![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ
কৃষ্ণচূড়ায় রঙ ধরেছে
লাল গালিচার লাল
উতালপাতাল হাল
ডালে ডালে ঝুলছে যেনো
নীল পরীদের গাল।
শিমুল পলাশ রক্তজবা
ফুটলো শত ফুল
হলুদ বটমূল
হালকা হাওয়ায় ফুল পরিদের
দুলছে কানের দুল।
শীত কমেছে গীত কমেনি
গাইছে ভ্রমর গান
হৃদয় ধরে টান
ফুলে ফুলে বসন্তের আজ
রঙিন আহবান।
গাছে গাছে গাইছে পাখি
রঙিন হলো বন
জাগলো শিহরণ
নদীর বুকে দুঃখ ভুলে
হাসলো মাঝির মন।
১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৩১
কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ কবি। বাসন্তী শুভেচ্ছা গ্রহণ করুন প্রিয়জন।
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:১৮
মপোতোস বলেছেন: সুন্দর ছড়া। প্লাস।
১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৩২
কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ প্রিয়জন। বাসন্তী শুভেচ্ছা গ্রহণ করুন।
৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:২১
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।
১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৩৩
কবি হাফেজ আহমেদ বলেছেন: আন্তরিক ভালোবাসা ও বাসন্তী শুভেচ্ছা গ্রহণ করুন ভাই।
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৮:২১
খায়রুল আহসান বলেছেন: বসন্তের আগমনে সুন্দর আহবান জানিয়েছেন। + +