নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্রাজিলের কট্টর সাপোর্টার হয়েও কাল আর্জেন্টিনা খেলা শুরু হবার আগেই সাপোর্ট করছিলাম।
গোল গুল খাবার পর আমি উদযাপন করিনি বা কোন আনন্দ পাই নি। বরং খুব খারাপই লাগল।
আশেপাশে বিপুল পরিমাণ আর্জেন্টিনা সাপোর্টার এর সাথে বিভিন্ন সময় যুক্তি তর্ক ও চাপাবাজি করে হয়ত ব্রাজিলকে জিতিয়ে রাখি।
কিন্তু রাতে খেলা দেখার সময় আজ আর্জেন্টিনা সাপোর্ট করব বলেই ঘোষণা দিলাম। কারন ব্রাজিল/আর্জেন্টিনা সাপোর্টার্স হিসেবে এখন আমাদের সম্পর্ক অনেকটা টম এন্ড জেরির মত।
হয়ত নিজের দলকে অনেক দূর যাবার শুভ কামনা কিন্তু সেই সাথে অপর দলটিও।
কারন আমরা আরো বেশি তর্ক করব,চাপাবাজি করব।
কিন্তু আর্জেন্টিনা /ব্রাজিল বাতিল হলে বাংলাদেশ থেকে ফুটবল বিশ্বকাপ টাই ফ্যাকাশে হয়ে যাবে।
ব্রাজিল ফুটবল টিমের জন্য রইল অনেক শুভ কামনা।
২| ২২ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭
রাজীব নুর বলেছেন: র্জেন্টিনা এখন বাদ পড়ে যায় নি।
এখনও হাতে কিছু চান্স আছে।
©somewhere in net ltd.
১| ২২ শে জুন, ২০১৮ বিকাল ৪:৫৫
স্রাঞ্জি সে বলেছেন: অনেক শুভ কামনা ব্রাজিলের জন্য।