউবা বিকল করার পাগল।
দেশের পাগল দশের পাগল
কেউবা গদির যশের পাগল
লোভ লালসার ছলাকলায়
কেউবা আবার গরু ছাগল।
পাগল নামের পাগল সে যে
সরল পাগল মহা পাগল,
মানুষের এই কারখানাতে
এই দুনিয়ার সবাই পাগল।
২| ১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০১
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: সবাই পাগল।
৩| ১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩০
উদ্বাস্তু মানুষ আমি বলেছেন: সবাইকে পাগল বানিয়ে ফেললেন?
৪| ১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৭
জাহিদ অনিক বলেছেন:
বাহ! চমৎকার ! এক পাগলে লিখলো বলে কত পাগল পড়লো !
৫| ১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:১৬
সাদা মনের মানুষ বলেছেন: ভাইটামিন যুক্ত পাগলা ছড়ায় ভালোলাগা জানিয়ে গেলাম।
৬| ১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:১৬
সাদা মনের মানুষ বলেছেন:
৭| ১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২৯
রাইসা হাছনাত নীলুফার বলেছেন: সবাই পাগল।
ভালোলাগা রইল পাগল কবির কবিতায়।
৮| ১৭ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বেশ সুন্দর কথামালায় ভালো লাগার কবিতা উপহার দিলেন কবিবর।
প্রথম থেকে শেষ পর্যন্ত সমান ভালো লাগা।
আমি মনের পাগল, একটা সুন্দর মন। যে মনে থাকবে সহানুভূতি-মানুষের প্রতি অঢেল ভালোবাসা।
শুভকামনা আপনার জন্য সবসময়
৯| ১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:১৫
সুমন কর বলেছেন: এ ভবের দুনিয়ায় সবাই পাগল !! ভালো লাগা রইলো।
১০| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৫
ডঃ এম এ আলী বলেছেন: ভাল লাগল পাগল নিয়ে কবিতা
তবে সবাই পাগল হলেও আসল পাগল কিন্তু পাগল নয়
সে কখনো নীজেকে পাগল বলে ভাবেনা , কেও তাকে
পাগল বললে তেরে আসে মারতে ।
শুভেচ্ছা রইল ।
©somewhere in net ltd.
১|
১৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫৭
অনিক_আহমেদ বলেছেন: আমরা সবাই পাগল আমাদের এই পাগলাগারদে।।