নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন বাঙ্গালি। বাংলা আমার ভাষা, নিভৃত আবাস ও অহংকার। বিঃ দ্রঃ- ব্লগে ছন্দ নামে দ্বন্দ্ব নাই।

কবি হাফেজ আহমেদ

অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ

কবি হাফেজ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

নষ্ট বীজতলা

৩০ শে ডিসেম্বর, ২০২০ রাত ২:৪২

ডোবা নালার চাপে নদীর বুকে এখন জল থৈ থৈ
ঢেউয়ের ক্ষিপ্রতায় প্রকাশ পায় তাঁর হারানো শক্তি
দিকবিদিকে ধাবিত হয় নতুন কিছু শাখা প্রশাখা।

তবে ঝর্ণার সাথে যে নদীর হাজার বছরের মিতালি
কারখানার বর্জ্য কি ফিরিয়ে দিতে পারে সেই যৌবন?
এ জল হয়তো হতে পারে হাজার প্রাণীর মৃত্যুর যম
নয়তো হতে পারে নদী ভাঙ্গন কিংবা বিষাক্ত বন্যার কারণ
ডুবিয়ে দিতে পারে শতাব্দীর সব সভ্যতা
কিন্তু কপোতাক্ষের মত করে তৃষ্ণা নিবারনে তার ভূমিকা শূণ্য।

চতুর্দিকে এমন বিষবাষ্পের অঙ্কুর এখন অদমনীয়
যেখানে নদী চাই, সেখানে নদী আছে
যেখানে পানি চাই সেখানে পানি আছে
শুধু বিশুদ্ধতা নেই, প্রাণ নেই।

নদীর বুক এখন আর খালি নেই বলে
এ শহর আজ বড় বেশি বিষাদময়
ঝর্ণার জলও তাই দূষিত হয় এখানে
নষ্ট জলে পঁচে গেছে রক্তনালী
বিষাক্ত তেজস্ক্রিয়তা উড়ে যায় আকাশে
বৃষ্টিতে ঝরে পড়ে টক্সিন
তাঁর উপর পড়ে বিষদাঁতের স্থায়ী নঙ্গর।

চারদিকে বাতাস এখন ভয়ানক ভারী
ধীরে ধীরে বাড়ছে তাঁর ঘনত্ব
লম্বা হচ্ছে একেকটি দীর্ঘশ্বাস
জলের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দাঁড়িয়েছে
অসাম্প্রদায়িকতার ছন্দ নাম
সে নামেই চলে ফের পাল্টা সাম্প্রদায়িকতা।
সাগরের বিরুদ্ধে ডোবানালার হুংকার
ওরা এক লিটারের পেটে গিলতে চায় মহাসমুদ্র
তবু কেউ কেউ এখনো বিশ্বাস করে
এই ভূখণ্ড হবে না কভু বিষাক্ত ডোবানালার বীজতলা।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০২০ রাত ৩:০১

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

৩০ শে ডিসেম্বর, ২০২০ রাত ৩:২৬

কবি হাফেজ আহমেদ বলেছেন: হৃদয় নিংড়ানো সবুজ ভালোবাসা ও শ্রদ্ধা জ্ঞাপন করছি প্রিয়জন ।

২| ৩০ শে ডিসেম্বর, ২০২০ ভোর ৬:৫৮

কালো যাদুকর বলেছেন: সুন্দরা পানির অপর নাম জীবন ৷ সাইথ আফ্রিকা কেপ টাউনে ঠিক এ অবস্থা হয়েছিল ২০১৯ সামারে ৷ পানির অভাব। একজন নাগরিকের জন্য বরাদ্দ ছিল মাত্র ৫ লিটার / দিন ৷ আগামী দিনে পানিই হবে আরেকটি কারন বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ বাধার |

৩১ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:১২

কবি হাফেজ আহমেদ বলেছেন: তথ্য সম্বলিত চমৎকার মন্তব্য করেছেন প্রিয়জন। মন্তব্যে অনুপ্রাণিত হলাম। আমার শ্রদ্ধা ও ভালোবাসা গ্রহণ করুণ।

৩| ৩০ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৪৮

মেহেদি_হাসান. বলেছেন: সাগরের বিরুদ্ধে ডোবানালার হুংকার
ওরা এক লিটারের পেটে গিলতে চায় মহাসমুদ্র
তবু কেউ কেউ এখনো বিশ্বাস করে
এই ভূখণ্ড হবে না কভু বিষাক্ত ডোবানালার বীজতলা।

অতি চমৎকার পুরো কবিতা পাঠে মুগ্ধ হলাম।

৩১ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:১২

কবি হাফেজ আহমেদ বলেছেন: চমৎকার মন্তব্যে প্রীত হলাম। হৃদয় নিংড়ানো সবুজ ভালোবাসা গ্রহণ করুণ প্রিয়জন।

৪| ৩০ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:২০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: হৃদয় নিংড়ানো সবুজ ভালোবাসা ও শ্রদ্ধা জ্ঞাপন করছি প্রিয়জন ।

আমার আফসোস আমি ভালো কবতা লিখতে পারি না।

৩১ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:১৭

কবি হাফেজ আহমেদ বলেছেন: শুধু কবিতা লিখা নয় বরং আপনার দেয়া প্রেরণায় এখানে অনেক কবির জন্ম হবে। আপনি নিত্যদিনে ব্লগারদের যে প্রেরণা যুগিয়েছেন এতে করে অনেকের লিখার আগ্রহ তৈরি হচ্ছে । নিজেও লিখছেন আর পাশাপাশি অনেক বড় অবদান রেখে চলছেন আপনি । আপনার জন্য শুভ কামনা সতত। আমার শ্রদ্ধা ও ভালোবাসা গ্রহণ করবেন দাদ্।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.