![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যাহা ভাবি তাহা কেন জানি হয়েও হয় না।স্বপ্ন পূরনে ব্যর্থ হয়ে ঘুরে ফিরি।কবে হবে এর শেষ মরন এলেই বুঝি,তাহলে বেঁচে থাকার মানে কি।
জগতে যাহার বড় ভাই নেই তাহার চেয়ে বড় দুঃখী হয়তো আর কেউ নেই । সেদিক থেকে নিজেকে ভাগ্যবান বলা চলে । মাথার উপরে বড় কেউ থাকা মানে নিজেকে হালকা রাখা ।
ছোটবেলায় প্রায় ভাইয়ার সাথে বের হলে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরতে হতো । ওর বড় বড় পা ফেলে হাঁটার সাথে নিজেকে খাপ খাওয়ানো কঠিন ছিল । বারবার পড়ে গিয়ে পায়ের চামড়া ছিলে যেতো । তাও বের হতাম । অন্য রকম আনন্দ ছিল । ভাইয়া খেপিয়ে বরাবরই মজা পেতো । কখনো হঠাৎ করে এসে একটা মাইর দিয়ে চলে যেতো , আমি সারা বাড়ি ঘুরতাম শোধ তোলার জন্য । আমি ঘুরে ঘুরে ক্লান্ত হতাম ,সুযোগের অপেক্ষায় থাকতাম ,ভাইয়া নামাজ পড়তে দাঁড়ালে কিংবা পড়তে বসলে আমার কাজ সেরে আসতাম । তারপর আমার ভিলেন মার্কা হাসি ।
ভাইয়া ছিল আমার রাত জাগার আর চা খাওয়ার সেরা পার্টনার । যখনই বলবো ভাইয়া চা খাবা ? সাথে সাথে রাজি ।
একবার আমার এস এস সি পরীক্ষার সময় ,সবে রাতে পড়তে বসেছি, ভাইয়া এসে বলল তাড়াতাড়ি উঠ একটা বিষয়ে কিছুক্ষণ তোদের সাথে কথা বলবো । ভাইয়া কোন একটা বিষয়ে বেশ কিছুদিন ধরে বই পড়ে আর মুভি দেখে গবেষণা শেষ করলো ,সেই বিষয়ে কথা শেষ করতে রাত তিনটা বেজে গেল । সেই রাতে আর পড়াই হলো না ।
বরাবরই আমরা ভাই বোনেরা আর কাজিনরা পাগলাটে স্বভাবের , একদিন ভাইয়া কে স্কাইপে কল দিলাম রাতের বেলা ,ভাইয়া জ্বিনের গল্প শুনবা ? ও বলল আমি এখোন একটা মিটিং এ আছি দাড়া এক ঘন্টা পর কল দিচ্ছি । সত্যি সত্যি কল দিলো ,হাফসা কি হইছেরে ,সাংঘাতিক কিছু? বল বল । আমি আর আপু শুনা মাত্রই হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছিলাম ।
আমাদের ছিল জ্বিন ভূত নিয়ে খুব আগ্রহ । ভাইয়া একদিন গ্রামে বেড়াতে গেলে , সকাল বেলা ভাইয়া আর একজন কাজিন মিলে বাঁশ ঝাড়ে ডুকলো জ্বীন খুঁজার উদ্দেশ্যে । অনেকক্ষণ পর ফিরে এলো দুইজন হাপাতে হাপাতে । আমরা তো ভয়ে শেষ । ভাইয়া বলতে লাগলো , জ্বীন নাকি কাজিনকে ধরে আছাড় মেরেছে ,জ্বীনের ইয়া বড় দাড়ি আর অনেক লম্বা সে , সাদা জামা পড়া ছিল । আমরা আর সেই রাত ভয়ে ঘুমাতে পারিনি । বড় হয়ে জানলাম , সেই গল্প নাকি ভাইয়া আর কাজিন মিলে বানিয়েছিল ।
আর প্রায় বলতো ও নাকি স্বপ্নে জ্বিন দেখতো । সেই গল্পও অনেক মজা করে বলতো ।
আম্মু মারা যাওয়ার পর পর পাশের বাসার আন্টি এসে আমাদের ভয় লাগিয়ে দিলো ,কি সব না কি অদ্ভুত কান্ড ঘটে । সত্যি সত্যি রাতের বেলা কর্পূরের গন্ধ পেতাম ,আব্বুর সাথে ঘুমাতাম তখন । বাসার সবাই মনে মনে ভয় পাচ্ছিল ।
মাঝরাতে পাঁচ তলার উপর বিড়ালের ডাক শুনা যেতো । ভাইয়া কে বলা মাত্রই লাঠি নিয়ে খুঁজতে বের হতো ।
ভাইয়া হচ্ছে বরাবরই মজার আর আড্ডায় পারদর্শী । ওর ছুটির দিন গুলো অনেক আনন্দে কেটে যেতো ।
অনেক দিন ভাইয়ার সাথে আড্ডা দেওয়া হয় না । পুরানো পোষ্ট পড়তে গিয়ে হঠাৎ ওকে খুব মনে পড়ছে । আগে বাসায় সবসময় হইচই থাকতো , আমাদের দুই বোনের ঈদ কিংবা রোজার আইটেম নিয়ে ঝগড়া লেগে যেতো ।
বড় হওয়া বড্ড ঝামেলার । ছোট থাকা কি আনন্দের ছিল !
আমাকে নিয়ে লেখা ভাইয়ার দুইটি পোষ্ট নিচে দেওয়া হলো :
Click This Link
Click This Link
০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:০০
নূর-ই-হাফসা বলেছেন: ভালো লাগলো জেনে ভালো লাগলো ।
অনেক অনেক ধন্যবাদ
২| ০৬ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭
শাহিন বিন রফিক বলেছেন: আমার বড় ভাই মারা গেছেন ১৮ মাস বয়সে আমার জন্মের প্রায় দুই বছর আগে, আমি এখন বড়, আসলে ছোট ভাইদের আবদার মেঠানো অনেক কষ্ঠের তবুও চেষ্টার কমতি রাখিনি কখনও।
০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:০৩
নূর-ই-হাফসা বলেছেন: হুমম বড় হওয়া মানে অনেক দায়িত্ব । তবে বড়রা অনেক ভালো হয় ।
আপনি সেই অর্থে অনেক ভালো হবার কথা।
আমি ভাগ্যবান আমার বড় ভাইয়া আর আপু দুইজনে আছে ।
অনেক অনেক ধন্যবাদ ।
৩| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:০১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: মাথার উপরে বড় কেউ থাকা মানে নিজেকে হালকা রাখা ---
কথা সত্য।
ছেলেদের জন্য বড় বোন, আর মেয়েদের জন্য বড় ভাই থাকা ভাল। তাহলে খুনসুটি বেশ জমে ।
০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:০৫
নূর-ই-হাফসা বলেছেন: হা ভালো বলেছেন । ছোট থাকার মজাই আলাদা ।
কোন সমস্যায় ছোট রা নিশ্চিন্তে থাকতে পারেন বড়রা আছেন বলে ।
অনেক অনেক ধন্যবাদ
৪| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:০৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ইশ্, আমার কেউ নাই
০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:০৫
নূর-ই-হাফসা বলেছেন: ছোট ও নাই ?
তাহলে আপনার জন্য এক বালতি সমবেদনা ।
৫| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:০৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: হৃদয় ছোয়া।
০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:০৬
নূর-ই-হাফসা বলেছেন: দুইটি শব্দে দারুন মন্তব্য ।
অনেক অনেক ধন্যবাদ
৬| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:১২
চাঁদগাজী বলেছেন:
আপনি আনন্দ ও শান্তিতে বড় হয়েছেন, আপনার সৌভাগ্য
০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৯
নূর-ই-হাফসা বলেছেন: জি । সৌভাগ্য বটে ।
অনেক অনেক ধন্যবাদ ।
৭| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৪০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: বাবা মারা যাওয়ার পর আমার বড় ভাইয়াই এখন অভিভাবক। বড় ভাই থাকা আসলেই সৌভাগ্যের বিষয়। আমার বড় ভাই আছে তাই আমি সৌভাগ্যবান। যাদের নেই তারা এই বিষয়টা কমই বুঝতে পারবেন। আপনাদের ভাইবোনের ভেতর আরো বেশি স্নেহ-ভালবাসা গড়ে উঠুক এই কামনাই করি।
০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৫০
নূর-ই-হাফসা বলেছেন: ভালো লাগলো আপনাদের ভাইদের কথা জেনে ।
আমার ভাইয়া অনেক দূরে থাকে ,অনেক দিন দেখা হয়না । শুভকামনার জন্য ধন্যবাদ ।
আপনাদের জন্য ও অনেক শুভকামনা ।
৮| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৯
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমি বুঝতাছি না আমার বড় ভাই নাকি বোন থাকা উচিত ছিল !
০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৫১
নূর-ই-হাফসা বলেছেন: বড় বোন উচিত ছিল ।
আপনি ভাগ্যবান ও ছোট বোন তো আছে । ছোট বোন রা ভাইভক্ত হয় ।
৯| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:১৪
জাহিদ অনিক বলেছেন:
দিনগুলো মোর সোনার খাঁচায় রইলো না-----------
০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৫
নূর-ই-হাফসা বলেছেন: হুমম আসলেই । ভালো বলেছেন ।
অনেক অনেক ধন্যবাদ ।
১০| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:২৫
শাহরিয়ার কবীর বলেছেন: আমার কেউ নাই ... আমি একা বড় একা !!!
০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৮
নূর-ই-হাফসা বলেছেন: তাহলে আপনার ভাগ্য খারাপ ।
ভাইবোনের ভালোবাসা পাওয়া অনেক সৌভাগ্যের ব্যাপার ।
অনেক অনেক ধন্যবাদ
১১| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমার ছোটও নাই, বড়ও নাই, আমি একাই একশ
এখন থেকে আপনাদের জ্বালামু
০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫০
নূর-ই-হাফসা বলেছেন: একাকী বেড়ে উঠা বাচ্চা গুলো আহলাদী বেশি হয় । মন খারাপ ও হয়তো হয় ।
১২| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০৯
রাজীব নুর বলেছেন: আমার বড় ভাই আছে। এবং সে আসলেই একজন ভালো মানুষ।
আপনার ভাইও ভালো মানুষ।
০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১৪
নূর-ই-হাফসা বলেছেন: বড় আপু ভাইয়ারা সর্বদা ভালোই হয় ।
অনেক অনেক ধন্যবাদ
১৩| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১৮
মনিরুল ইসলাম বাবু বলেছেন: চমৎকার ।
০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১৯
নূর-ই-হাফসা বলেছেন: এক শব্দের দারুন মন্তব্যে অনেক অনেক ধন্যবাদ
১৪| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:২০
সোহানী বলেছেন: বড় হওয়ার মতো বিরক্তিকর কিছু নেই এখন সেটা হাড়ে হাড়ে বুঝি। অাগে ভাবতাম কখন বড় হবো,, এখন ভাবি কেন যে বড় হলাম। অাগেই কতো ভালো ছিল।
হাঁ আমরা ও এমন করেই বড় হয়েছি সবাই মিলে। তবে সাথে চাচা মামা ফুফুরা ছিলেন তাই মজাটাও অনেক বেশী ছিল।
০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:২৬
নূর-ই-হাফসা বলেছেন: আপু একদম ঠিক বলেছেন ।
ভাইবোন একসাথে থাকার মজাই আলাদা ।
বড় হতে এইজন্য চাইনা ,সবাই একসাথে আবার থাকতে যদি পারা যেতো !
অনেক অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যে ।
১৫| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:২৬
করুণাধারা বলেছেন: ভাই-বোনের অনাবিল আনন্দময় দিনের স্মৃতিচারণ খুব ভালো লাগলো নূর-ই-হাফসা, আসলে বড় ভাই পাওয়াটা ছোট বোনদের জন্য অনেক বড় পাওয়া। ভাইয়েরও যে বোনের প্রতি খুব স্নেহ মায়া তা লিংকে ক্লিক করে পোস্ট পড়েই বোঝা যায়।
দোয়া করি, ভাই বোনের এই মমতাময় সম্পর্ক যেন চিরকাল অটুট থাকে।
( ভাই কেন ব্লগ ছেড়ে দিলেন?)
০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৪০
নূর-ই-হাফসা বলেছেন: ভাইয়ারা এখন ইউএসএ থাকেন । বাবু আছে আর জব নিয়ে ব্যস্ত থাকে । তাই হয়তো ব্লগিং করেনা আর হয়তো ভালো ও লাগে না ।২০১১ পর্যন্ত ছিল ।
বড় ভাই আর আপু থাকা আশীর্বাদ বলা যায় ।
অনেক অনেক অনেক ধন্যবাদ আপু এতো সুন্দর মন্তব্যে ।
১৬| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:২১
সুমন কর বলেছেন: আপনার ভাইয়ের দু'টো পোস্ট ঘুরে এলাম। ২০০৮ সালের, তখন আমি সামুতে ছিলাম না।
সাবলীল মুগ্ধ লেখা। পড়তে বেশ লাগল।
* দুঃখের বিষয় আমার কোন বড় ভাই নাই !!
০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১৯
নূর-ই-হাফসা বলেছেন: ভাইদের বড় বোন থাকলে বেশি মজার ।
ছোট বোন থাকলেও ভালো অনেক ।
অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যে ।
১৭| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৪১
Taufik Alahi বলেছেন: ভাই বোনের প্রতি খুব স্নেহ মায়া তা লিংকে ক্লিক করে পোস্ট পড়েই বোঝা যায়।
দোয়া করি ভালোবাসা একই রকম থাকে যেন সারা জীবন ।
ফি-আমানিল্লাহ
০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:২১
নূর-ই-হাফসা বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
আপনার জন্য ও অনেক দোয়া আর শুভকামনা রইলো ।
১৮| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:০৫
প্রতিভাবান অলস বলেছেন: আপনার লেখায় মোহ আছে !
০৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩৫
নূর-ই-হাফসা বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ।
সর্বদা ভালো থাকুন ।
অনেক শুভকামনা রইলো
১৯| ০৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:১৮
ধ্রুবক আলো বলেছেন: সময় খুব কঠিন জিনিস, চলে গেলে আর ফিরে পাওয়া যায় না!
০৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩৭
নূর-ই-হাফসা বলেছেন: সময়ের নিয়মেই আমরা চলছি ।
যদি ইচ্ছে হলে কিছু অতীত ফিরে পাওয়া যেতো ,তাহলে দারুন হতো ।
অনেক অনেক ধন্যবাদ ।
২০| ০৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩৬
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ভাই বোনের মত আপন এবং মধুর কোন সম্পর্ক নেই। বোনের বড় ভাই থাকা মানে দুনিয়াটা অর্ধেক সহজ হয়ে যাওয়া।
০৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩৯
নূর-ই-হাফসা বলেছেন: খুব ভালো বলেছেন ।
বড় ভাই বোন থাকা খুব ভাগ্যের আর আনন্দের ব্যাপার ।
অসংখ্য ধন্যবাদ
অনেক শুভকামনা ।
২১| ০৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪৫
তারেক_মাহমুদ বলেছেন: আপনার পোষ্ট পড়ে আমার আপুর কথা মনে পড়ে গেল। আপুর সাথে সারাক্ষণ খুনসুটি লেগেই থাকতো। আপু যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হল সেই থেকে আপু আমার কাছ অনেক দূরে আর এখনতো চাকুরী সংসার নিয়ে মহাব্যস্ত।
০৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪২
নূর-ই-হাফসা বলেছেন: একবার বাসার বাহিরে পড়তে গেলে আর ওমন ভাবে পরিবারের সাথে থাকার সুযোগ হয়না ।
বড় আপুরাও অনেক ভালো ।
আমার আপু আমার সবচেয়ে প্রিয় ।
হুমম বড় হ ওয়া মানে অনেক দূরত্ব বেড়ে যাওয়া ।
অনেক অনেক ধন্যবাদ ।
২২| ০৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:১৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বেশি ভালো লাগলো এটা যে আপনারা দু ভাইবোন এখানে ব্লাগান বটে।
হৃদয়গ্রাহী লেখা। আমিও বড়ো। ব্যক্তিগতভাবে আমি খুব হিউমারাস হলেও ছোটোগুলো ছিল আমার কড়া শাসনের উপর। ছোটোগুলোর মধ্যে এরকম ভাব থাকলেও আমি বরাবরই খুব খিটখিটে ছিলাম/আছি। তবে, আমার ছেলেমেয়ে/ভাতিজা-ভাতিজি/ভাগিনা-ভাগিনিদের মধ্যে আবার এরকম তুমুল আনন্দ হৈ-হল্লা হয়।
শুভেচ্ছা থাকলো।
০৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪৭
নূর-ই-হাফসা বলেছেন: হাহাহা । ব্লাগান ,ভাইয়া হয়তো মজা করে লিখেছিলো ।
তাহলে আপনি ভাই হিসেবে ভালো না । ধমকের উপর রাখলে দূরত্ব তৈরি হয় । কিছু বলতে ভয় কাজ করে ।
যাক বাচ্চাদের মাঝে আনন্দ আছে জেনে ভালো লাগলো ।
অনেক অনেক ধন্যবাদ ।
আপনিই তাহলে খলিল মাহমুদ । জানতে পেরে ভালো লাগলো ।
২৩| ০৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:২১
তারেক ফাহিম বলেছেন: আমার কোন বড় ভাই নাই,
পোষ্ট পড়ে কিছুটা দুঃখ পেলুম
তবে বোনেরা আছে সবাই আমার ছোট, যেমন ভয় করে তেমনি ভালোবাসে।
০৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪৯
নূর-ই-হাফসা বলেছেন: ছোট বোনরা ভাই ভক্ত হয় । ভাইদের খুব ভালোবাসে ।
আপনি সেদিক থেকে ভাগ্যবান ।
অনেক অনেক ধন্যবাদ ।
ভালো থাকবেন
২৪| ০৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮
উম্মে সায়মা বলেছেন: যে সময় চলে যায় আর ফিরে আসেনা......
ছোটবেলার মত মধুর সময় আর নেই!
০৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫১
নূর-ই-হাফসা বলেছেন: সময়গুলো যদি বন্দি করে রাখা যেতো ! কতোই না ভালো হতো ।
অনেক অনেক ধন্যবাদ ।
অনেক অনেক শুভকামনা ।
২৫| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:০৬
মিথী_মারজান বলেছেন: বড় একটা ভাইয়া নেই জন্য আমারও খুব মন খারাপ হতো।
বিশেষ করে ঈদের সময় যখন দেখতাম অন্যান্য ফ্রেন্ডদেরকে ওদের বড় ভাইয়া এটা সেটা গিফ্ট করছে।
আবার মাঝে মাঝে ভালোও লাগতো যে, ভাগ্যিস বড় ভাইয়া নেই, নাহলে না জানি কত বকা বা পিট্টি খেতে হত আর আমার এত ভাবও থাকতো না ফ্যামিলিতে।
হা হা।
আপনাদের ভাই-বোনদের জন্য শুভ কামনা।
০৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫৫
নূর-ই-হাফসা বলেছেন: বড় ভাইবোন থাকা অনেক মজার ।
আমিও আপু, ভাইয়া ,ভাবি, জিজু সবার কাছ থেকে গিফট পাই । মজাই লাগে ।
অনেক অনেক ধন্যবাদ আপু সুন্দর মিষ্টি মন্তব্যে ।
আপনি তাহলে বড় সবার ? বড় হ ওয়া কি মজার ?
২৬| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:১৮
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: বড় আপু ভাইয়ারা সর্বদা ভালোই হয় ।
অনেক অনেক ধন্যবাদ
না হয় না। আমাদের বাসায় একজন বুড়ি আছে। তার বড় ছেলে তাকে বাসা থেকে বের করে দিয়েছে। ভেবে দেখুন মাকে ঘর থেকে বের করে দিয়েছে!!!
০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৫
নূর-ই-হাফসা বলেছেন: হুমম খারাপ রা সব জায়গাতেই আছে ।
অনেক অনেক ধন্যবাদ আবার মন্তব্যে
২৭| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: আমার যদি একটা বড় বোন থাকতো!
বড় ভাই আছে বড় বোন থাকলে জানি কেমন আদর পেতাম।
লেখাটি ভাল লাগল। শুভেচ্ছা নিন।
০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৭
নূর-ই-হাফসা বলেছেন: হুমম অনেক আদর করে । আপুরাও অনেক ভালো
অসংখ্য ধন্যবাদ মন্তব্যে
২৮| ১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:৩২
খায়রুল আহসান বলেছেন: পোস্টটা ভাল লেগেছে। লিঙ্ক দুটো ঘুরে এলাম, ওগুলোও ভাল লেগেছে। ভাই বোনের মাঝে এমন গভীর ভালবাসা চির অটুট থাক!
১১ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৫
নূর-ই-হাফসা বলেছেন: ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।
অসংখ্য ধন্যবাদ ।
অনেক সুন্দর কামনার জন্য আবারও অনেক ধন্যবাদ ।
২৯| ১১ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:০১
খায়রুল আহসান বলেছেন: আপনার পুরনো পোস্ট কি ছিল ভুল (ডিসেম্বর ২০০৮) পড়ে একটা মন্তব্য রেখে এসেছিলাম।
১১ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৫
নূর-ই-হাফসা বলেছেন: ডিসেম্বর২০০৬ ছিল । প্রতিউত্তর দিয়েছি ।
পুরাতন অনেক হ ওয়াতে নোটিফিকেশন আসেনি ,তাই অনেক দেরী হলো । দুঃখিত ।
৩০| ১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:২৬
বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনার লেখাগুলোতে ভালবাসা আদর স্নেহ লুকিয়ে থাকে। পড়লে এক ধরনের মায়া মায়া ভাবের ভেতরে জড়িয়ে পড়ি।
আপনি লিখুন। লেখায় মুন্সীয়ানা আছে।
শুভেচ্ছা রইল।
১৩ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫৯
নূর-ই-হাফসা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এতো সুন্দর মন্তব্যে ।
আমার লেখার কিছু নেই । তাই স্মৃতি কথা বেশি লিখি ।
আপনার ছড়া গুলো দারুন হয় ।
অনেক অনেক শুভকামনা
৩১| ২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ২:২৩
কাওসার চৌধুরী বলেছেন: আপনার সাথে পরিচিত হওয়ার সুযোগ হয়নি। সিনিওর মানুষ আপনি তাই ভয়ে ভয়ে কমেন্ট করছি। আপনার এই লেখাটি পড়লাম। অন্যরকম এক মায়াবী ভাব আছে তাতে। বাকী লেখাগুলোও সময় করে পড়বো।
শুভেচ্ছা সহ শুভ কামনা আপনার জন্য। সময় সুযোগে আমার ব্লগে আসলে খুশি হবো।
৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:০৪
নূর-ই-হাফসা বলেছেন: ভয় পাওয়ার কিছু নেই । আমি ব্লগে সিনিয়র কিন্তু বাস্তবে সিনিয়র হবোনা । মন্তব্য করতেই পারেন ।
অনেক অনেক ধন্যবাদ ।
আপনার ব্লগ এখনই ঘুরে আসবো । অনেক শুভকামনা ।
৩২| ৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:০৮
এজাজ ফারিয়া বলেছেন: লেখাটা ভালো লাগলো
৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:১১
নূর-ই-হাফসা বলেছেন: অনেক ধন্যবাদ । ভালো থাকুন সর্বদা । অনেক শুভকামনা
৩৩| ০২ রা মে, ২০১৮ রাত ১২:১৫
শামচুল হক বলেছেন: আমি মেঝ হইয়া চিপায় পড়ছি ছোটদেরও দেখা লাগে বড়দেরও সম্মান করা লাগে।
০২ রা মে, ২০১৮ রাত ৯:৫৯
নূর-ই-হাফসা বলেছেন: হাহাহা । মজার ছিল মন্তব্য টি ।
তাও ভালো একসাথে দুই দিকের সুবিধা পাচ্ছেন ।
তবে বলা হয়ে থাকে মেঝোরা অবহেলিত হয়ে থাকে মাঝে চাপা পড়ে । ঘটনা কি সত্যি?
৩৪| ০২ রা মে, ২০১৮ রাত ১০:৪৪
চাঁদগাজী বলেছেন:
আপনাকে ব্লগারেরা খুঁজে পাচ্ছেন না।
০৪ ঠা মে, ২০১৮ রাত ১০:৩৯
নূর-ই-হাফসা বলেছেন: যিনি পোষ্ট করেছেন ওনার পোষ্টে মন্তব্য করেছি ।
অনেক ধন্যবাদ মন্তব্যে ।
৩৫| ০৩ রা মে, ২০১৮ রাত ১০:৫৯
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: ভাইয়া কোথায় আছেন? কেনো কথা হয় না?
হাফসাআপা আপনি ভালো আছেন তো?
০৪ ঠা মে, ২০১৮ রাত ১০:৪১
নূর-ই-হাফসা বলেছেন: ভাইয়া ইউএসএ তে থাকেন । তাই অনেক দিন দেখা হয়না ।
আপু আমি ভালো আছি। আপনি এখন সুস্থ হয়েছেন ?
অনেক ধন্যবাদ মন্তব্যে ।
৩৬| ০৬ ই মে, ২০১৮ রাত ১২:১৩
কাওসার চৌধুরী বলেছেন: আপনার নতুন লেখা পাচ্ছি না?
০৮ ই মে, ২০১৮ রাত ১০:১৬
নূর-ই-হাফসা বলেছেন: ব্লগে নেশা একটু কাটানোর চেষ্টায় আছি । একটু ব্যস্ততা চলছে ।
আর লেখার মতো কিছুই পাচ্ছি না । আপনাদের পোষ্ট পড়ার চেষ্টা করছি ।
অনেক অনেক ধন্যবাদ মন্তব্যে । অনেক ভালো থাকুন
৩৭| ০৮ ই মে, ২০১৮ রাত ৮:১০
ফরহাদ রহমান বলেছেন: লেখা ভাল লেগেছে
ব্লগে ঘুরে আসার নিমন্ত্রন
০৮ ই মে, ২০১৮ রাত ১০:১৭
নূর-ই-হাফসা বলেছেন: এখুনি ঘুরে আসবো । নতুন দের জন্য অনেক অনেক শুভকামনা ।
অনেক অনেক ধন্যবাদ
৩৮| ১১ ই মে, ২০১৮ রাত ১০:০৬
আহমেদ জী এস বলেছেন: নূর-ই-হাফসা ,
আসলেই বড় হয়ে যাওয়ার ঝামেলা অনেক । দায়-দায়িত্ব বেড়ে যায় । ভুতের ভয় পাওয়ার সময়ও থাকেনা তখন।
অনেকদিন দেখা নেই আপনার । অবশ্য লিখেছেন - ব্লগের নেশা কাটানোর চেষ্টায় আছেন। এ নেশা কি ছাড়ার মতো ?
ভালো থাকুন , নেশায় থাকুন ।
১৫ ই মে, ২০১৮ রাত ১২:০০
নূর-ই-হাফসা বলেছেন: এইজন্যই তো আমার বড় হতে ইচ্ছে করেনা । বড় হ ওয়া অনেক ঝামেলার । ভূতের আগ্রহ আমার এখনো আগের মতোই আছে ।
ঠিক বলেছেন ,ব্লগের নেশা কাটানো অসম্ভব । তাইতো বারেবারে আসি ।
অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যে ।
৩৯| ১২ ই মে, ২০১৮ দুপুর ১২:০০
জুন বলেছেন: আমরা চার ভাই বোন খুব ফ্রেন্ডলি সম্পর্ক ছিল। এক সাথে টিভি দেখা, বই পড়া, আড্ডা সবই চলতো। তারপর আপনার মতই ভাবতাম কবে বড় হবো, স্বাধীন হবো ? এখন মনে হয় সেদিন গুলোই খুব ভালো ছিল, ভাবনা চিন্তা বিহীন ।
অনেক ভালোলাগা রইলো ।
+
১৫ ই মে, ২০১৮ রাত ১২:০৩
নূর-ই-হাফসা বলেছেন: জি আপু ঐ সময়গুলো আর ফিরে আসেনা । আড্ডা গুলো ও আর হয়না ।
যদি এমন হতো সময়গুলো কে ধরে রাখা যেতো কত ই না ভালো হতো ।
অনেক অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যে ।
৪০| ০১ লা জুন, ২০১৮ বিকাল ৫:০৬
ইব্রাহীম আই কে বলেছেন: যখন কেউ আমাকে জিজ্ঞাসা করে তুমি ছোট না বড়?
আমি উত্তর দেই আমি সবার ছোট। তখন এই সাময়িক খারাপ লাগে। আমার ছোট কেউ একজন যদি থাকতো!
আমার বড় তিন ভাই রয়েছে। সবসময় যারা আমাকে আগলে রেখে সঠিক পথের দিশা খুজে দেয়।
একটা ব্যপার খুব বেশি মিস করি। আমার বড় অথবা ছোট কোন বোন নেই!
০৪ ঠা জুন, ২০১৮ রাত ৮:০৪
নূর-ই-হাফসা বলেছেন: আরেহ ভাই কি বলেন । ছোট থাকার মজাই আলাদা । আমি কখনো আমার ছোট কেউ থাকুক মনেপ্রাণে চায়নি ।
ভালোবাসা ভাগাভাগি আমার পক্ষে সম্ভব ছিল না ।
বরং গর্ব করেই বলি আমি ছোট , বলার ধরন এমন থাকে যে অপরপক্ষ আফসোস করতে বাধ্য থাকে ।
অনেক অনেক ধন্যবাদ ।
৪১| ০২ রা জুন, ২০১৮ দুপুর ১:২০
শায়মা বলেছেন: হাফসামনি
কোথায় তুমি???
০৪ ঠা জুন, ২০১৮ রাত ৮:০৭
নূর-ই-হাফসা বলেছেন: আপু আমি এইখানে । আপনি কেমন আছেন ?
আপনাকে অনেক অনেক আগে ফেবুতে মেসেজ দিয়েছিলাম । চেক করেন নি । তখন একটু খারাপ লেগেছিল ।
©somewhere in net ltd.
১|
০৬ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪
প্রামানিক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ