![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ
একুশ আমাদের প্রথম ইতিহাস প্রথম অহংকার
একুশ আমাদের মূল প্রেরণা প্রিয় স্বাধীনতার।
একুশ তুমি ঘুমন্ত বাঙালির জাগরণের সেই গান
একুশ তুমি দামাল ছেলের মাতৃমায়ার টান।
একুশ তুমি দূর করেছো গোলাবারুদের ভয়
পৃথিবীর বুকে রক্তে লেখা এক নতুন বিস্ময়!
একুশ তুমি বিশ্বজুড়ে বাংলার জয়কার
একুশ তুমি এই বাঙালির বিস্ময় জেগে উঠার।
একুশ তুমি মায়ের মুখে বর্ণমালার হাসি
মাকে ভালোবাসি বলে তোমায় ভালোবাসি।
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৬
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:১১
মাহমুদুর রহমান বলেছেন: সুন্দর কবিতা।