![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ
একদিন সিংহের বলিষ্ঠ স্বপ্নে ছিলো বাঁচার সাহস
ঘুড়ির মত উড়ে উড়ে মুক্ত আকাশ দখলের ছিলো খুব স্বাদ
প্রতিটি হারানোর মাঝেই ছিলো বেদনার অন্তিম আক্ষেপ
শুধু তুমি ছিলে বলেই আমি এমন ছিলাম বাবা!
আজ তুমি নেই !
তবুও আমার সাহস হেঁটে চলে তোমার পিছু পিছু
আজকের সাহসে সাদা কাপড়ের তেজ
আজকের স্বপ্নে ভয়ানক বিষন্নতা
আজকের আক্ষেপ জুড়ে সব বোবা অনুভূতি আর নিদারুণ ক্ষিপ্ততা
তাই আজ বাঁচার বদলে মৃত্যুর সাহস
এপারের বদলে ওপারের স্বপ্ন
যেখানে রাতের ঘুম কখনো গুম হবেনা
বলিষ্ঠ কন্ঠ কভু ম্লান হবেনা
যেখানে কোনোদিন মৃত্যু তোমাকে কেড়ে নেবেনা
যে স্বর্গে কোনোদিন আমি আমার বাবাকে হারাবোনা।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:১৮
কবি হাফেজ আহমেদ বলেছেন: অনেক ভালোবাসা ও শুভকামনা রইলো হে প্রিয়জন!
২| ২৩ শে জুন, ২০১৯ সকাল ৮:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:১৯
কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ প্রিয়জন। আপনার জন্য অনেক ভালোবাসা ও শুভকামনা রইলো।
৩| ২৩ শে জুন, ২০১৯ সকাল ৯:১৯
পদাতিক চৌধুরি বলেছেন: বাবা মানেই বিরাট ছায়া। মাথার উপর বটবৃক্ষ স্বরূপ।
আপনার অনুভুতিতে সহমর্মিতা জানাই।
শুভকামনা জানবেন।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:২০
কবি হাফেজ আহমেদ বলেছেন: ঠিক বলেছেন দাদা। অন্তহীন ভালোবাসা ও শুভকামনা রইলো!
৪| ২৩ শে জুন, ২০১৯ বিকাল ৩:০২
ওমেরা বলেছেন: বাবা মানেই মাথার উপর বটবৃক্ষের ছায়া, বাবা মানেই চিন্তামুক্ত জীবন ।
আল্লাহ আপনার বাবাকে ভালো রাখুন।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:২২
কবি হাফেজ আহমেদ বলেছেন: আমিন। একদম ঠিক বলেছেন হে প্রিয়জন!
আপনার জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইলো!
৫| ২৩ শে জুন, ২০১৯ বিকাল ৩:১৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর মায়াময় কবিতা
১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:২৩
কবি হাফেজ আহমেদ বলেছেন: মন্তব্যেে অনুপ্রাণিত হলাম প্রিয় কবি। অনেক ভালোবাসা ও শুভকামনা রইলো।
৬| ২৪ শে জুন, ২০১৯ বিকাল ৩:১৭
মেঘ প্রিয় বালক বলেছেন: বাবা মানেই সাহস,শিরোনামেই ভালবাসার ছোয়া।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:২৪
কবি হাফেজ আহমেদ বলেছেন: সীমাহীন ভালোবাসা ও শুভকামনা রইলো হে প্রিয়জন!
©somewhere in net ltd.
১|
২৩ শে জুন, ২০১৯ সকাল ৭:৩২
রাজীব নুর বলেছেন: চমৎকার একটি কবিতা।