|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 কবি হাফেজ আহমেদ
কবি হাফেজ আহমেদ
	অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ
মানুষের এই হাট বাজারে 
সবাইতো আর মানুষ না
রাতের বুকে সকল আগুন 
আলো তবে ফানুস না।
চাঁদের বুকে জ্যোৎস্নার আগুন
লাভার মতো কালো না
সিগারেটের আগুন জুড়ে
আলো আছে ভালো না।
মুখের উপর মুখোশ পরা
হাসি সে তো হাসি না
মুখের ঘৃণা ভালোবাসি
মুখোশ ভালোবাসি না।
 ৩০ টি
    	৩০ টি    	 +৬/-০
    	+৬/-০  ২২ শে সেপ্টেম্বর, ২০১৯  রাত ১১:২১
২২ শে সেপ্টেম্বর, ২০১৯  রাত ১১:২১
কবি হাফেজ আহমেদ বলেছেন: ডিউটি শেষ করে হঠাৎ ভাবলাম এই অল্প সময়ে   স্বরবৃত্তে  কিছু একটা লিখি।  
অনেক ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা রইলো।
২|  ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯  রাত ১২:২৭
২৩ শে সেপ্টেম্বর, ২০১৯  রাত ১২:২৭
মানতাশা বলেছেন: +++++++++++++++++++++++++++++++++++++
চলে ৪/১০
+++++++++++++++++++++++++++++++++++++
  ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯  রাত ৯:০৪
২৩ শে সেপ্টেম্বর, ২০১৯  রাত ৯:০৪
কবি হাফেজ আহমেদ বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয়জন। ভালোবাসা ও শুভকামনা রইলো।
৩|  ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯  রাত ১:২১
২৩ শে সেপ্টেম্বর, ২০১৯  রাত ১:২১
আরোগ্য বলেছেন: অতি আক্ষেপের বিষয় মানুষ হয়ে জন্ম নিয়েও মানবজাতি আজ মানুষ নয়। মানবজাতি মানুষের মুখোশ পড়া এক বিচিত্র হিংস্র প্রাণী যেন।
  ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯  রাত ৯:০৭
২৩ শে সেপ্টেম্বর, ২০১৯  রাত ৯:০৭
কবি হাফেজ আহমেদ বলেছেন: একদম ঠিক বলেছেন প্রিয়জন। অনেক ভালোবাসা ও শুভাশিস রইলো প্রিয দাদা।
৪|  ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯  ভোর ৫:৩৪
২৩ শে সেপ্টেম্বর, ২০১৯  ভোর ৫:৩৪
ইসিয়াক বলেছেন: খুব ভালো লেগেছে
  ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯  রাত ৯:০৯
২৩ শে সেপ্টেম্বর, ২০১৯  রাত ৯:০৯
কবি হাফেজ আহমেদ বলেছেন: ভালো লাগায় অনুপ্রাণিত হলাম দাদা। অনেক ভালোবাসা রইলো।
৫|  ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯  সকাল ১০:৫৭
২৩ শে সেপ্টেম্বর, ২০১৯  সকাল ১০:৫৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: চমৎকার !! বিশেষ করে শেষের চার। 
+++
  ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯  রাত ৯:১১
২৩ শে সেপ্টেম্বর, ২০১৯  রাত ৯:১১
কবি হাফেজ আহমেদ বলেছেন: অনুপ্রানিত হলাম প্রিয়। অন্তহীণ ভালোবাসা রইলো।
৬|  ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯  দুপুর ১২:৪১
২৩ শে সেপ্টেম্বর, ২০১৯  দুপুর ১২:৪১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
  ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯  রাত ৯:১৫
২৩ শে সেপ্টেম্বর, ২০১৯  রাত ৯:১৫
কবি হাফেজ আহমেদ বলেছেন: বিশুদ্ধ ভালোবাসা রইলো প্রিয়জন।
৭|  ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯  দুপুর ১:৫৬
২৩ শে সেপ্টেম্বর, ২০১৯  দুপুর ১:৫৬
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ডিউটি শেষ করে হঠাৎ ভাবলাম এই অল্প সময়ে স্বরবৃত্তে কিছু একটা লিখি।
অনেক ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা রইলো। 
সময় পেলেই দু'টা কাজ করবেন। হয় লিখবেন অথবা পড়বেন। কিছুতেই সময় অপচয় করবেন না।
  ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯  রাত ৯:২১
২৩ শে সেপ্টেম্বর, ২০১৯  রাত ৯:২১
কবি হাফেজ আহমেদ বলেছেন: উপদেশটি আশীর্বাদ হিসেবে নিলাম হে প্রিয়জন! শ্রদ্ধা ও ভালোবাসা রইলো!
৮|  ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯  দুপুর ২:০৮
২৩ শে সেপ্টেম্বর, ২০১৯  দুপুর ২:০৮
মুহাম্মদ সুমন মাহমুদ বলেছেন: সুন্দর, খুব ভালো লেগেছে।
  ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯  রাত ৯:২৩
২৩ শে সেপ্টেম্বর, ২০১৯  রাত ৯:২৩
কবি হাফেজ আহমেদ বলেছেন: অনেক অনেক ভালোবাসা রইলো প্রিয় দাদা!
৯|  ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯  বিকাল ৩:১৫
২৩ শে সেপ্টেম্বর, ২০১৯  বিকাল ৩:১৫
বিজন রয় বলেছেন: আশাকরি ভাল আছেন।
সমাজে মুখোশ পরে থাকে এমন মানুষ অনেক আছে।
আমাদের উচিৎ তাদের মুখোশ খুলে দেওয়া।
আপনি তা করেছেন।
+++++
  ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯  রাত ৯:৩১
২৩ শে সেপ্টেম্বর, ২০১৯  রাত ৯:৩১
কবি হাফেজ আহমেদ বলেছেন: কি লিখেছি তা বড় কথা নয়। এ লেখায় আপনি মন্তব্য করেছেন। আমার খোঁজ নিয়েছেন তাতেই আমি বেশ আনন্দিত। আমি ভালো আছি। আপনি কেমন আছেন দাদা? অনেক অনেক শুভকামনা ও একবুক বিশুদ্ধ ভালোবাসা রইলো! আশা করি বাকি জীবন আমরা ভালোবাসার বন্ধনে সামুতে কাটিয়ে দিতে পারবো। আমাদের সামুর মুক্তি চাই।
১০|  ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯  বিকাল ৪:২৪
২৩ শে সেপ্টেম্বর, ২০১৯  বিকাল ৪:২৪
হাফিজ বিন শামসী বলেছেন: চমৎকার ভালো লাগা।
আপনার ভালো লাগায় ভালো লাগা রইলো।
  ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯  রাত ৯:২৮
২৩ শে সেপ্টেম্বর, ২০১৯  রাত ৯:২৮
কবি হাফেজ আহমেদ বলেছেন: অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো প্রিয় দাদা!
১১|  ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯  বিকাল ৪:৫৫
২৩ শে সেপ্টেম্বর, ২০১৯  বিকাল ৪:৫৫
পদাতিক চৌধুরি বলেছেন: চমৎকার লাগলো আপনার 'মুখ ও মুখোশ' কাব্যটি।++কবিতায় ভালো লাগা রেখে গেলাম।
 বিদ্রোহ কবির ভাষায়, 
"দে গরুর গা ধুইয়ে।" 
শুভকামনা জানবেন।
  ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯  রাত ৯:৩২
২৩ শে সেপ্টেম্বর, ২০১৯  রাত ৯:৩২
কবি হাফেজ আহমেদ বলেছেন: অনুপ্রাণিত হলাম প্রিয়জন। একবুক বিশুদ্ধ ভালোবাসা ও শুভকামনা রইলো ভাই।
১২|  ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯  বিকাল ৫:৪০
২৩ শে সেপ্টেম্বর, ২০১৯  বিকাল ৫:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
  ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯  রাত ৯:৩৩
২৩ শে সেপ্টেম্বর, ২০১৯  রাত ৯:৩৩
কবি হাফেজ আহমেদ বলেছেন: মন্তব্যে দারুণ আনন্দিত হলাম কবি। অন্তহীন ভালোবাসা ও শুভকামনা রইলো।
১৩|  ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯  রাত ৯:৫২
২৩ শে সেপ্টেম্বর, ২০১৯  রাত ৯:৫২
কানিজ রিনা বলেছেন: অনেক সুন্দর করে বলেছেন। ধন্যবাদ
  ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯  রাত ৯:৫৯
২৩ শে সেপ্টেম্বর, ২০১৯  রাত ৯:৫৯
কবি হাফেজ আহমেদ বলেছেন: মন্তব্যে দারুণ অনুপ্রাণিত হলাম। ভালোবাসা ও শুভকামনা রইলো প্রিয়জন।
১৪|  ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯  রাত ১০:০০
২৩ শে সেপ্টেম্বর, ২০১৯  রাত ১০:০০
ল বলেছেন: মুখোশের আড়ালে মুখ ............ভালো লাগা।
  ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯  রাত ১০:০৫
২৩ শে সেপ্টেম্বর, ২০১৯  রাত ১০:০৫
কবি হাফেজ আহমেদ বলেছেন: ঠিক বলেছেন প্রিয়জন। আপনার ভালো লাগায় আমি দারুণ অনুপ্রাণিত হলাম। অনেক অনেক শুভকামনা ও অন্তহীন ভালোবাসা রইলো।
১৫|  ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯  রাত ১২:৪৬
২৪ শে সেপ্টেম্বর, ২০১৯  রাত ১২:৪৬
ঠাকুরমাহমুদ বলেছেন: 
মুখ ও মুখোশ বাংলাদেশের (তথা তৎকালীন পূর্ব পাকিস্তানের) প্রথম স্থানীয়ভাবে নির্মিত পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র। ১৯৫৬ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি পরিচালনা করেন আব্দুল জব্বার খান। ইকবাল ফিল্মস্ এই ছবিটি অর্থায়ন ও চিত্রায়নে সহায়তা করে। চলচ্চিত্রটি ১৯৫৬ সালের আগস্ট ৩ তারিখে মুক্তি পায়। ছবিটির প্রথম প্রদর্শনী হয় মুকুল প্রেক্ষাগৃহে (বর্তমান আজাদ প্রেক্ষাগৃহ)। এটি ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ এবং খুলনায় একযোগে মুক্তি পায়। সেই অঞ্চলের প্রথম চলচ্চিত্র হিসাবে দর্শকমহলে এটি নিয়ে আগ্রহের সৃষ্টি হয়। প্রথম দফায় মুক্তির পর চলচ্চিত্রটি ৪৮,০০০ রুপি আয় করে। - উইকিপিডিয়া 
আপনার কবিতায় মন্তব্য হিসেবে ছোট একটি তথ্য যোগ করে দিয়েছি। 
  ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯  রাত ৯:০০
২৪ শে সেপ্টেম্বর, ২০১৯  রাত ৯:০০
কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম। এই তথ্যগুলো অনেকের অজানা। আমারও সবগুলো তথ্য জানা ছিলোনা। একবুক বিশুদ্ধ ভালোবাসা ও শুভকামনা রইলো হে প্রিয়জন!
©somewhere in net ltd.
১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯  রাত ১০:৩৮
২২ শে সেপ্টেম্বর, ২০১৯  রাত ১০:৩৮
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।