নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আল্লাহর হুকুম তকথা পবিত্র রমজান মাসের এক মাস রোজা রাখার পরে মুস্লিম তথা আমাদের জন্য আসবে সেই এক মহা আনন্দের ক্ষন।
আর সেই ক্ষন টার জন্য অপেক্ষায় পুর জাতি ( ধনি,গরিব)।
আমরা যেমন মহান আল্লাহ তায়ালা কে খুশি করার জন্য এক মাস রোজা রাখার নিয়ত করেছি, ঠিক আল্লাহ কে খুশি করার আর একটা উপায় আছে আর এর দারা আমাদের সমাজের সকল অভাবি, গরিব দের জীবনে ঈদের আনন্দ বয়ে আনতে।
তাই আসুন আমরা রোজা রাখার পাশাপাশি আমাদের আশেপাশেরর অসহায়দের একটু সহযোগীতার দারা ফুটিয়ে তুলি তাদের মুখের হাশি।
২| ০৮ ই জুন, ২০১৬ বিকাল ৩:২৫
গোধুলী বেলা বলেছেন: শেখক এই রমজান মাসেই আমরা যেন কারো পাশে দারিয়ে তার ঈদ কে আনন্দময় করে দিতে পারি তার জন্যই এত আগে সবার জন্য এই আহবান।
৩| ১১ ই জুন, ২০১৬ সকাল ৭:২৭
ডঃ এম এ আলী বলেছেন: খুব ভাল একটি বিষয়ে লিখেছেন ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ০৮ ই জুন, ২০১৬ বিকাল ৩:০৭
শেখক বলেছেন: আনন্দ ছড়িয়ে পড়ার জন্য রমজান বাদ দিয়ে পরের মাসে যাওয়ার দরকার নেই ভাই। রাসূল স. রমজানে এত পরিমাণ দান করতেন যে, তিনি প্রবহমান বাতাসের মতো হয়ে যেতেন।