![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ
এত সকাল ঘুটঘুটে অন্ধকার হয়ে এলো একটি সকাল
শুক্রবার সকালে কথা হয়েছিলো বাবার সাথে
রোববার সকালে আমার ঘুম ভেঙে যায় খুব সকাল
আলোকিত স্কিনের বার্তাহীন মিসডকলগুলোই
সেদিন আমাকে একটি অন্ধকার সকালের বার্তা দিয়ে গেলো
সাথে দিয়ে গেলো বাধাহীন উড়ে চলার অঙ্গীকার।
এ সকাল আমাকে বলেছিলো "আর কেঁদোনা তুমি"
মাস শেষে টাকাগুলো তোমারই থাকবে
বাজারের হালচাল কেউ আর জানাবেনা কোনোদিন
মাথায় উপর এখন আর ছাতার বাধা নেই
এয়ারপোর্টে আর কেউ থাকবেনা তোমার প্রতীক্ষায়
আজ হতে তুমি চির স্বাধীন
আজ হতে তুমি চির এতিম!
আমি শুধু বুজতে পেলাম
এ স্বাধীনতা কতটা কষ্টের
আমি শুধু উপলব্ধি করেছিলাম
বাবার কাছে পরাধীন থাকার অমৃত সুখ।
প্রবাস হতে ছুটে গেলাম স্বদেশে
হাজার মাইল পথ আমাকে পথ ছেড়ে দিয়েছিলো,
শুধু সাড়ে তিন হাত সাধারণ মাটি
আমার পথ রুখে দিলো
এ মাটি আমাকে এতটুকু আলো দেয়নি বাবাকে দেখার
শেষবারের মতো একবার বাবাকে ছুঁতে পারিনি আর।
আমি কী জানতাম
প্রবাসে আসার ক্ষণটিই ছিলো আমাদের শেষ সকাল!
আমি কী জানতাম
সেটিই ছিলো বাবার সাথে জীবনের শেষ আলিঙ্গন !
আমি কী জানতাম!
সেদিন বাবা কেনো চোখে রুমাল নিলেন?
আমি কী কখনো জানতাম
এত নির্মম নিয়তি আমার!
২| ২৭ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:১৩
করুণাধারা বলেছেন: আপনার লেখা অন্য কবিতা পড়েছি, ভালো লেগেছে, কিন্তু হয়তো মন্তব্য করা হয়নি। এই কবিতাটা পড়ে লগ ইন না করে থাকতে পারলাম না, অনুভূতির এমন চমৎকার প্রকাশ আমাকে অভিভূত করেছে!! কদিন আগে আমিও মাকে হারিয়েছি, তাই আপনার কষ্ট বুঝতে পারছি। আবার আমার বাবাও এক রোববার ভোরেই আমাদের ছেড়ে গিয়েছিলেন।
আমার মত আপনিও সবসময় আল্লাহর কাছে বাবার জন্য ক্ষমা চাইতে থাকুন এবং রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানিস সাগিরা পড়ুন- তাতে মন শান্ত হবে। শুভকামনা।
৩| ২৭ শে আগস্ট, ২০১৯ রাত ৮:৩৯
রাজীব নুর বলেছেন: খুব ভালো লাগলে পাঠ করে।
©somewhere in net ltd.
১|
২৭ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:৫০
সেলিম আনোয়ার বলেছেন: আসলে ই বাবার কাছে পরাধীন থাকাটা অমৃতসমান । যথার্থ বলেছেন।