নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন বাঙ্গালি। বাংলা আমার ভাষা, নিভৃত আবাস ও অহংকার। বিঃ দ্রঃ- ব্লগে ছন্দ নামে দ্বন্দ্ব নাই।

কবি হাফেজ আহমেদ

অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ

কবি হাফেজ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

দীন নদী [প্যালিন্ড্রোম]

১১ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫৯

লেখাটি শুরু হতে শেষ এবং শেষ হতে উল্টো শুরু পর্যন্ত পড়ে আসলে একই রকম হবে।

দীন রবে রণ দিবস "দীন নদী"
রবের তরফে ফেরা ঘেমে ঘামে
থেমে থেকে বাঁশি নিলো কালা।
বেনামে থাকে ডানে সেন কোনদিকে?
যারে কল্প গঠন করতে সদা চাঁদ স্বাদ নিবে
লকার তালে জ্বলজ্বলে জ্বলে বন্ধু সিনেমা
কার তা?
সে হাসে এ মাঠে
নকরি সারা ধরা ভরা
তাঁরে ধার নে মন
দে ছলে বসে
নত রবের নিত্য সকল পর্ব পরেই বায়না মরণের
মধু শুন কাছে আয় ভালোবাসি
হায় রপ্ত'গুনে বন্য অবস
এত ক্ষত যবে সবলে জয়া মানি
জানে শুধু শুদ্ধ ঋণী মরণের ক্ষমা
ক্ষতি জানে মরতে
রাজি রাতের মনে জাতি
ক্ষমা ক্ষরণে রমণী ঋদ্ধ শুধু শুনে
জানি মায়াজলে বসবে যত ক্ষত
এসব অন্য বনে গুপ্ত রয় হাসি বা লোভায়
আছে কান শুধু মরণে রমনায়
বাইরে পর্ব পলক সত্য নিরবে রতন
সে বলে ছন্দে মনের ধারে তারা ভরা ধরা
সারি কন্ঠে মা এসে হাসে কে?
তারকা মানে সিন্ধু বলে
জ্বলে জ্বলজ্বলে তারকা লবে নিদ স্বাদ
চাঁদা সতের কন্ঠ গল্প করে
যাকে দিন কোন সেনে ডাকে?
থামে না বেলা কালো নিশি বাঁকে
থেমে থেকে ঘামে ঘেরা ফের ফেরত
রবের দীন নদী
সব দীন রবের নদী।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৩৩

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: ঠিক বুঝলাম না। ধরিয়ে দেন।

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৩:০৫

রাজীব নুর বলেছেন: পড়তে ভালোই লাগলো।

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:১৪

এম ডি মুসা বলেছেন: বহুদিন পর দেখা মেলেছে আপনার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.