![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ
হে প্রশস্ত আইনের মুখ্য শেকড়
হতে পারো ধরিত্রীর বুকে তুমি এক মহাসিন্ধু
আমি তার তলদেশের বিন্দু বালিকণা
তবে প্রভুত্বের প্রভাবে যখন তুমি
উন্মাদের ন্যায় বেপোয়ারা
তখন তোমার তরঙ্গমালা আমাকেও আঘাত করে
তবুও আইনকে আমি শ্রদ্ধা করি
কিন্তু নিজেকে তুলনায় দাঁড় করি না
শুধু অনুভব করি
তোমার নকল জলাকর্ষণে মিশ্রিত হেমলকের নির্যাস
যে জলের তৃষ্ণায় সেদিন আমার মৃত্যু হয়েছে
মৃত্যু হয় এমন অজস্র সরল পিপাসুর।
বাতাসের শরীরে কান পেতে শুনো একবার
কত বিদেহী আত্মার আর্তনাদ এখনো হাওয়ায় ভাসে
হাওয়ায় ভেসে ভেসে প্রশ্ন আসে
"স্বচ্ছ জলের নকল সনদ ঝুলিয়ে আর কতকাল !
বল আর কত ছল !"
১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:২৫
কবি হাফেজ আহমেদ বলেছেন: ভালো আছি দাদা। আপনি কেমন আছেন। করোনার কালে আপনি কি সুস্থ ও নিরাপদে আছেন? মন্তব্যে অনুপ্রাণিত হলাম । আন্তরিক ভালোবাসা গ্রহণ করুন দাদা।
২| ১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:২৮
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
২৭ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:০৭
কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ প্রিয়জন । ভালোবাসা নিরন্তর ।
©somewhere in net ltd.
১|
১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:৩৬
বিজন রয় বলেছেন: কেমন আছেন?
অনেক ভাল হয়েছে কবিতাটি।