নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাই।

সুপথকামী হাফিজ

বলার নাই কিছুই।

সুপথকামী হাফিজ › বিস্তারিত পোস্টঃ

আমার প্রথম বই "মহাকালের প্রথম প্রহর"

২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:২২

লেখালেখি করার চেষ্টা বহুদিন থেকেই করছি। এতদিন লেখা চালিয়ে গিয়েছি ব্লগ, ফেসবুক আর নিজের ওয়েবসাইটে। বিভিন্ন সময়ে বিভিন্নজনের কাছ থেকে বিভিন্ন ধরণের মন্তব্য পেয়েছি। কখনো মানুষদের মন্তব্যগুলো ছিল খুব-ই অনুপ্রেরণাদায়ক আবার কখনো সেগুলো ছিলো চরম হতাশার। থামিনি আমি বা আমার লেখাও থামেনি।

লিখতে লিখতে যখন আমার হাতে বেশকিছু লেখা জমা হয়ে গেছে দেখলাম, তখন মনে আশা জাগলো লেখাগুলোকে পূর্ণ করতে। শক্ত মলাটে বাঁধাই করা কাগজে বন্দী করার আগে কি আর লেখা পূর্ণতা পায়? তাই এবার-ই প্রথমবারের মতো নিয়ে এলাম নিজের বই। কবিতা বেশি ভালোবাসি বলে কবিতার বই দিয়েই শুরু করলাম এই পথে আমার বিচরণ। আমার এই বইটির নাম থাকছে "মহাকালের প্রথম প্রহর"

জানি না আমি কবিতাগুলোকে ছন্দ-মাত্রার হিসেবে কতোটুকু শুদ্ধ করতে পেরেছি। তবে এতটুকু জানি- কবিতাগুলো সবার ভালো লাগতে বাধ্য। জীবনের জটিল কিছু সমীকরণকে সরল রেখায় উপস্থাপন করার জন্য অনেক সময় নিয়ে কবিতাগুলো লেখা হয়েছিলো। "গদ্যপদ্য" নামের বেশ মানসম্মত একটি প্রকাশনী থেকে বইটি প্রকাশিত হচ্ছে বলে একুশে বইমেলায় "গদ্যপদ্য"-এর স্টলেই পাওয়া যাবে আমার বইটি।

সবার আন্তরিক সহযোগিতা ও সবার উৎসাহ সম্পূর্ণরূপে আশা করছি আর সাথে এটাও বিশ্বাস করি- সবাই আমাকে হতাশ করবে না। সবাইকে মেলায় আসার অগ্রীম আমন্ত্রণ জানিয়ে রাখলাম। ধন্যবাদ :)

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:২৬

বেলায়েত মাছুম বলেছেন: শুভকামনা রইল।

২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:৪৮

সুপথকামী হাফিজ বলেছেন: ধন্যবাদ :)

২| ২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৪

সুমন কর বলেছেন: বইটি এবারের বই মেলায় প্রকাশিত হচ্ছে? তাহলে নাম, ধরন, প্রকাশক, মূল্য, প্রাপ্তিস্থান, প্রচ্ছদ -- এ তথৎগুলো দিলে ভাল হতো। এ বিষয়ে একটি পোস্ট তৈরি করা হচ্ছে।

২৬ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৪:০৩

সুপথকামী হাফিজ বলেছেন: ভাই, আমি মূল্য ব্যাতিত সবকিছুই এখানে উল্লেখ করেছি। তবুও আবার বলছি- কবিতার বই, প্রকাশনায় আছে গদ্যপদ্য, পাওয়া যাবে গদ্যপদ্য'র স্টলে, গায়ে মূল্য থাকবে ১২০ টাকা।
অনেক ধন্যবাদ আপনাকে :)

২৬ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৪:০৪

সুপথকামী হাফিজ বলেছেন: আর হ্যাঁ, বইয়ের নাম থাকছে "মহাকালের প্রথম প্রহর" আমি ছবিসহ একটা পোস্ট দিয়েছিলাম কিন্তু প্রথম পাতায় শো হচ্ছিল না, তাই এটা আবার দিলাম :)

৩| ২৬ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৮

আরজু পনি বলেছেন:

অভিনন্দন রইল, হাফিজ ।

আপনার বইটি পাঠক প্রিয়তা পাক এই কামনা করি ।।

২৬ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২০

সুপথকামী হাফিজ বলেছেন: অনেক ধন্যবাদ :) জানি না মানুষ আমার বই গ্রহণ করবে কিনা, তবে যদি করে, তাহলে তার পেছনে আপনাদের একটু হলেও অবদান আছে আর থাকবে বলেই জানি।

৪| ২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪৪

আরজু পনি বলেছেন:

প্রোফাইল পিকচারটা দেখতে সুন্দর হলেও...

ধুমপান স্বাস্থ্যের জন্যে ক্ষতিকর ।

২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫৭

সুপথকামী হাফিজ বলেছেন: কী করবো, ভালো ছবি তো নাই :/

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.