![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ
বাতাসের সুরে সুরে ঝড়ের ঝংকার
আকাশের কালো মেঘে কালের হুংকার
বজ্রের হাঁকে হাঁকে চোখ মেলে গাঙচিল
নতুন পানিতে ভরে পুরানো খালবিল
গাছের নাচনে নাচে শরিরের ঘোড়া লোম
চারিদিকে ঠুসঠাস প্রকৃতির পোড়া বোম
আঁধার ধুয়েমুছে আলো আসে বৈশাখে
ঠা ঠা রোদে কচিকাঁচা রং যেন পুঁইশাকে
নব নব ফুল পাখি ফল নতুনে বাঁচে
বৈশাখে বাংলা সাজে তার আপন সাজে
বৈশাখী আঁচলে আঁকা বটমূলে নতুন শোভা
বাঙালির মঙ্গলে এ যেন মঙ্গল মনলোভা
ইলিশের উৎসবে চলে পান্তার হালখাতা
পুরানো দ্বন্দ্ব ভুলে খুলি আজ মঙ্গল ছাতা।
২৩ শে এপ্রিল, ২০১৯ রাত ২:১০
কবি হাফেজ আহমেদ বলেছেন: মন্তব্যেে উৎসাহিত হলাম। ভালোবাসা ও শুভকামনা রইলো প্রিয়!
২| ১৮ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:৩২
জগতারন বলেছেন: কবিতায় মুগ্ধতা প্রকাশ করছি/
কবির প্রতি অভিন্দন জ্ঞাপন করছি/
২৩ শে এপ্রিল, ২০১৯ রাত ২:১০
কবি হাফেজ আহমেদ বলেছেন: মন্তব্যেে উৎসাহিত হলাম। ভালোবাসা ও শুভকামনা রইলো প্রিয়!
৩| ১৮ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:৩২
মাহমুদুর রহমান বলেছেন: ভালো কবিতা।
২৩ শে এপ্রিল, ২০১৯ রাত ২:১১
কবি হাফেজ আহমেদ বলেছেন: অনেক ধন্যবাদ, ভালোবাসা ও শুভকামনা রইলো প্রিয়!
৪| ১৯ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:১৮
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
২৩ শে এপ্রিল, ২০১৯ রাত ২:১২
কবি হাফেজ আহমেদ বলেছেন: সর্বদা পাশে থাকায় কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মন্তব্যেে উৎসাহিত হলাম। ভালোবাসা ও শুভকামনা রইলো প্রিয়!
©somewhere in net ltd.
১|
১৮ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:২৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কবিতা ভালো হয়েছে।