নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন বাঙ্গালি। বাংলা আমার ভাষা, নিভৃত আবাস ও অহংকার। বিঃ দ্রঃ- ব্লগে ছন্দ নামে দ্বন্দ্ব নাই।

কবি হাফেজ আহমেদ

অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ

কবি হাফেজ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

নিষিদ্ধ ক্যামিকেল

২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:২৩

হে কচি বীজের নরম গাছ
তুলতুলে ছায়ানটে তুমিতো লম্বা হয়েছো বেশ!
নিশ্চয়ই বাতাস দেখোনি কোনোদিন !
তাই তোমার স্বপ্নেজুড়ে পর্বতের সাহস
সুনশান এ নগরীতে বাতাসের বড়ই অভাব
শুধু মনের ভেতর কিছু আগুন আছে
পুরান ঢাকার রাস্তার মত পুরানো আগুন
সে আগুন যদি জ্বলে উঠে চকবাজারের ন্যায়
তবে ফায়ার ব্রিগেড রাস্তা খুঁজে পাবে কী?
জানি তখনও আমার ভয়ানক ভয় হবে
কারণ কিছু কিছু আগুন
ভষ্ম করে দেয় ফাগুনের নয়নাভিরাম।
তাই বুকের আগুন আজ বুকেই চাপা থাক
অগ্নী চাষা রয়ে যাক আগের মতই
তুমি শুধু ক্যামিকেলের গুদামঘর সরিয়ে রেখো
এ আমার শেষ অনুরোধ!

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:৪০

ঠাকুরমাহমুদ বলেছেন: আস্ত বাংলাদেশ এখন কেমিক্যাল গুদামঘর - একটি আস্ত দেশ কোথায় সরাবেন?

২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:০২

কবি হাফেজ আহমেদ বলেছেন: দেশ দেশের যায়গায় থাকুক। শুধু যদি আমরা মানুষগুলো মানুষ হই তবেই যথেষ্ট। পড়ে মন্তব্য করায় কৃতজ্ঞতা ও অন্তহীন ভালোবাসা রইলো হে প্রিয়জন!

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৫:৪৬

ইসিয়াক বলেছেন: চমৎকার
+++

২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:০৩

কবি হাফেজ আহমেদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইলো প্রিয়।

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:৫০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কি চমৎকার !!

২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:০৪

কবি হাফেজ আহমেদ বলেছেন: মন্তব্যে আনন্দিত হলাম। ভালোবাসা ও শুভকামনা রইলো কবি।

৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৫০

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:০৫

কবি হাফেজ আহমেদ বলেছেন: মন্তব্যে উৎসাহিত হলাম হে প্রিয়জন! ভালোবাসা ও শুভকামনা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.