| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবি হাফেজ আহমেদ
অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ
তুমিহীন কেটে যায়
বহুদিন বহুরাত বহুকাল বহু সকাল!
তোমায় খুঁজে খুঁজে সবকিছু খুঁজে পাই
হৃদয়ের উত্তর মেরুতে অষ্টপ্রহরের দিবস ও রজনী
স্মৃতির ফোটা জলে সাঁতার কাটা গল্পের স্মরণী
আকাশের চাঁদ জমিনের হাত
আমাজান বন সাগরের মন
সব কিছু খুঁজে পাই সবকিছু ফিরে পাই
শুধু তোমার দেখা নাই বাবা
সে যে কতকাল বহুকাল বহুদিন বহু সকাল!
হিমালয়ের বুকে বুক খুলে শীতলতা খুঁজি
আগুনের বুকে খুঁজি তোমার উষ্ণতা
কিন্তু এ আগুনের উষ্ণতায় একবুক শীতলতা নেই
এই হিমালয়ের বুকে ঘুম নেই
এখানে আছে পাষণ্ড দগ্ধতা
আছে ভয়ানক ভয়াবহতা
আছে যুদ্ধ
আছে মৃত্যু আছে শত্রুতা
এ আগুনে পুড়ে যায় বুক
এই শীত কেড়ে নেড় সুখ
অথচ এদের খোঁজে একদিন আমি অন্ধ ছিলাম
যেদিন তুমি ছিলে
ঘুম ছিলো
আর আমি অবুঝ ছিলাম।
আজ ঈগলের মতো চোখ মেলে শান্তনা খুঁজি
তোমায় হারিয়ে ঘুমের মর্ম বুঝি।
বহুদিন হলো বাবা
না বলে হারিয়ে গেলে তুমি।
জানি ফিরে আসবেনা কোনোদিন!
তবু্ও মন বলে ফিরে এসো।
নতুবা আমার নিয়ে যাও ঘুমের দেশে
যেখানে রয়েছো তুমি রয়েছে শান্তনা।
২০-০৩-২০১৯
১০ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৮
কবি হাফেজ আহমেদ বলেছেন: ইনশাআল্লাহ
অনেক ভালোবাসা ও শুভকামনা রইলো হে প্রিয়জন!
২|
২১ শে মার্চ, ২০১৯ সকাল ৭:৪৯
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
১০ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৯
কবি হাফেজ আহমেদ বলেছেন: অনেক ভালোবাসা রইলো হে প্রিয়জন!
©somewhere in net ltd.
১|
২১ শে মার্চ, ২০১৯ রাত ২:৪৮
মাহমুদুর রহমান বলেছেন: নামাজ পড়ুন আল্লাহর কাছে দোয়া করুন আপনার বাবার জন্য।কেননা একমাত্র সন্তানের দোয়াই আল্লাহর কাছে গিয়ে পৌঁছায় অন্য কারও নয়।