নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন বাঙ্গালি। বাংলা আমার ভাষা, নিভৃত আবাস ও অহংকার। বিঃ দ্রঃ- ব্লগে ছন্দ নামে দ্বন্দ্ব নাই।

কবি হাফেজ আহমেদ

অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ

কবি হাফেজ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

শুভ্র শরৎ

০১ লা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৪০

সকাল হাসে দূর্বাঘাসে
শিশির কণার ঝিলিকে
শুভ্র কেশে শরৎ এসে
রাঙিয়ে যায় লিলিকে।

মিষ্টি শরৎ সৃষ্টি করে
ঘাসের ডগায় মুক্তা’র
সাদা মেঘের ভেলায় উড়ে
মনের যত সুখ তাঁর।

জুঁই চামেলি শিউলি আর
কাশফুলেরা দোলে
সারস পাখির ডানায় চড়ে
শরৎ রানীর কোলে।

আমন ক্ষেতে কোমল হাসি
তালের গাছে তাল
ভরা নদীর শান্ত ধারায়
উড়ায় মাঝি পাল।

আকাশ জুড়ে ঘুড়ির মেলা
বইছে উঁচুনিচু
মেঘ বালিকার লুকোচুরি
রোদের পিছুপিছু।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:১২

রাজীব নুর বলেছেন: সুন্দর।

১০ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৫০

কবি হাফেজ আহমেদ বলেছেন: ভালোবাসা ও শুভকামনা রইলো প্রিয় ভাই।

২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৭

জগতারন বলেছেন: অনুপম ও সুন্দর কবিতা!
পাঠ করিয়া আমি মুগ্ধ!
কবির প্রতি অভিন্দন ও সুভেচ্ছা পাঠাইলাম।

১০ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৫১

কবি হাফেজ আহমেদ বলেছেন: মন্তব্যেে অনুপ্রাণিত হলাম। অন্তহীন ভালোবাসা রইলো প্রিয়জন!

৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:২১

দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লাগল ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৩

কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার ভালোলাগা আমার প্রেরণা। অনুপ্রাণিত হলাম। শুভ কামনা রইলো হে প্রিয়জন।

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৫৮

চাঁদগাজী বলেছেন:



সাম্প্রতিক ছন্দের কবিতা কম আসে, আপনার কবিতা ভালো লেগেছে!

১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:০৫

কবি হাফেজ আহমেদ বলেছেন: মাঝে মাঝে আমার স্বরবৃত্তে ছন্দ কবিতা লিখতে ইচ্ছে করে তো তাই।

আপনার ভালো লাগায় আমার অনুপ্রেরণা যুগিয়েছে। অনেক ভালোবাসা ও শুভকামনা রইলো হে প্রিয়জন!

৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৫৮

ঠাকুরমাহমুদ বলেছেন: ছন্দে ভরা কবিতা। গুড জব।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৬:৪০

কবি হাফেজ আহমেদ বলেছেন: অনেক ধন্যবাদ, ভালোবাসা ও শুভকামনা রইলো হে প্রিয়জন?

৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:৪৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
শরৎকালটা সত্যিই সুন্দর কবিতার মত।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৭

কবি হাফেজ আহমেদ বলেছেন: একদম ঠিক বলেছেন কবি। শরতের রূপ ও বৈচিত্র্যের মুগ্ধতা হতেই শরৎকালকে ঋতুর রানী উপাধিতে ভূষিত করেছে।
মন্তব্যেে অনুপ্রাণিত হলাম। অনেক ভালোবাসা ও শুভকামনা রইলো হে প্রিয়জন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.