নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন বাঙ্গালি। বাংলা আমার ভাষা, নিভৃত আবাস ও অহংকার। বিঃ দ্রঃ- ব্লগে ছন্দ নামে দ্বন্দ্ব নাই।

কবি হাফেজ আহমেদ

অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ

কবি হাফেজ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

বাইনাকুলার

১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:০৩

সাদাকালো জীবনের রঙিন স্বপ্নবীজ
একদা বুনেছিলাম তোমার উদিত আকাঙ্ক্ষায়,
যেদিন তুমি স্বপ্ন নামের কাউকে চিনতেনা
চিনতেনা দরিয়ার একূল ওকূল।
তরঙ্গের ফেনা হয়ে যখন তুমি কূল খুঁজতে
তখন আমিই ছিলাম দু'চোখের বাইনাকুলার।
কিন্তু দূরবীনের পর্দায় হঠাৎ নেমে আসে
এক অন্ধকার রজনী,
শুরু হয় সমুদ্রের উত্তাল উন্মাদনা
তারপর পেরিয়ে যায় যুগযুগান্তর,
অথচ আজও তুমি রয়ে গেলে সেই ভাসমান ফেনা।
তোমার ভেজা চোখ দেখে আবারও কেঁদে উঠে
চোরাবালির গভীরের এই বন্ধি আত্মা,
কেঁপে উঠে মহাসমুদ্র,
হয়তো তুমি তা শুনতে পাওনি কোনদিন,
কিন্তু চোরাবালির নাভিমূল ভেদে উঠে আসা
ফোটা ফোটা জলের বুড বুড শব্দ শুনছো নিশ্চয় !
যে জল মিশে যায় এ মহাসমুদ্রে,
তারপর আমাদের অশ্রুর অমৃত আলিঙ্গন
এভাবেই জলধির জলকণায় ওরা বেঁচে রয় অনন্ত কাল।
হারানো অতীত হয়তো আর কোনদিন ফিরে আসবে না,
ফিরবেনা সেই রঙিন স্বপ্নবীজ,
কিন্তু আমাদের বুড়ো চোখের
চারফোটা অশ্রুর দু'ফোটা সংসার আমাকে শান্তি দেয়।
তাই সমুদ্র মহিমায় আমি কৃতজ্ঞ তার মহাচরণে।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:২১

কবি আব্দুল্লাহ আল মাহমুদ বলেছেন: কবিতার প্রকাশটা বেশ ভালো !

২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:২৯

কবি হাফেজ আহমেদ বলেছেন: মন্তব্যে দারুণ উৎসাহিত হলাম। ধন্যবাদ প্রিয় ভাইয়া। শুভকামনা সতত!

২| ২০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০০

বিলিয়ার রহমান বলেছেন: বেশ ভালো লিখেছেন কবি!!:)


অনেক অনেক শুভকামনা!!!:)

২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৩২

কবি হাফেজ আহমেদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাইয়া। অনেকদিন পর আপনার আগমনে আমি দারুণ উৎসাহিত। ভালো থাকবেন, শুভকামনা রইলো।

৩| ২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫৪

খায়রুল আহসান বলেছেন: আজও তুমি রয়ে গেলে সেই ভাসমান ফেনা - অতি চমৎকার!
কবিতার শেষ চারটে চরণও খুব ভাল লাগলো।
কবিতায় ভাল লাগা + +

২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৬

কবি হাফেজ আহমেদ বলেছেন: অনেকদিন পর আমার ব্লগে আপনার আগমনে শান্তি পেয়েছি।তাই, শুভেচ্ছা জানবেন দাদু ভাই। আপনার ভালো লাগা আমাকে দারুণ অনুপ্রাণিত করেছে। ভালো থাকুন সবসময়। শুভকামনা রইলো।

৪| ২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৫১

শামচুল হক বলেছেন: কবিতা ভালো লাগল।

২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৮

কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার ভালো লাগা জানতে পেরে আমি অনুপ্রাণিত হয়েছি ভাইয়া। ভালোবাসা ও কৃতজ্ঞতা জানবেন প্রিয়। শুভকামনা সতত!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.