![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যাহা ভাবি তাহা কেন জানি হয়েও হয় না।স্বপ্ন পূরনে ব্যর্থ হয়ে ঘুরে ফিরি।কবে হবে এর শেষ মরন এলেই বুঝি,তাহলে বেঁচে থাকার মানে কি।
মাথায় তীব্র যন্ত্রণা হচ্ছে, মনে হচ্ছে কেউ ভারী কিছু দিয়ে মাথায় ক্রমশ আঘাত করছে । আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না । এইতো কিছু দিন আগেও ভালো ছিলাম ,হঠাৎ করে আমি রাহাত কে দেখতে শুরু করলাম । মৃত্যু মানুষ কখনও ফিরে আসে এমনটাও কি হয় , ভাবনার বাহিরে ছিল ।
রাহাতের সাথে আমার প্রথম দেখা হয় শ্রাবনের শুরুর দিকে । আমার আর তার বাড়ি পাশাপাশি পাড়ায় ছিল । বিকাল হলে কোচিং যাবার পথে, রোজ তাকে পাড়ার মুদির দোকান টায় দেখা যেতো । সেদিন ছিল তার চোখে সানগ্লাস, হাতে সিগারেট, এলোমেলো চুল । হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছিল । হঠাৎ সানগ্লাস সরিয়ে তার চোখের বাঁকা দৃষ্টি ,আজও ভুলতে পারিনি , কি ভয়ানক সেই দৃষ্টি । পাড়ার সবাই তার ভয়ে অস্থির, তার অশৃঙ্খল চলাফেরা, ভার্সিটিতে অনিয়মিত হওয়া , সব মিলে সে সবার অপছন্দের তালিকায় নাম রাখে । দুই পাড়ার মাঝে মারামারি, কোন অনুষ্ঠান ভেস্তে দেয়া সব কিছুতেই তার ছিল বড্ড বাড়াবাড়ি ।
শ্রাবনের ঘন বর্ষন ধারার মতো তার মাঝে আকস্মিক পরিবর্তন ঘটতে থাকে । তাকে দেখলেই আমার হাত পা ঠান্ডা হয়ে যেতো । একদিন বুঝতে পেরে সানগ্লাস আর কিছুতেই চোখ থেকে নামাতো না । তার সিগারেটের তীব্র গন্ধে আমার নাকে কাপড় ধরে রাখা, আস্তে আস্তে সিগারেট ফেলে দেয়া , সব কিছু যেন হঠাৎ এ হচ্ছিল । তার ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, সানগ্লাসের আড়ালে অপেক্ষমান চাহনি, সব যেন আমারি জন্য । পাড়ায় তার মারামারি কমে গেল । কিন্তু তার বিপরীত পক্ষের লোকেরা তাকে ছাড়লো না, সুযোগ পেয়ে একদিন মাথা ফাটিয়ে দিলো । সে কি রক্তাক্ত কান্ড । হাসপাতালে ভর্তি হলো, কিছুতেই আর ভালো হলো না । তাকে শহরে নিয়ে গেল । পাড়া ছেড়ে তারা বহু দূরে চলে গেল । হঠাৎ একদিন জানতে পারলাম রাহাত মারা গেছে । সেদিন কেন জানি আমার চোখ দিয়ে অশ্রু বন্যা বইছিল । কিশোরী মনে অল্পতেই বাড়াবাড়ি ভেবে তাকে আড়াল করার চেষ্টা করলাম । বেশ কিছু দিন আমি আর পড়ায় মনোযোগ দিতে পারলাম না । তার কথা ভাবলেই বুকের ভিতরটা হাহাকার করতো ।
এভাবে বেশ কিছু বছর কেটে গেল । আমি ভার্সিটির প্রথম বর্ষে পা রাখলাম । মফস্বল ছেড়ে শহরে পাড়ি জমালাম । বন্ধু বান্ধবীর আড্ডায় গল্পের ফাঁকে, ধোঁয়া ওড়ানো চায়ে জীবনের নতুন মানে খুঁজে পেলাম । রাত হলে বইয়ের পাতায় মুখ গুঁজে থাকতাম । সময় ভালো কাটছিল ।
কয়েক মাসের মাথায় আমি রাহাত কে দেখতে পেলাম , অবিকল সেই হাসি, সেই ভয়ংকর চাহনি । একদিন সন্ধ্যায় ছাদের কোনে হেলান দিয়ে চা খাচ্ছিলাম , ঝড়ের গতিতে আমার সামনে দিয়ে কাকে যেন যেতে দেখলাম , শার্ট এর ডিজাইন আর রং খুব পরিচিত লাগলো । দূর থেকে ভয়ানক সেই হাসি কানে বাজলো । আমি কান চেপে ধরলাম, শব্দ যেন আরো বেড়েই চলছে । এইতো সেদিন বাজারে গেলাম সবজি বিক্রেতা আমার দিকে ঠিক সেই দৃষ্টিতে তাকিয়ে আছে, মনে হলো রাহাত যেন বসে আছে । এভাবে অনেক জায়গায় অনেক বার তার অস্তিত্ব আমি অনুভব করতে লাগলাম । দিন দশেক এর মাঝেই আমি অসুস্থ হয়ে পড়লাম, কিছুই খেতে পারছিলাম না, সবসময় মনে হতো রাহাত আমার আশেপাশে আছে । টানা কয়েকদিন না ঘুমিয়ে ছিলাম । চোখের পাতা বন্ধ করলেই তাকে দেখতে পেতাম । রাতের পর রাত আমি জেগে বসে থাকি । আমার অবস্থা করুন হতে লাগলো ।
চোখ মেলে দেখতে পেলাম আমি হসপিটালের বেডে শুয়ে আছি । আমার পাশে রাহাত বসে আছে । তাকে দেখে আবার অজ্ঞান হলাম । ঘন্টা খানিক পর চোখ মেলে তাকে আর দেখতে পেলাম না ।
বাড়ির লোকের কাছে জানতে পারলাম সে সত্যি বেঁচে আছে । সেই যাত্রায় সে বেঁচে যায় ,আবার আক্রমনের ভয়ে পাড়ায় ওই গুজব রটানো হয় । আমার খবর সে রোজ রাখতো । যখন জানতে পেলো শহরে এসেছি, তখনি প্রথম দেখা করতে এসেছিল, তার ভদ্র চেহারা, কোমল চাহনি, গোছানো সাজসজ্জা, কিছুতেই আমাকে বুঝাতে পারেনি সে যে রাহাত ছিল । তার পরিনামে তার আগের রূপ ফুটিয়ে একদিন আমার সামনে এলো ,তারপর থেকেই আমার হ্যালুসিনেশন শুরু হলো । সব জায়গায় আমি তাকে দেখতে পেতাম ।
হারানো মানুষ ফিরে আসবে সে যেন ভাবনার বাহিরে ছিল । ধুলোকনায় জমে থাকা ভালো লাগা আবার যেন উঁকি দিল । কতোদিন মেঘলা ডাক শুনা হয়নি । এতো মমতায় কেউ হয়তো এই নামে আমায় আজও ডাকেনি । শ্রাবনের ঘন বর্ষন ধারা যেন আমার সুখ হয়ে নামলো ।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:২৩
নূর-ই-হাফসা বলেছেন: ভালো লাগলো জেনে ভালো লাগলো ।
অসংখ্য ধন্যবাদ
২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০২
মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার লিখেছেন
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:২৪
নূর-ই-হাফসা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।
সর্বদা ভালো থাকুন শুভকামনা রইলো
৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০৩
বিজন রয় বলেছেন: প্রিয় কারো জন্য বাস্তবে অমন হতে পারে।
লেখার গাঁথুনী ভাল।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:২৬
নূর-ই-হাফসা বলেছেন: বাস্তবে এমনটা খুব কম এ হয় । গল্পতেই কেবল মিলে ।
অসংখ্য ধন্যবাদ । ভালো থাকবেন ।
৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০৪
মাইনুল ইসলাম আলিফ বলেছেন: অনেক সুন্দর গল্প।
ধন্যবাদ।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:২৭
নূর-ই-হাফসা বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ।
অনেক ভালো থাকুন ।
৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০৭
মাআইপা বলেছেন: বেঁচে থাক ভালবাসা .......................
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:২৯
নূর-ই-হাফসা বলেছেন: জি সকল ভালোবাসা বেঁচে থাকুক সকলের মাঝে ।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।
৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:১২
সোহানী বলেছেন: ভালো লাগলো পাত্রে(অ) ভালোবাসা...........হাহাহাহাহাহা
আমাদের দুষ্ট মিষ্ট হাফসা মনি এভাবে পাড়ার মাস্তানের প্রেমে পড়বে এ কিছুতেই মেনে নিতে পারছি না........... নানানানানা এ কিছুতেই হতে পারে না.........
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৩১
নূর-ই-হাফসা বলেছেন: হাহাহা । পাড়ার মাস্তান কিন্তু আপু ভালো হয়ে গেছে । অনেক ভদ্র হয়ে গেছে ।
অনেক অনেক ধন্যবাদ আপু ।
সুন্দর মন্তব্যে মজা পেলাম ।
৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালোবাসার মানুষের অস্তিত্ব সর্বত্র ছড়িয়ে থাকে, সেজন্য মানুষ ভুলতে পারেনা।
শুভকামনা রাহাতের জন্য।
শুভ হোক আপনার দিনক্ষণ
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৩৪
নূর-ই-হাফসা বলেছেন: প্রকৃত ভালোবাসা কখনো ভুলা যায়না ।
একাকী কোনও মুহুর্তে কেবল ভালোবাসার মানুষটি কেই মনে পড়বে ।
অসংখ্য ধন্যবাদ।
সুন্দর কথা বলেছেন ।
৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪৭
জাহিদ অনিক বলেছেন:
বাহ বেশ অল্প কথায় বেশ মিলনাত্মক গল্প। সুন্দর ছিমছাম।
পড়তে ভালো লাগলো।
ধন্যবাদ
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৩৫
নূর-ই-হাফসা বলেছেন: আমার গল্প মানেই ফাঁকিবাজি ।
অনেক অনেক ধন্যবাদ ।
ভালো থাকবেন ।
৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:১৩
প্রামানিক বলেছেন: বাহ! সংক্ষেপে অনেক সুন্দর গল্প। ধন্যবাদ
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৩৭
নূর-ই-হাফসা বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
অনেক অনেক ভালো থাকুন শুভকামনা রইলো ।
১০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:১৯
অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: আপানার লেখার হাত তো অসাধারন!!!!
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৩৯
নূর-ই-হাফসা বলেছেন: খুশি হয়ে গেলাম সুন্দর মন্তব্যে ।
অনেক অনেক ধন্যবাদ ।
যদিও ভালো লিখিনা ।
১১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:২০
মিথী_মারজান বলেছেন: বাহ্!
ফিরে আসা সবসময়ই খুব সুন্দর!
গল্পটাও বেশ মিষ্টি।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৪১
নূর-ই-হাফসা বলেছেন: জি আপু সবার জীবনে পুরাতন ভালো লাগা গুলো ,যদি এমনভাবে ফিরে আসতো তাহলে কতো না ভালো হতো ।
অনেক অনেক ধন্যবাদ আপু ।
আপু আপনার নামটা অনেক সুন্দর ।
১২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:০০
চাঁদগাজী বলেছেন:
ছোট সুন্দর প্লট
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৪৩
নূর-ই-হাফসা বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
সর্বদা ভালো থাকুন শুভকামনা রইলো ।
১৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:০৪
শকুন দৃিষ্ট বলেছেন: বাহ্!! সুন্দর তো!! অল্প কথায় কি দারুনভাবে ভালবাসার শক্তি ফুটিয়ে তুলেছেন।
মনে হল ঘটনা আরো গড়াতে পারত। লেখার হাত আছে, ভাল করতে পারবেন।
আরো গল্প আশা করছি।
ভাল থাকবেন নিরন্তর। শুভকামনা।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:২০
নূর-ই-হাফসা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এতো সুন্দর মন্তব্যের জন্য ।
আপনিও সর্বদা ভালো থাকুন অনেক শুভকামনা রইলো ।
১৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৪৫
জনৈক অচম ভুত বলেছেন: একটি প্রতিশ্রুতিশীল ভৌতিক গল্পের অপমৃত্যু!
তবে ভৌতিক না হলেও গল্প ভাল হয়েছে।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪১
নূর-ই-হাফসা বলেছেন: আপনার মন্তব্য মজার ছিল ।
অনেক অনেক ধন্যবাদ ।
১৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:০৪
আটলান্টিক বলেছেন: আহাহা শুরুটা পড়ে ভাবছিলাম ভূতের গল্প।মাঝখানে এসে দেখলাম পাড়ার মাস্তানের গল্প।শেষে এসে দেখলাম পুরোটাই হ্যালুসিনেশন
বাহ বাহ আপু এক গল্পে এতো কিছু পেয়ে ভাল লাগলো
সকালের চায়ের সাথে এরকম গল্পই যায়।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪২
নূর-ই-হাফসা বলেছেন: বাহ সুন্দর করে বলেছেন তো ।
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
ভৌতিক গল্প আমার মাথায় আসেনা । আপনারা লিখুন ।
১৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১২
করুণাধারা বলেছেন: আপনি ভাল গল্প বলিয়ে- গল্পের শেয পর্যন্ত আগ্রহ অটুট থাকে। শেষের চমকটাও ভাল লাগল।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪
নূর-ই-হাফসা বলেছেন: অনেক সুন্দর মন্তব্য দিয়েছেন আপু ।
অনেক অনেক ধন্যবাদ ।
অনেক ভালো থাকুন অনেক অনেক শুভকামনা ।
১৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৩০
বিদ্রোহী ভৃগু বলেছেন: হঠাত সের গল্প হঠাতই শেষ হয়ে গেল
++++
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭
নূর-ই-হাফসা বলেছেন: হাহাহা ।ঠিক বলেছেন । দীর্ঘ সময়ের ভালো লাগা হঠাৎ এ আসে আবার হঠাৎ হারিয়ে যায় । তবে গল্পের হঠাৎ সে ভালো ,ফিরে এসেছে ।
অনেক অনেক ধন্যবাদ ।
১৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৫
ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো +।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮
নূর-ই-হাফসা বলেছেন: ভালো লাগল জেনে ভালো লাগলো ।
অনেক ভালো থাকুন ।
১৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৬
শাহরিয়ার কবীর বলেছেন: গল্প ভাল লিখেছেন।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯
নূর-ই-হাফসা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।
অনেক অনেক শুভকামনা ।
২০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৪
তারেক ফাহিম বলেছেন: সানগ্লাসের আড়ালেই এত কিছু
গল্পে ++
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫২
নূর-ই-হাফসা বলেছেন: মাস্তান টাইপ ছিল তো, চোখের দৃষ্টি ভয়ঙ্কর ছিল। অবশ্য পরে সেই দৃষ্টি নম্র হয়েছিল ।
অসংখ্য ধন্যবাদ ।
সর্বদা ভালো থাকুন । অনেক শুভকামনা
২১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৯
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আরও প্রসারিত হতে পারত কাহিনী।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪
নূর-ই-হাফসা বলেছেন: আমার ধৈর্য কম । তাই গল্প বেশি বড় করা হয়না ।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।
২২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪৫
কালীদাস বলেছেন: বাতেনী রোমিও
ভালই লেগেছে লেখাটা
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:০২
নূর-ই-হাফসা বলেছেন: ভালো লাগলো জেনে ভালো লাগলো ।
অনেক অনেক ধন্যবাদ ।
২৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০৩
আমি তুমি আমরা বলেছেন: ভাল লেগেছে লেখাটা। পরের পর্ব লিখবেন কিনা ভেবে দেখতে পারেন।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:১৫
নূর-ই-হাফসা বলেছেন: নাহ পরের পর্ব আর লিখবো না ।
অনেক দিন পর আপনাকে দেখলাম ।
২৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:২৭
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: গল্পের নাম ঠিক হয়েছে, সুন্দর। নায়িকার দেখি বেশ আবেশ শক্তি আছে! নায়িকাকে দেখেই রাহাত আবেশিত হয়ে ভালো হয়ে গেল!
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৭
নূর-ই-হাফসা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।
অনেক শুভকামনা ।
©somewhere in net ltd.
১|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০১
শাহিন-৯৯ বলেছেন: ভালই লাগল।