![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ
বীরঙ্গনা (উপর নিচ প্যালিন্ড্রোম)
হাফেজ আহমেদ।
কত শত কষ্ট নয়
হত'ক্ষণে রক্ত ভয়
ক্ষয়ে ক্ষয়ে জলে
ছিন্নভিন্ন ভিজে ভিজে
ভিজেনি কার তানে কে?
বাঁকে কেবা অক্ষে বল হত হন্যে?
গণনার দান মতে নহ
গ্রন্থ পথের রনাঙ্গ রবিও রপ্ত সুখে
দুস্থ সুজন বলে বনজ সুস্থ।
দুখে সুপ্ত রও
বীরঙ্গনার রথে পন্থ গ্রহন
তেমন ধারণা নগণ্যে।
হত হলো বক্ষে অবাকে
কেবা কেনে তারকা
নিজে ভিজে ভিজে ভিন্ন ভিন্ন ছিলে
জয়ে ক্ষয়ে ক্ষয়
ভক্ত রণে ক্ষত হয়
নষ্ট কত শতক।
প্যালিন্ড্রোম:- শুরু হতে শেষ পর্যন্ত পড়ে গেলে যেমন হবে, অনুরূপভাবে শেষ হতে উল্টো পড়ে পড়ে শুরু পর্যন্ত আসলে একই রকম হবে।
০৫ ই জুলাই, ২০২০ দুপুর ১:৪৯
কবি হাফেজ আহমেদ বলেছেন: দাদা এসব অনেক শ্রমের ফসল। বাংলায় প্যালিন্ড্রোম গবেষণা করতে গিয়ে আমার কপালে ভাঙ্গন ধরেছে। লিখতে লিখতে নিজে নিজে কিছু নতুন নিয়মও রপ্ত করেছি। ৪৪ প্রকারের ৫৫ টি কবিতা নিয়ে আসছে আমার একক প্যালিন্ড্রোম কবিতার বই। পাণ্ডুলিপি জমা হয়ে গেছে। এই ৪৪ প্রকারের সকল কবিতাই বাংলা সাহিত্যে প্রথম প্যালিন্ড্রোম ভার্সনে আমি নিয়ে আসার চেষ্টা করছি। দোয়া করবেন। বইটির নাম "মাটি মা"। ভবিষ্যতে লেখার নিয়ম নিয়ে আলোচনা করবো। আন্তরিক ভালোবাসা রইলো প্রিয় দাদা।
২| ০৫ ই জুলাই, ২০২০ দুপুর ১২:১৪
রাজীব নুর বলেছেন: ভালো লাগলো কবিতা।
০৫ ই জুলাই, ২০২০ দুপুর ১:৫১
কবি হাফেজ আহমেদ বলেছেন: হৃদয় নিংড়ানো সবুজ ভালোবাসা রইলো প্রিয়জন
৩| ০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৩:০৩
নেওয়াজ আলি বলেছেন: অসামান্য লেখনী ।
০৬ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৩২
কবি হাফেজ আহমেদ বলেছেন: আন্তরিক ভালোবাসা রইলো ভাই। সর্বদা পাশে থাকায় কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
৪| ০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
০৬ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৩৩
কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ প্রিয়জন। হৃদয় নিংড়ানো একবুক সবুজ ভালোবাসা গ্রহণ করুন।
৫| ০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৫:১০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
অসামান্য উদ্ভাবন।
চিন্তাই করা যায় না এত কঠিন কাজটি আপনি কিভাবে করেছেন।
০৬ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৩৪
কবি হাফেজ আহমেদ বলেছেন: একদিন সবার জন্য সহজ করে দেব। ইনশাআল্লাহ। গবেষণা চলছে।
হৃদয় নিংড়ানো সবুজ ভালোবাসা গ্রহণ করুন।
©somewhere in net ltd.
১|
০৫ ই জুলাই, ২০২০ সকাল ১১:০৮
বিজন রয় বলেছেন: দারুন তো।
কিন্তু এটা কিভাবে সম্ভব!!!