![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেরিয়ে কত শীত ও বসন্ত
হয়ে পূর্ণ থেকে পরিপূর্ণ
এসে আমার কাছে
করলে তুমি যে ধন্য।
পেয়েছি তোমায়
করে যে আপন
কথা দিলাম রব আজীবন
হয়ে তোমার শুভ জন।
আজ প্রাণ খুলে বলতে চাই
তুমি ছাড়া আর কেউ নাই
আমায় তোমার বুকে দিও ঠায়।
আজকের দিনে এই আবেদন জানাই।
শুভ হোক আজকের দিন
শুভ জোক প্রতিদিন
শুভ হোক তোমার আগামী
শুভ জন্ম দিন তোমার এই কথাটাই জানি।
শুভ জন্ম দিন আমার ভালবাসা
শুভ জন্মদিন আমার কাছে আশা।
কথা দিলাম বেসে যাব আজীবনে
কথা দিলাম তোমার এই শুভ দিনে।
উৎসর্গ
আমার প্রিয় মানুষ।
২| ১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১১
মাহমুদুর রহমান বলেছেন: কবিতা ভালো লাগেনি।
৩| ১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২২
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩৩
গোধুলী বেলা বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫২
নজসু বলেছেন:![](https://s3.amazonaws.com/somewherein/pictures/sujansujan/sujansujan-1544627795-456d55f_xlarge.jpg)