![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ
শহরটাকে নোংরা করে
ভাবছো কেন কার কি?
গুণী তো নয় খুনি তুমি
তা না হলে আর কি?
নোংরা হতে ডেঙ্গু ছড়ায়
ছড়ায় দূষণতা
জীবাণুরা রোগ ছড়িয়ে
দেখায় স্বাধীনতা।
ডেঙ্গু জ্বরে মরছে মানুষ
মরছে মহামারিতে
হও সচেতন নইলে তুমি
আসবে রোগীর সারিতে।
বাঁচতে হলে নিয়ম মানো
আপন শহর পোষার
তা না হলে এই শহরটি
হয়ে যাবে মশার।
২| ১৯ শে জুলাই, ২০১৯ রাত ১১:০৪
সেলিম আনোয়ার বলেছেন: মশার শহরে পরিণত হতে দেয়া যাবে না।
৩| ২০ শে জুলাই, ২০১৯ সকাল ৯:১২
রাজীব নুর বলেছেন: কবিতা ভালো হয়েছে।
মশা যে এত ভয়ানক হতে পারে আমার ধারনা ছিল না।
©somewhere in net ltd.
১|
১৯ শে জুলাই, ২০১৯ রাত ১০:৪১
দৃষ্টিসীমানা বলেছেন: সময় উপযোগী পোষ্ট ।