নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন বাঙ্গালি। বাংলা আমার ভাষা, নিভৃত আবাস ও অহংকার। বিঃ দ্রঃ- ব্লগে ছন্দ নামে দ্বন্দ্ব নাই।

কবি হাফেজ আহমেদ

অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ

কবি হাফেজ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

ফসলি হতে ফসিল

২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৫৫

বর্ণিল স্বপ্নগুলোর কত মলিন বদন!
দিনের সূর্যকে ঢেকে দেয় তুলতুলে রাত
অথচ এখনো সকাল!
এখনো জীবনের ঠোঁটে সিলিকনের জ্বলজ্বলে হাসি
সবগুলো চোখ এখনো অন্ধ নয়
তবু কেন ফসলের মাঠে নেই আলোর চিৎকার
বাতাসের শো শো শব্দগুলো আজ সা সা সা !
বুড়ো ধানের পাতা বেয়ে ঝরে পড়ে কৃষাণীর শুকনো চোখের কুয়াশা।
ফসলি জমিতে এখন ফসিলের নর্দমা
ফুলসজ্জার রঙিন চাদরে যেন বিধবার নীরবতা
আজকের নীলাম্বর এখনো মেঘে ঢাকা
দিনের বুকে রাতের ছায়ার চলে নীরব কীর্তন
এছাড়া এখানে এখন আর কিছু নেই
সেদিনের সোনালি স্বপ্নের মাঠে পড়ে আছে
শুধু কিছু মৃত ধান মৃত পাখি আর
অজ্ঞাতনামা কৃষকের ক্ষয়ে যাওয়া মৃত হাড়গোড়।

মন্তব্য ১১ টি রেটিং +৪/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৫:৫৩

ইসিয়াক বলেছেন: সুন্দর।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:১০

কবি হাফেজ আহমেদ বলেছেন: প্রশংসা পেয়ে আনন্দিত ও অনুপ্রাণিত হলাম। পাশে থেকে কলমে শক্তি সরবরাহ করার জন্য কৃতজ্ঞতা জানাই। অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইলো।

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:১৯

রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করলাম।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৪০

কবি হাফেজ আহমেদ বলেছেন: সময় ও ধৈর্য নিয়ে পাঠ করায় কৃতজ্ঞ থাকলাম। অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা জানবেন হে প্রিয়জন!

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:০২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক সুন্দর , অনেক সুন্দর !! ++

২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৪৩

কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার কাছ থেকে + পেয়ে আনন্দিত হলাম। ধন্যবাদ ভালোবাসা ও শুভকামনা রইলো।

৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৩:০৮

চাঁদগাজী বলেছেন:



কৃষকেের তরুণ প্রজন্ম আরব চলে গেছে উটের পরিচর্যা করতে, গাঁও গ্রাম আজ যুবকশুন্য

২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৩:৩০

কবি হাফেজ আহমেদ বলেছেন: চমৎকার একটি মন্তব্য করেছেন প্রিয়। যুবকেরা অর্থনৈতিক মুক্তির স্বপ্নে জীবন যুদ্ধে সুজন ও স্বজনহারা হয়ে উটের পরিচর্যা করতেও দ্বিধা করেনি। তাঁরা পরিবারের মুখে দুমুঠো ফরমালিনযুক্ত ভেজাল তরকারি সাথে ভাত আর অসুস্থ মায়ের মুখে মেয়াদোত্তীর্ণ ঔষধ তুলে দিতে পারলেও আজও পারেনি সেই স্বপ্নের অর্থনৈতিক মুক্তি ফিরিয়ে আনতে। শুধুমাত্র অমানুষগুলোর দুর্নীতি আর অসাধুতার কাছে হেরে যায় এদের স্বপ্নের সোনার বাংলা। অথচ, এদের টাকায় ওই দুর্নীতিবাজ আমলাগুলোর মাস শেষে মাইনে আসে। অল্পকিছু যুবক যারা দেশে আছে, তাঁদের অনেকে আজও বেকারত্বের অভিশাপে অভিশপ্ত হয়ে মাস্তানি আর টেন্ডারবাজিতে রাজনীতিকে কলঙ্কিত করছে।

মন্তব্যে অনুপ্রাণিত হলাম। অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানবেন শ্রদ্ধেয় প্রিয়জন।

৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কৃষি ও কৃষক আজ বিপন্ন।
কবিতা ভাল লাগলো।

০১ লা অক্টোবর, ২০১৯ রাত ১:১৫

কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ প্রিয় মাইদুল সরকার। আপনার ভালো লাগায় আমি অনুপ্রাণিত হলাম। ভালোবাসা ও শুভকামনা রইলো!

৬| ০৫ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: দারুণ ভাবনার কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.