নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন বাঙ্গালি। বাংলা আমার ভাষা, নিভৃত আবাস ও অহংকার। বিঃ দ্রঃ- ব্লগে ছন্দ নামে দ্বন্দ্ব নাই।

কবি হাফেজ আহমেদ

অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ

কবি হাফেজ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

সাদা মনের প্রেম

০১ লা অক্টোবর, ২০১৯ দুপুর ১:৩৯

তোমার হাতের একটি মালা
সাদা জীবন রাঙিয়ে দিলো
জানিনা সেই মালাতে কী ছিলো
ফুল ছিলো কী ভুল ছিলো!
নাকি সবই আমার আবেগ ছিলো?

শুধু জানি
মিষ্টি কিছু জাদু ছিলো
জ্ঞানের বড়ই অভাব ছিলো
বাকিটুকু আঁধার ছিলো।

এই আঁধারে কত কী হলো
ঝড় হলো তুফান হলো
চোখের জলে নদী হলো
একূল ওকূল বিলীন হলো
দালান বাড়ি খালি হলো
আগুন ছাড়া জ্বালা হলো
ফুল শুকিয়ে মালা হলো
জানিনা সেই মালাতে কী ছিলো
ফুল ছিলো কী ভুল ছিলো।

গলার মাঝে সোনার হারে
কে বলেছে সোনা ছিলো?
মাথার উপর ফ্যানের হাওয়ায়
কে বলেছে বাতাস ছিলো?
সবই আমার প্রেম ছিলো
সাদা মনের প্রেম ছিলো।


আমার লেখা পত্রখানায়
বুকের তাজা রক্ত ছিলো
হৃদয় পোড়া গন্ধ ছিলো
বন্ধ শ্বাসের ছন্দ ছিলো
অন্ধ নাশের দ্বন্দ্ব ছিলো
অবুঝ মনের প্রেম ছিলো।

অচিনরথে একলা যেতে
আমার যত বারণ ছিলো
হারিয়ে গেলে কোথায় পাবো
হাজার ভয়ের কারণ ছিলো।

রাগের মাঝে ক্ষোভ ছিলোনা
ভয়ের ভীষণ টোপ ছিলো
অবুঝ মনের ভালোবাসায়
সাদা মনের ডুব ছিলো।

আমার সকল সহজ কথা
বুঝতে যখন কষ্ট হলো
বারণ পথে একলা হেঁটে
ভ্রষ্ট জীবন নষ্ট হলো।
সাদা কাফন রঙিন হলো
পাপড়িগুলো বিলিন হলো
জানিনা সেই মালাতে কি ছিলো!
ফুল ছিলো না ভুল ছিলো?

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১৯ দুপুর ১:৪৮

ইসিয়াক বলেছেন: সুন্দর হয়েছে ।

০১ লা অক্টোবর, ২০১৯ দুপুর ২:৩৩

কবি হাফেজ আহমেদ বলেছেন: মন্তব্যে প্রীত হ'লাম। অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইলো প্রিয়।

২| ০১ লা অক্টোবর, ২০১৯ দুপুর ১:৫৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: পরে তৃপ্তি পেলাম। কবিতায় ভালো লাগা।

০১ লা অক্টোবর, ২০১৯ দুপুর ২:৩৫

কবি হাফেজ আহমেদ বলেছেন: তৃপ্তি ও ভালো লাগা জেনে আনন্দিত হলাম। অন্তহীন ভালোবাসা ও শুভকামনা রইলো।

৩| ০১ লা অক্টোবর, ২০১৯ দুপুর ২:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে কবি

০১ লা অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১৭

কবি হাফেজ আহমেদ বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত হলাম। অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা ও শুভকামনা রইলো!

৪| ০১ লা অক্টোবর, ২০১৯ দুপুর ২:৪২

সাহিনুর বলেছেন: খুবই সুন্দর হয়েছে,দারুন লিখাটি

০১ লা অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩৮

কবি হাফেজ আহমেদ বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত হলাম। অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা ও শুভকামনা রইলো। ভালো থাকুন সবসময়।

৫| ০১ লা অক্টোবর, ২০১৯ দুপুর ২:৫৮

বিজন রয় বলেছেন: বাহ! মনে ধরেছে খুউব।

"ফুল ছিল না ভুল ছিল"....... ভালবাসায় সবই থাকতে হয়।

আপনার একটি ভাল দিক হলো আপনার কবিতায় একটি সরলতা কাজ করে।
ভাল লাগে এটি।

আপনার বানান ভুল কম হয়।
এখানে পাপড়ি বানানটি একটু দেখে নিবেন।

শুভকামনা।

০১ লা অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৪৬

কবি হাফেজ আহমেদ বলেছেন: এমন মন্তব্যে অনুপ্রাণিত না হয়ে পারা যায় না। বানান ভুল সংশোধন করার জন্য ব্লগে নিয়মিত হতে চাই। কবিতা পাঠ করতে আমার একদম অলসতা নেই। কারণ, কবিতা পাঠের মাধ্যমেই বানানসহ আমার বিভিন্ন ভুলগুলো দিনে দিনে আমি সংশোধন করতে পারবো বলে আমার একান্ত বিশ্বাস। পাপড়ি বানানটি কিভাবে শুদ্ধ হবে আমাকে সহযোগিতা করলে কৃতজ্ঞ থাকবো প্রিয় দাদা। অন্তহীন ভালোবাসা, শ্রদ্ধা ও শুভকামনা রইলো!

৬| ০১ লা অক্টোবর, ২০১৯ বিকাল ৫:২৬

চাঁদগাজী বলেছেন:



বিরাট আলেখ্য, সবকিছু মিলে কি ঠিক হলো, নাকি ভুল হলো?

০১ লা অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৫৪

কবি হাফেজ আহমেদ বলেছেন: মন্তব্যে দারুণভাবে উৎসাহিত হলাম শ্রদ্ধেয়। সবকিছু মিলিয়ে কল্পনার রাজ্যে কি থেকে যে কি হয়ে গেলো সেটি এখনো ভাবনা হতে ভাবনাই রয়ে গেলো। আবেগের পরিনাম সহজ হয় না বলেই এখনো ভাবছি যে সেটি কি "ফুল ছিলো না ভুল ছিলো"?

সীমাহীন ভালোবাসা ও শুভকামনা রইলো শ্রদ্ধেয় প্রিয়জন।

৭| ০১ লা অক্টোবর, ২০১৯ রাত ৮:২৩

রাজীব নুর বলেছেন: আমৃত্যু আমার একটাই আফসোস আমি কবিতা লিখতে পারি না।

০২ রা অক্টোবর, ২০১৯ রাত ১২:৩৫

কবি হাফেজ আহমেদ বলেছেন: আমি কিন্তু আপনার একাধিক কবিতা পড়েছি। ভালো লেগেছে। এইতো গত ২ দিনের মধ্যে চক্র শিরোনামেও একটি পড়েছি। আপনার মতো একজন ভালো পাঠক হতে চাই। সামুতে বাঁচতে চাই। মন্তব্যে প্রীত হলাম। বিশুদ্ধ ভালোবাসা ও শুভকামনা রইলো।

৮| ০১ লা অক্টোবর, ২০১৯ রাত ৯:৫৫

আহমেদ জী এস বলেছেন: কবি হাফেজ আহমেদ,



সুন্দর রিদমিক কবিতা।

একটা টাইপো হয়েছে মনে হয় ----
"এই আঁধারে কত কী হলো
জড় হলো তুফান হলো
চোখের জলে নদী হলো.."
এখানে ঝড় হবে হয়তো।

০২ রা অক্টোবর, ২০১৯ রাত ১২:৩৬

কবি হাফেজ আহমেদ বলেছেন: একদম ঠিক বলেছেন প্রিয়জন। আপনি বলার পর সংশোধন করে নিয়েছি। অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইলো শ্রদ্ধেয় প্রিয়জন। জাযাকাল্লাহ খাইরান।

৯| ০২ রা অক্টোবর, ২০১৯ রাত ১২:৫২

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: সাদা মনের প্রেম দেখে আমি ভাবছিলাম আমাদের সবার প্রিয় সহব্লগার সাদা মনের মানুষ (কামাল ভাইয়ে)কে নিয়ে কবিতা লিখেছেন ।
যাকগে, কবিতা ভাল হয়েছে ।
+++++

০২ রা অক্টোবর, ২০১৯ রাত ১:৩৬

কবি হাফেজ আহমেদ বলেছেন: যা হোক এই ক্ষুদ্র লেখাটি অন্তত কামাল ভাইয়ের কথা একবার হলেও স্বরণ করিয়ে দিতে পেরেছে। জেনে আনন্দিত হলাম। আপনার কাছ থেকে +++++ পেয়েছি। বিষয়টি নিশ্চয় আমার জন্য আনন্দের। সীমাহীন ভালোবাসা ও শুভকামনা রইলো প্রিয় দাদা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.