নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন বাঙ্গালি। বাংলা আমার ভাষা, নিভৃত আবাস ও অহংকার। বিঃ দ্রঃ- ব্লগে ছন্দ নামে দ্বন্দ্ব নাই।

কবি হাফেজ আহমেদ

অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ

কবি হাফেজ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

পরার্থপর

৩১ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৫৭

সময়ের রঙিন ঠোঁটে ভোক্তার নরম স্পর্শ
লালের বর্ষণে ঘর্ষণে হলুদের মুখে বেগুনি হাসি
আকাশের দীপ্ত হাসিতে জমিনের বুকে উত্তপ্ত কম্পন
ঢেউ তোলা বাষ্পের পিছু পিছু হেঁটে চলে সুধাকর
ধীরে ধীরে রাতের ঠোঁটে দাগ কাটে মহাকাল
তবু জ্বলেপুড়ে আঁধার গহ্বরে উঁকি দেয় রাতের চন্দ্রিমা
আপন আলোয় ঢেকে রাখে নির্মম ঘোর অমানিশা
আকাশের শরীর বেয়ে বেয়ে ফুলের ডগায় হেঁটে চলে
একরাত টাটকা জ্যোৎন্সা
চাঁদের সভায় মন্দ্রিত লাল নীল পরিদের মহাআলিঙ্গন!
এই পুষ্পসুবাস শামিয়ানায় বেষ্টিত এক মাতাল সর্পদল,
মানবের কাঙ্ক্ষিত সুগন্ধে মিশ্রিত হয় ওদের বিকৃত নিশ্বাস।

অথচ সময়ের সাথে সাথে তন্দ্রিত পৃথিবীর বুকে
অতন্দ্রিত যোদ্ধার ক্ষয়ে যায় অর্জিত দিবস
ভোরের শূন্যের মাঝে শূণ্যে নেমে আসে চন্দ্রকলার ষোলকলা
দিবসের খোঁজে ফের শূণ্য থালায় বেপরোয়া চাঁদ
প্রত্যুষের লগ্নে কেহ বসে নেই তাঁর প্রতীক্ষায়
আলোর পূজারী ভোক্তারা তখন সূর্যের দলে।

এদিকে তপ্ত দুপুরের ধান্ধায় নিমজ্জিত চন্দ্রের অনিশ্চিত ভবিষ্যৎ
ভাবার মত কেউ নেই বলে কেউ তা ভাবেনি কোনদিন!
পথিকের নিরাপদ গন্তব্যে কতজন আশায় বুক বেঁধে আছে এখনো!
তাই জ্বলেপুড়ে ভষ্ম হতে চাঁদের দ্বিধা নেই একচুল!
নগ্ন রশ্মির ক্যান্সার তাঁকে শতবার গিলে খাবে তো খাক
বেদনার ফুটপাতে অহর্নিশি এভাবেই কেটে যাবে তো যাক
শুধু রাতের পথিকের পথচলা ভালো থাক
তারকার ভীড়ে একআকাশ হাসি চিরদিন বেঁচে থাক।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৯ রাত ১০:২৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো লেগেছে।

২| ০১ লা আগস্ট, ২০১৯ রাত ৩:৩৩

নিশাচর ভবঘুরে বলেছেন: অনুভূতিগুলো কবিতা হয়ে যাক

৩| ০১ লা আগস্ট, ২০১৯ সকাল ৯:২১

রাজীব নুর বলেছেন: কবিতা ভালো লেগেছে।

৪| ০১ লা আগস্ট, ২০১৯ দুপুর ১২:৪২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

৫| ০১ লা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:০০

অন্তরা রহমান বলেছেন: সুন্দর হয়েছে কবিতাটা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.