নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন বাঙ্গালি। বাংলা আমার ভাষা, নিভৃত আবাস ও অহংকার। বিঃ দ্রঃ- ব্লগে ছন্দ নামে দ্বন্দ্ব নাই।

কবি হাফেজ আহমেদ

অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ

কবি হাফেজ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

এখনই সময় জেগে উঠার

০৪ ঠা আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৮

জাগো বাঙালি জাগো বাঙালি জাগতেই হবে তোমায় আজ
তুমি না জাগলে জাগবেনা দেশ জাগবেনা সমাজ।
তুমি না জাগলে ভোরের পাখি গাইবেনা আর গান
তুমি না জাগলে শাপলা শালুক করবেই অভিমান।
সেই অভিমানের আঁধার যদি এসে যায়রে নেমে
ওই চন্দ্র সূর্য আলো বাতাস যাবে সবই থেমে
তখন অন্ধকারে মরা ছাড়া রইবে না তোর কাজ
এখনই সময় জেগে উঠার জাগনারে ভাই আজ
তুমি না জাগলে জাগবেনা দেশ জাগবেনা সমাজ।

আর কত কাল ঘুমের ঘরে রইবে তুমি জেগে?
দিকবিদিকে চেয়ে দ্যাখো আসছে তুফান বেগে
বেজন্মারা করছে দ্যাখো বোনের সর্বনাশ
সড়কপথে কাঁদছে আজও আমজনতার লাশ
এখনই সময় জেগে উঠার জাগনারে ভাই আজ
তুমি না জাগলে জাগবেনা দেশ জাগবেনা সমাজ।

দুর্নীতির ওই করাল গ্রাসে গড়ছে ইতিহাস
আকাশ বাতাস জুড়ে শুধু অজানা আবাস
মানুষ তুমি তুলতে হবে মানুষের আওয়াজ
তুমি না জাগলে জাগবেনা দেশ জাগবেনা সমাজ।

রাজনীতির ওই অন্ধ মোহে আর কতকাল ডুব?
লাশের চোখে অশ্রু দেখে বিবেক কেন চুপ?
মানচিত্রের বুকে আজও হায়েনার কালো হাত
পতাকার নিচে বেঁধেছে বাসা শকুনের যত জাত
মায়ের চোখের অশ্রু তোমায় মুছতেই হবে আজ
তুমি না জাগলে জাগবেনা দেশ জাগবেনা সমাজ।

কুকুরের হাকে গভীর রাতে ভাঙ্গছে আজও ঘুম
মায়ের বুকে চলছে দ্যাখো ধর্ষণেরই দুম
ধর্ষকের ওই ফাঁসি আদায় করতে কিসের লাজ?
আলোর মিছিল ডাকনারে ভাই ডাকনারে বোন আজ
তুমি না জাগলে জাগবেনা দেশ জাগবেনা সমাজ।

জাগো সতেরো জাগো আঠারো জাগরে টিনএজার
জাগলে তোরা রাত পোহাবে রইবেনা আঁধার।
জাগো কিশোর জাগো যুবক জাগনারে আবার
রক্ত ছাড়া রক্তের স্রোত থামবেনা যে আর।

জাগো বাঙালি জাগো বাঙালি জাগতেই হবে তোমায় আজ
তুমি না জাগলে জাগবেনা দেশ জাগবেনা সমাজ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৯

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২| ০৪ ঠা আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩০

জগতারন বলেছেন:
কবিতা খুব ভালো লাগলো প্রিয় কবি।
অভিন্দন ও সুভেচ্ছা জ্ঞাপন করি কবির প্রতি।


শাজাহান খান একজন পদলোভি, নির্লজ্জ ব্যাক্তি।
সরকারকে এমন বেকায়দায় ফেলার কারনে তাকে আগেই ক্ষমতাচ্যুত করা উচিত ছিল।
আর বিলম্ভ করলে এই দুর্নীতির অভায়াশ্রম শাজাহান খান-ই হাছিনাকে গদিচ্যুত-এর কারন হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.