![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যাহা ভাবি তাহা কেন জানি হয়েও হয় না।স্বপ্ন পূরনে ব্যর্থ হয়ে ঘুরে ফিরি।কবে হবে এর শেষ মরন এলেই বুঝি,তাহলে বেঁচে থাকার মানে কি।
যা চলে তুই দূরে যা
ডাকব না আর পিছু ফিরে
বলবার আছে বাকি, ভালবাসি শুধু তোরে ।
অভিমান কি তোরি একার ?
হৃদয় খুলে দেখ্না আমার
খুঁঁজে পাবি দু:খের সাগর ।
যা চলে তুই দূরে যা
অপেক্ষাতে থাকব আমি
ভুল ভাঙলে আসিস ফিরে
নিবো তোরে বরন করে ।
পারিস যদি যাস না চলে,
তাকিয়ে দেখ কাঁদছে আকাশ
চল না দুজন একটু ভিজি
অভিমান যে মিছেমিছি ।
যা চলে তুই দূরে যা
ডাকবো না আর পিছু ফিরে
জেনে রাখিস ,
ভালবাসি শুধু তোরে ।
অজানা দোষে, করিসনা দোষী আমায়
মিথ্যা ভুলে, ভালবাসা কূল হারায় ।
বি:দ্রঃ আমার স্কুলে থাকাকালীন লেখা ।
২০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮
নূর-ই-হাফসা বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
কিশোর কালীন সময় টা স্বপ্নের মতো । সবসময় একটা ঘোর কাজ করে ।
ঐ সময় মনে হয় ভালোবাসা দিয়ে বুঝি সব জয় করা যায় ।
২| ২০ শে মার্চ, ২০১৮ রাত ১:০১
শায়মা বলেছেন: পিচ্চিকালের ভালোবাসাময় লেখা....
২০ শে মার্চ, ২০১৮ রাত ৮:০২
নূর-ই-হাফসা বলেছেন: পিচ্চিকাল টা ওমনি ।
হঠাৎ করে উদাসীন হ ওয়া যায় । চিন্তা ভাবনা কম থাকে ।
দারুন সময় বলা চলে ।
অনেক অনেক ধন্যবাদ
৩| ২০ শে মার্চ, ২০১৮ রাত ১:০৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: কিশোরী হাতের লেখা কবিতা ভাল লাগল। ভালবাসা হারিয়ে না গিয়ে পূর্ণতা পাক।
২০ শে মার্চ, ২০১৮ রাত ৮:০৫
নূর-ই-হাফসা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।
কিশোর কালীন ভালোলাগা কিংবা ভালোবাসা গুলো অর্থহীন হয় ।
আবেগ শুধু বেশিই থাকে ।
৪| ২০ শে মার্চ, ২০১৮ রাত ১:১৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: স্কুলে থাকতেই এমন লিখতেন!
লিখুন, লিখুন আপনি আমাদের এ যুগের সুফিয়া কামাল।
২০ শে মার্চ, ২০১৮ রাত ৮:০৭
নূর-ই-হাফসা বলেছেন: স্কুল কালীন সময়টাতেই আবেগের ছড়াছড়ি বেশি ছিল ।
এখন বুড়ি হয়ে গেছি ভাই ।
কবিতা লেখার ইচ্ছে হয়না তাই ।
অনেক অনেক ধন্যবাদ ।
৫| ২০ শে মার্চ, ২০১৮ রাত ১:২১
শাহরিয়ার কবীর বলেছেন: ভালবাসার হৃদয় নিড়ানো আবেগের বহিঃ প্রকাশ।।
আপনার কিশোরী কালে কবিতা হলেও খুব সুন্দর লিখেছিলেন হাফসা।
২০ শে মার্চ, ২০১৮ রাত ৮:০৯
নূর-ই-হাফসা বলেছেন: কিশোরী কালেই তো মানুষ বেশি কবিতা লেখে ।
ঐ সময় সব কিছু রঙিন লাগে ।
অনেক অনেক ধন্যবাদ।
৬| ২০ শে মার্চ, ২০১৮ রাত ১:৪২
সোহানী বলেছেন: স্কুল জীবনের কবিতায় ভালোলাগা........++++++
২০ শে মার্চ, ২০১৮ রাত ৮:১০
নূর-ই-হাফসা বলেছেন: আপু অনেক অনেক ধন্যবাদ ।
ভালো থাকবেন সর্বদা ।
অনেক শুভকামনা
৭| ২০ শে মার্চ, ২০১৮ সকাল ৭:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। +
আপনি ভালো লিখেন। কবিতার উত্তর !!!!!
এবার না হয় আসবো ফিরে
মনে রেখো আবার যদি হয় অভিমান
আমি আর আসবো না
কি লাভ বলো কাছে এসে
রাখো যদি অনাদরে
আমি না হয় চলে যাবো দূরে
ভালো বাসবো না
কাছে আর আসবো না ।
২০ শে মার্চ, ২০১৮ রাত ৮:১৩
নূর-ই-হাফসা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যে ।
আপনার লেখা টাও দারুন হয়েছে ।
আমি ভালো লিখিনা । তাও বলার জন্য ধন্যবাদ ।
৮| ২০ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৪৫
মোস্তফা সোহেল বলেছেন: অভিমান না করাই ভাল।অভিমান অনেক কষ্টের।
২০ শে মার্চ, ২০১৮ রাত ৮:১৫
নূর-ই-হাফসা বলেছেন: কিছু ক্ষেত্রে অভিমান না করলে জীবন রোবটিক লাগে ।
কষ্ট জয় করতে পারলে সম্পর্ক মজবুত হয় । ভালোবাসার গভীরতা বাড়ে ।
অনেক অনেক ধন্যবাদ
৯| ২০ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৫২
ধ্রুবক আলো বলেছেন: সুন্দর লিখেছেন, অনেক আগের হলেও লেখা ছন্দ খুব সুন্দর। +
২০ শে মার্চ, ২০১৮ রাত ৮:১৬
নূর-ই-হাফসা বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
অনেক অনেক ভালো থাকবেন ।
অনেক অনেক শুভকামনা
১০| ২০ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৩৯
সুমন কর বলেছেন: শায়মা বলেছেন: পিচ্চিকালের ভালোবাসাময় লেখা.... -- সহমত। ভালো লাগল।
২০ শে মার্চ, ২০১৮ রাত ৮:১৭
নূর-ই-হাফসা বলেছেন: ভালো লাগলো জেনে ভালো লাগলো ।
অনেক অনেক ধন্যবাদ ।
ভালো থাকবেন ।
১১| ২০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১৫
কথাকথিকেথিকথন বলেছেন:
স্কুলের তুলনায় বেশ পরিপক্ক কবিতা । ভাবনার গভীরতায় আবেগের সুন্দর প্রকাশ ।
২০ শে মার্চ, ২০১৮ রাত ৮:১৮
নূর-ই-হাফসা বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ।
সর্বদা অনেক অনেক ভালো থাকুন ।
অনেক অনেক শুভকামনা ।
১২| ২১ শে মার্চ, ২০১৮ রাত ১১:১৫
নীল মনি বলেছেন: মনের ছোট ছোট আবেগে ভরে উঠেছে কবিতা খানি।আপু আপনার উঠোনে আজ প্রথম এলাম।পিচ্চিটাকে চা খাওয়াবেন কিন্তু ☺
২১ শে মার্চ, ২০১৮ রাত ১১:৩৫
নূর-ই-হাফসা বলেছেন: আপনি পিচ্চি ! এতো এতো ভালোবাসা । বাচ্চাদের আমার সবসময় ভালো লাগে ।
চা আপনারো প্রিয় বুঝি , দারুন তো ।
চা নিয়ে আমার পোষ্ট আছে । Click This Link
কোন ও একদিন চলে আসুন চা খাওয়াতে দ্বিধা নেই ।
১৩| ২১ শে মার্চ, ২০১৮ রাত ১১:৩৯
নীল মনি বলেছেন: চা'য়ের পোস্ট এখনও পড়িনি। পড়ব ইন শা আল্লাহ।পড়ার জন্য বুকিং দিলাম যদিও লিংক পেয়ে গেছি। সত্যি সত্যি চা খেতে চলে আসব একদিন।চা ভীষণ প্রিয়। ভালো থাকবেন আপু মণি।
২১ শে মার্চ, ২০১৮ রাত ১১:৫০
নূর-ই-হাফসা বলেছেন: ওকে চায়ের পার্টনার চলে এসো
১৪| ২৪ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:২৬
জাহিদ অনিক বলেছেন:
অভিমান সবারই হয়, সব বয়সেই হয়।
স্কুলে থাকাকালীন আপনার অভিমানী কবিতা হয়ত এখন বেশ ম্যাচিউর হয়েছে কিন্তু অভিমান তো হয়েই থাকে।
ভালো লাগলো অভিমানী কবিতা
২৪ শে মার্চ, ২০১৮ রাত ৯:৫০
নূর-ই-হাফসা বলেছেন: অভিমান আছে বলেই সম্পর্ক গুলো সুন্দর হয় ।
অভিমান হীন সম্পর্ক সে তো একঘেয়ে রোবটিক ।
অনেক অনেক ধন্যবাদ মন্তব্যে ।
১৫| ০৬ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬
খায়রুল আহসান বলেছেন: অভিমানটা অনেক সময় অপ্রকাশিত কষ্ট থেকে এলেও যার উদ্দেশ্যে অভিমান করা হয়, সে যদি বুঝতে পারে, তবে সেটা শেষ পর্যন্ত সুখেরই হয়ে থাকে।
আপনার কিশোরী বয়সের কবিতাটা ভাল হয়েছে।
০৬ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯
নূর-ই-হাফসা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।
বেশ ভালো বলেছেন ।
কিন্তু যে সময়ের এইটা লেখা সেসময় তেমন কেউ থাকার কথা না ।
ভালো লাগলো জেনে ভালো লাগলো ।
ভালো থাকবেন ।
অনেক শুভকামনা
©somewhere in net ltd.
১|
২০ শে মার্চ, ২০১৮ রাত ১:০১
সোহাগ তানভীর সাকিব বলেছেন: কবিতার ভাষাই বলে দিচ্ছে কিশোরী বয়সের লেখা। কারণ, বয়সের সাথে সাথে মানুষের আবেক, অনুভূতি এবং ভালোবাসার ধরণ বদলায়। বিদ্যালয় জীবনের লেখনী হলেও চিন্তার অভীরতা অসাধারণ। কবিতাটি পড়ে বেশ ভালো লেগেছে।